Android জন্য Firefox সর্বশেষ সংস্করণে আপডেট করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 223397
  • নির্মিত:
  • রচয়িতা: Hebron Hamim
  • মন্তব্য: some new things added and some removed
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

Android এর জন্য Firefox এর সর্বশেষ সব সুবিধা ব্যবহার করার লক্ষ্যে ও সেই সাথে আপনার তথ্যসমূহ কে নিশ্চিতভাবে নিরাপদ রাখার জন্য একটা ভাল উপায় হচ্ছে এর সর্বশেষ সংস্করণ হালনাগাদ করে রাখা। যখনই Android এর জন্য Firefox এর সর্বশেষ সংস্করণ পাওয়া যাবে তখনই Google Play এটি আপনাকে জানাবে, তাছাড়া আপনি নিজেও এটি নীচের পদক্ষেপ ব্যবহার করে পরীক্ষা করতে পারবেন। আপনি কোন সংস্করণ ব্যবহার করছেন তা জানতে নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুন এবং প্রয়োজন হলে এই উপায়ে এটি হালনাগাদ করুন।

আপনার Firefox এর সংস্করণ পরীক্ষা করুন

  1. Tap the menu button. Settings icon - address bar - Fenix

  2. Tap Settings.
  3. স্ক্রল করে নিচে About সেকশন এ যান এবং About Firefox এ চাপ দিন।
    সংস্করণ নাম্বার ফায়ারফক্স লোগো এর নিচে দেখা দিবে।

গুগুল প্লে এর মাধ্যমে হালনাগাদ

Firefox হালনাগাদ এর সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগুল প্লে, এখানে আপনি দেখতে পাবেন আপনার সংস্করণ পুরাতন নাকি হালনাগাদকড়ীত।

আপনার ফোন এর মার্কেটপ্লেস এর মাধ্যমে Firefox কে সবচেয়ে সহজ উপায়ে হালনাগাদ করা যায়। Firefox out of date হয়েছে কিনা তা আপনার মার্কেটপ্লেস নির্দেশ করবে এবং Firefox হালনাগাদ করার জন্য অনুরোধ করবে।

  1. আপনার ডিভাইসের মধ্যেমে Google Play খুলুন এবং স্ক্রিনের উপরের বাঁদিকের কোণায় মেনুতে ট্যাপ করুন।
  2. আপনার ইনস্টল করা অ্যাপের তালিকা দেখতে My Apps এ ট্যাপ করুন। তালিকায় আপনার আপডেট করা প্রয়োজন এমন অ্যাপ্লিকেশন দেখানো হবে। Firefox এর যদি কোন হালনাগাদ থেকে থাকে তাহলে প্রদর্শিত হবে।
  1. আপডেট চালু করার Update বাটনে চাপ দিন।


যদি Google Play আপনার এলাকায় সহজলভ্য না হয়,তাহলে আপনার দেশে উপযুক্ত অ্যাপ্লিকেশন marketplace এর মাধ্যমে Firefox হালনাগাদ করুন।