অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্সে মাস্টার পাসওয়ার্ড ব্যাবহার

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 67584
  • নির্মিত:
  • রচয়িতা: Ashiqur Rahman Amit
  • মন্তব্য: কয়েকটা শব্দের বাংলা অর্থ পরিবর্তন
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ব্যাংকিং বা ইমেইলের মতো বিভিন্ন অনলাইন সার্ভিস ব্যবহারের সময় ফায়ারফক্স আপনার ইউজারনেম বা পাসওয়ার্ড সংরক্ষন করে রাখতে পারে । আপনার ডিভাইসটি হাতে নিয়ে যেন কেউ আপনার এসব একাউন্টে প্রবেশ করতে না পারে, এজন্য আপনি মাস্টার পাসওয়ার্ড ব্যাবহার করতে পারেন । এই নিবন্ধের মাধ্যমে আপনি মাস্টার পাসওয়ার্ডের ব্যাবহার জানবেন ।

master_password0-ics

মাস্টাড় পাসওয়ার্ড কীভাবে কাজ করে?

একবার মাস্টার পাসওয়ার্ড উল্লেখ করা হয়ে গেলে যখনই ফায়ারফক্সের আপনার সংরক্ষিত পাসওয়ার্ড লাগবে, তখনই আপনার কাছে মাস্টার পাসওয়ার্ডটি চাইবে । এটি আপনার সকল সংরক্ষিত ইউজারনেম ও পাসওয়ার্ড "আনলক" করবে এবং আপনার ব্রাউজিংয়ের সময় ফায়ারফক্স স্বয়ংক্রিয়ভাবে এগুলো.পূরণ করে দিবে । ওয়েব ব্যবহার শেষ হয়ে গেলে ফায়ারফক্স থেকে বের হয়ে আসা মাত্র আপনার ইউজারনেম ও পাসওয়ার্ডগুলো আবার "লকড আপ" হয়ে যায় ।

দ্রষ্টব্য : অন্য অ্যাপ ব্যবহারের সময় আপনার অ্যান্ড্রয়েড সিস্টেমটি মেমোরি বাঁচাতে ফায়ারফক্স বন্ধ করে দিতে পারে । এটা ঘটে থাকলে ফায়ারফক্স পুনরায় ব্যবহার করার সময় আপনাকে আবারও মাস্টার পাসওয়ার্ডটি প্রবেশ করাতে বলা হবে ।

কীভাবে মাস্টার পাসওয়ার্ডটি সেট করবেন ?

আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড সেভ করে রাখার জন্য ফায়ারফক্স শুরু থেকেই কোন মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করেনা । এটি সেট করতে :

  1. Menu বাটনটি (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) এবং এরপর Settings বাটনটি ট্যাপ করুন (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) ।
  2. Use master password চেক বক্সে টিক দিন ।
    master_passwords-ics
  3. এন্ট্রি ফিল্ডে একটি পাসওয়ার্ড লিখুন ।
    পরামর্শ : পাসওয়ার্ডটি এমনভাবে দিন, যেন তা আপনার জন্য মনে রাখা সহজ, অথচ অন্যদের জন্য ধারণা করা কঠিন হয় । কীভাবে, জানতে আপনার পরিচয় নিরাপদ রাখতে সাবধানী পাসওয়ার্ড তৈরি করুন নিবন্ধটি দেখুন ।
    master_password2-ics
  4. পাসওয়ার্ডটি সেট করতে OK বাটনটি ট্যাপ করুন ।
  1. Menu বাটনটি (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) এবং এরপর Settings বাটনটি ট্যাপ করুন (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) ।
  2. এরপর Privacy ট্যাপ করুন এবং Use master password নির্ধারণ করুন ।
    master_passwords-ics
  3. এন্ট্রি ফিল্ডে একটি পাসওয়ার্ড লিখুন ।
    পরামর্শ : পাসওয়ার্ডটি এমনভাবে দিন, যেন তা আপনার জন্য মনে রাখা সহজ, অথচ অন্যদের জন্য ধারণা করা কঠিন হয় । কীভাবে, জানতে আপনার পরিচয় নিরাপদ রাখতে সাবধানী পাসওয়ার্ড তৈরি করুন নিবন্ধনটি দেখুন ।
    master_password2-ics
  4. পাসওয়ার্ডটি সেট করতে OK বাটনটি ট্যাপ করুন ।
মাস্টার পাসওয়ার্ড চালু থাকা অবস্থায় অ্যান্ড্রয়েডের ফায়ারফক্স পাসওয়ার্ড সিঙ্ক্রোনাইজ করা বন্ধ করে দিবে ।

কীভাবে মাস্টার পাসওয়ার্ডটি মুছে ফেলবেন ?

আপনি যদি আর মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করতে না চান, তাহলে খুব সহজেই তা মুছে ফেলতে পারেন :

  1. প্রথমে Menu বাটনটি (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) এবং এরপর Settings বাটনটি ট্যাপ করুন (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) ।
  2. Use master password চেক বক্সে টিক তুলে দিন ।
  3. এন্ট্রি ফিল্ডে পাসওয়ার্ডটি লিখুন ।
  4. OK বাটনটিতে ক্লিক করে পাসওয়ার্ডটি মুছে ফেলুন ।
  1. প্রথমে Menu বাটনটি (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) এবং এরপর Settings বাটনটি ট্যাপ করুন (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) ।
  2. Privacy বাটনটি ট্যাপ করুন ।
  3. Use master password চেক বক্সে টিক তুলে দিন ।
  4. এন্ট্রি ফিল্ডে পাসওয়ার্ডটি লিখুন ।
  5. OK বাটনটিতে ক্লিক করে পাসওয়ার্ডটি মুছে ফেলুন ।
মাস্টার পাসওয়ার্ড বন্ধ করে দেয়ার পর পাসওয়ার্ডগুলো পুনরায় সিঙ্ক্রোনাইজ হওয়া শুরু করবে ।

মাস্টার পাসওয়ার্ড ভুলে গেলে

আপনি যদি মাস্টার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তাহলে আপনাকে এটি রিসেট করতে হবে :

সতর্কতা : মাস্টার পাসওয়ার্ড রিসেট করা হলে আপনার সংরক্ষিত সকল ইউজারনেম ও পাসওয়ার্ড মুছে যাবে ।
  1. গুগল সেটিংস থেকে "ফায়ারফক্স ফর অ্যান্ড্রয়েড" ডাটা মুছে দিন ।
  2. মাস্টার পাসওয়ার্ডটি মুছে যাবে এবং আপনি এটি রিসেট করতে পারবেন ।