iOS (সংস্করণ 3.0) এর জন্য ফায়ারফক্সে নতুন কি সুবিধা আছে।

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

আপনাকে আবারো দেখে ভাল লাগছে! Firefox এর এই সংস্করণে বেশ কিছু উন্নতি সাধিত হয়েছে যার ফলে আপনি খুব সহজেই দ্রুত জনপ্রিয় ওয়েবপেজে যেতে পারবেন এবং সেই সাথে আপনার পাসওয়ার্ড কে পাসকোড অথবা Touch ID এর মাধ্যমে সুরক্ষিত করতে পারবেন।

Touch ID এর সাহায্যে পাসওয়ার্ড এর জন্য অতিরিক্ত সুবিধা

আপনার সংরক্ষিত পাসওয়ার্ড নিরাপদ রাখার জন্য Touch ID এর আঙ্গুল ছাপের সেন্সর টি চালু করুন। Touch ID চালু করার সাথে সাথে যখনই আপনার ডিভাইসে কেউ সংরক্ষিত পাসওয়ার্ড দেখতে চাইবে তখনই Firefox একটি পাসকোড অথবা আঙ্গুলের ছাপ চাইবে।

touchid pw

Passcode অথবা Touch ID সুবিধাটি কার্যকর করার জন্য Firefox এ পাসকোড এবং Touch ID সেট করুন দেখুন। সংরক্ষিত লগ ইন সমূহের সঠিক পরিচালনার জন্য iOS এর জন্য ফায়ারফক্সে সংরক্ষিত পাসওয়ার্ডগুলো পরিচালনা দেখুন।

জনপ্রিয় ওয়েবসাইট সমূহের জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা

পুরো ঠিকানা টাইপ না করেই জনপ্রিয় ওয়েবসাইট সহজেই দেখতে পারবেন। যখন আপনি একটি জনপ্রিয় ওয়েবসাইট এর নাম লিখা শুরু করবেন, Firefox স্বয়ংক্রিয় ভাবেই তা আপনার জন্য সম্পন্ন করে ফেলবে। যদি আপনি যে ওয়েবসাইট টি লিখছেন তার জন্য একাধিক সম্ভাব্য ঠিকানা থেকে থাকে তাহলে Firefox আপনাকে সম্ভাব্য সব ডোমেইন তুলে ধরবে।

আপনার হোম স্ক্রিনে জনপ্রিয় ওয়েবসাইট খুঁজে পান

আপনি যদি Firefox কে অন্যান্য ডিভাইসের সাথে সিঙ্ক করে না থাকেন, তাহলে আপনাকে আপনার দেশের প্রথম পাঁচটি সাইট দেখিয়ে থাকবে। আপনি যদি Firefox ব্যবহার করতে থাকেন তাহলে এই পাচটি সাইট এর বদলে আপনার সবচেয়ে বেশি ব্যবহার করা ও সম্প্রতি ব্যবহার করা সাইট দেখানে। আপনি এই সাইট অপসারণ করার জন্য যে কোন একটিতে চাপ দিয়ে ‘’x’’ ট্যাপ করুন।

top sites ios 3.0

"olderversionsios" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন