Firefox Hello বাটনটি কোথায়?

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

টুলবার কিংবা মেনুতে যদি Firefox Hello hello button বাটনটি খুঁজে না পান তাহলে এটি প্রদর্শিত করতে এই টিপস চেক করুন।

আপনার টুলবারে Firefox Hello বাটন নিয়ে যান

বাটনটি আছে কিনা দেখতে Additional Tools and Features ড্রয়া চেক করুন । আপনি সেখান থেকে এটিকে আপনার সুবিধামত স্থানে নিয়ে যেতে পারবেন

Hello বাটন কিভাবে সরাবেন তা এখানে:

  1. ব্রাউজারের উপরের ডান কোণের মেনু "new fx menu" ছবি বিদ্যমান নয়। বাটনে ক্লিক করুন।
  2. Firefox এর অতিরিক্ত টুলস ও সুবিধাগুলো দেখতে +Customize ক্লিক করুন।
    customize webrtc
  3. অতিরিক্ত টুলস উইন্ডো থেকে Hello আইকনটি টেনে আপনার টুলবার কিংবা মেনুতে নিয়ে যান।
  4. কাজ শেষ করতে Exit Customize এ ক্লিক করুন।

Private Browsing ত্যাগ করুন

আপনি যদি  Private Window (একটি মাস্ক আইকন দ্বারা নির্দেশিত হবে ) তে থাকেন তাহলে Firefox Hello বাটনটি প্রদর্শিত হবে না । 
Mask - Win8

Private Window বন্ধ করুন এবং নিয়মিত ব্রাউজিং মোডে Firefox ব্যবহার করুন ।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন