সংযুক্ত হন - ওয়াই-ফাই ও সেলুলার সংযোগে যুক্ত হন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

যতক্ষণ সেলুলার নেটওয়ার্কের আওতায় আছেন (স্ক্রীনের উপরে ১-৫ টি বার data-connection) ততক্ষণ আপনি ফোন কলবার্তা পাঠাতে ও গ্রহণ করতে পারবেন। তবে অন্য কিছু যেমন - ওয়েব ব্রাউজিং, ইমেইল অথবা ম্যাপ ব্যবহার করার জন্য আপনার ডাটা সংযোগের প্রয়োজন হবে। কিভাবে ডাটা সংযোগের সাথে যুক্ত থাকবেন তা এখানে দেখানো হয়েছে।

ডাটা সংযোগ চালু করুন

নোটিফিকেশন স্ক্রীন থেকে দ্রুত ডাটা সংযোগ চালু অথবা বন্ধ করুন।

  1. স্ক্রিনের উপর থেকে নোটিফিকেশন ট্রে টি টেনে নামান।
  2. এখন ডাটা সংযোগ চিহ্নটি ট্যাপ করলে সংযোগ চালু (চিহ্নটি নীল হয়ে যাবে) বা বন্ধ (চিহ্নটি ধূসর হয়ে যাবে) হবে।
    Toggle data
দ্রষ্টব্য: আপনি যে ধরনের সেলুলার নেটওয়ার্কে যুক্ত আছেন তার উপর ভিত্তি করে ডাটা সংযোগ চিহ্নটি ভিন্ন হতে পারে।
পরামর্শ: আপনার ব্যবহার দেখতে এবং আপনি ব্যবহার সীমার কাছাকাছি পৌছে গেলে আপনাকে জানাতে Cost Control অ্যাপ ব্যবহার করুন।

ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হন

ওয়াই-ফাই নেটওয়ার্কে স্থানান্তরিত ডাটা আপনার ডাটা প্লান থেকে খরচ হয় না। আর ওয়াই-ফাই নেটওয়ার্ক প্রায়ই দ্রুত গতি সম্পন্ন হয়। ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হতে:

  1. সেটিংস Settings 1.3Settings 1.4Settings- 2.0 (small) অ্যাপটি খুলে Wi-Fi মেনুতে যান।
  2. এরপর, ওয়াই-ফাই চালু করতে Wi-Fi বাটনে ট্যাপ করুন এবং যুক্ত হওয়ার জন্য কোন প্রাপ্য নেটওয়ার্কের উপর ট্যাপ করুন।
    • যদি নেটওয়ার্কটি সুরক্ষিত হয়, তবে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে।
দ্রষ্টব্য: প্রথম বার কোন ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সময় ফায়ারফক্স ওএস ঐ নেটওয়ার্ক ও পাসওয়ার্ডটি সংরক্ষণ করে এবং পরবর্তীতে আবার ঐ নেটওয়ার্কের আওতায় আসা মাত্র স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে যায়।

সংযোগ সমস্যার সমাধান

ইন্টারনেটের সাথে যুক্ত না হয়েই যদি আপনি ওয়েব ব্রাউজ করতে চেষ্টা করেন কিংবা কোন অ্যাপ ব্যবহার করেন তাহলে হয়তো আপনি "Server not found" অথবা "Network connection unavailable" বার্তাটি দেখতে পাবেন।

No network connection

আপনার ওয়াই-ফাই কিংবা ডাটা সংযোগ আছে কিনা নিশ্চিত হয়ে পুনরায় চেষ্টা করুন

  1. স্ক্রিনের উপর থেকে নোটিফিকেশন ট্রে টি টেনে নামান।
    Internet connection
  2. যদি ওয়াই-ফাই কিংবা ডাটা সংযোগ চিহ্নটি নীল না হয়ে থাকে, তবে এদের উপর ট্যাপ করে সংযোগ করে নিন।
  3. পেজ বা অ্যাপটি রিলোড করতে Try again বাটনে ট্যাপ করুন।
দ্রষ্টব্য: পুনরায় সংযোগ স্থাপনের ক্ষেত্রে মিনিটখানেক বা তার থেকে কিছু সময় বেশি লাগতে পারে; সংযোগ স্থাপনের পর "Try again" ট্যাপ করুন।

ব্রাউজারের কুকি ও সংরক্ষিত ডাটা পরিষ্কার করে পুনরায় চেষ্টা করুন

ওয়াই-ফাই অথবা ডাটা সংযোগ থাকার বিষয়ে নিশ্চিত হওয়ার পরও কোন ওয়েব সাইট লোড করার সময় যদি Server not found ত্রুটি বার্তাটি পান তবে এটি সম্ভবত ঐ ওয়েবসাইটের সমস্যা। কুকি ও সংরক্ষিত ডাটা পরিষ্কার করলে এর সমাধান হতে পারে।

  1. ব্রাউজারের সাইডবার খুলতে উপরে ডান দিকের Tab মেনুতে ট্যাপ করুন।
  2. ব্রাউজার সেটিংস খুলতে উপরের Gear বাটনে ট্যাপ করুন।
  3. Clear cookies and stored data বাটনে ট্যাপ করুন।
  4. OK বাটনে ট্যাপ করুন।
  5. সাইডবার বন্ধ করে সাইটটি রিলোড করার জন্য Try Again ট্যাপ করুন।

আরো বিস্তারিত তথ্যের জন্য দেখুন Firefox OS এর ব্রাউজিং ইতিহাস, কুকিজ এবং সংরক্ষিত তথ্য মুছে ফেলুন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন