Firefox OS এ কিভাবে Facebook, Google, Twitter এবং Youtube ব্যবহার করব

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 74944
  • নির্মিত:
  • রচয়িতা: Rabbi Hossain
  • মন্তব্য: Done
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? হ্যাঁ
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

Firefox OS ডিভাইসের একটি অন্যতম দিক হল এর মাধ্যমে আপনি আপনার পরিচিত সবার সাথে যোগাযোগ রাখতে পারবেন। কিভাবে Facebook, Twitter এর মত জনপ্রিয় সামাজিক যোগাযোগ অ্যাপগুলো ইনস্টল ও ব্যবহার করবেন তা এই নিবন্ধে দেখানো হয়েছে।‌

অাপনার পছন্দের অ্যাপ ব্যবহার করা

Facebook

  • মূল কন্ট্রোলগুলো স্ক্রিনের উপরের দিকে রয়েছে।অাপনি ফ্রেন্ড রিকোয়েস্ট, চ্যাট এবং পোস্টের নোটিফিকেশনগুলো দেখতে পাবেন। এছাড়া স্ট্যাটাস, ছবি আপলোড সহ চেক-ইন করতে তো পারবেনই।
    Facebook controls
  • উপরে বাম কোণে থাকা মেনু বাটনে ট্যাপ করে অনুসন্ধান ও অন্যান্য ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।
    Facebook menu
  • সবসময় সবার সংস্পর্শে থাকার জন্য Facebook চ্যাট একটি অসাধারন ম্যাধ্যম। কিভাবে এটি কাজ করে জানুন।
  • অাপনি যদি অাপনার Facebook থেকে পরিচিতি ইমপোর্ট করে থাকেন তাহলে আপনি Contacts অ্যাপ থেকেই তাদের ওয়ালে পোস্ট করতে ও তাদের সাথে চ্যাট করতে পারবেন।
    Facebook from contacts

Twitter

  • Twitter এর কন্ট্রোলগুলো পর্দার উপরের দিকে থাকে। নতুন টুইট করতে, উপরে ডান কোণের বাটনে ক্লিক করুন।
    Twitter controls
  • অাপনি টুইট লেখার সময় ছবিও অাপলোড করতে পারবেন অথবা Twitter ইনস্টল করা থাকলে অাপনি Gallaery অ্যাপের শেয়ার মেনু থেকেও কাজটি করতে পারবেন।
    নোট: এই সুবিধাটি ফায়ারফক্স ওএস এর ১.১ এবং নতুন সংস্করণে পাওয়া যাবে। Firefox OS এর কোন সংস্করণটি ব্যাবহার করছেন তা আপনি জানেন না? এখানে দেখুন কিভাবে খুজতে হয়।
    Twitter share

YouTube

  • যেকোন কিছু অনুসন্ধান করা - উপরে ডান দিকে থাকা বাটনে ট্যাপ করুন।
  • গুগলে সাইন ইন করতে উপরের বাম কোণার বাটনে ট্যাপ করুন, যাতে অাপনি সাবস্ক্রিপশন ও রিকোমেন্ডশন ব্যবহার করতে পারেন।
    YouTube controls
  • Adaptive Search ব্যবহার করে অাপনি বিশেষ YouTube অনুসন্ধানকে হোম স্ক্রিনে সংরক্ষণ করে রাখতে পারেন।বিস্তারিত জানতে, ব্যক্তিগত অ্যাপ আবিষ্কার করতে বুদ্ধিদীপ্ত অনুসন্ধান ব্যবহার করুন নিবন্ধটি দেখুন।
    Two app choices

Google Search ও Gmail