আপনার কম্পিউটার থেকে Firefox মুছে ফেলা

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 173741
  • নির্মিত:
  • রচয়িতা: Mim Ahmed
  • মন্তব্য: 37 লাইন থেকে
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

Firefox এর সমস্যার সমাধান এবং পর্যালোচনা করুন.

Firefox মুছে ফেলা

Firefox মুছে ফেলতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. Close Firefox (if Firefox is open):

    মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

  2. Finder এ Applications ফোল্ডার খুলুন।
  3. Trash এ Firefox টেনে নিয়ে ছেড়ে দিন।

Firefox মুছে শেষ হয়েছে।

Firefox মুছে ফেলা

আপনি যদি ডিস্ট্রো ভিত্তিক প্যাকেজ মেনেজার ব্যবহার করে Firefox ইনস্টল করে থাকেন,সেই উপায়ে আপনার Firefox মুছতে হবে - আরও জানতে Linux এ Firefox ইনস্টল করুন দেখুন। আপনি যদি Firefox ডাউনলোড পেজ থেকে বাইনারি ডাউনলোড করে তা ব্যবহার করেন, আপনার Home ফোল্ডার থেকে firefox ফোল্ডার মুছে দিলেই হবে।

ব্যবহারকারীর তথ্য এবং সেটিং মুছে ফেলা

Firefox আনইনস্টল করলেই আপনার [[প্রোফাইলগুলি - যেখানে ফায়ারফক্স আপনার বুকমার্ক, পাসওয়ার্ড এবং অন্যান্য ব্যবহারকারীর তথ্য | ব্যবহারকারী প্রোফাইল] মুছে ফেলে না],এতে বুকমার্ক, পাসওয়ার্ড এবং কুকি ব্যক্তিগত তথ্য রয়েছে। আপনি যদি এই তথ্যটি মুছে ফেলতে চান তবে আপনাকে আপনার Firefox প্রোফাইল ধারণকারী ফোল্ডারটি মুছে ফেলতে হবে যা Firefox প্রোগ্রাম থেকে পৃথক অবস্থানে সংরক্ষণ করা হয়।

  1. আপনি যদি আপনার বুকমার্ক, পাসওয়ার্ড এবং কুকি এবং অন্যান্য ব্যবহারকারী তথ্য এবং সেটিং সংরক্ষণ করতে চান, তাহলে ফায়ারফক্স প্রোফাইলে তথ্য ব্যাকআপ ও পুনঃস্থাপন করুন দেখুন।
  1. firefox ফোল্ডার মুছে ফেলুন যেখানে আপনার প্রোফাইল ফোল্ডার এবং profiles.ini আছে Firefox ফোল্ডার মুছে ফেলুন যেখানে আপনার প্রোফাইল ফোল্ডার এবং profiles.ini আছে - অবস্থান জানার জন্য আমি কিভাবে আমার প্রোফাইল খুজে পাবো? দেখুন।

Firefox মুছে ফেলা

Firefox মুছে ফেলতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  1. Firefox বন্ধ করুন (যদি চালু থাকে):

    মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

উইন্ডোজ বাটনে ক্লিক করে Control Panel সিলেক্ট করুন, কন্ট্রোল প্যানেল উইন্ডো খুলবে।

  1. Control Panel - WinXP
  2. কন্ট্রোল প্যানেল উইন্ডো হতে Add or Remove Programs এ ক্লিক করুন। এখন অ্যাড অর রিমুভ উইন্ডো খুলবে।
  3. ইন্সটল থাকা প্রোগ্রামের তালিকা হতে Mozilla Firefox নির্বাচন করুন।
  4. মুছে ফেলা শুরু করতে Mozilla Firefox এর ডান দিকের Remove বাটনে ক্লিক করুন।
    যদি মুছে ফেলার উইজার্ড চালু না হয় তবে আপনি helper.exe চালু করার মাধ্যমে এটি চালু করতে পারবেন যা সাধারণত C:\Program Files\Mozilla Firefox\uninstall\helper.exe ঠিকানায় থাকে।
  5. মজিলা ফায়ারফক্সের মুছে ফেলার উইজার্ড খুললে Next বাটনে ক্লিক করুন।
  6. Uninstall বাটনে ক্লিক করুন।
    • যদি এখনও Firefox চালু থাকে তবে মুছে ফেলার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই Firefox বন্ধ করে নিতে হবে।
      আপনি যদি Firefox ব্যবহাকারীর তথ্য এবং সেটিং মুছতে চান, যে বক্সে লেখা থাকবে Remove my Firefox personal data and customizations তা টিক দিন। আপনি এটি নির্বাচন করলে, Firefox পুনরায় ইনস্টল করলেও আপনার বুকমার্ক, পাসওয়ার্ড এবং ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করবে না।
  7. Finish বাটনে ক্লিক করুন।
  8. মুছে ফেলার সময় যেসব ফাইল ও ফোল্ডার নিজে থেকে মুছে যায় নি সেগুলো আপনাকে Firefox ইন্সটলেশন ফোল্ডার থেকে নিজে মুছে নিতে হবে। ফাইলগুলো সাধারণত C:\Program Files\Mozilla Firefox ঠিকানায় থাকে।
  1. Firefox (Firefox যদি চালু থাকে):

    মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

    Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

    ক্লোজ করুন।
  2. স্টার্ট মেনুতে ক্লিক করে Control Panel নির্বাচন করুন। কন্ট্রোল প্যানেল উইন্ডো খুলবে।
    Control Panel - Win7
  3. কন্ট্রোল প্যানেল উইন্ডোর প্রোগ্রামস অংশের নিচের Uninstall a program লিঙ্কে ক্লিক করুন।
    Uninstall a program - Win7
  4. ইন্সটল থাকা প্রোগ্রামের তালিকা হতে Mozilla Firefox নির্বাচন করুন।
  5. মুছে ফেলা শুরু করতে তালিকার একেবারে উপরের Uninstall বাটনে ক্লিক করুন।
    যদি মুছে ফেলা উইজার্ড চালু না হয় তবে আপনি helper.exe চালু করার মাধ্যমে এটি চালু করতে পারবেন যা সাধারণত,
    32-bit Windows: C:\Program Files\Mozilla Firefox\uninstall\helper.exe
    64-bit Windows: C:\Program Files (x86)\Mozilla Firefox\uninstall\helper.exe ঠিকানায় থাকে।
  6. মজিলা ফায়ারফক্সের মুছে ফেলাr উইজার্ড খুললে Next বাটনে ক্লিক করুন।
  7. Uninstall বাটনে ক্লিক করুন।
    • যদি এখনও Firefox চালু থাকে তবে মুছে ফেলার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই Firefox বন্ধ করে নিতে হবে।
      আপনি যদি Firefox ব্যবহাকারীর তথ্য এবং সেটিং মুছতে চান, যে বক্সে লেখা থাকবে Remove my Firefox personal data and customizations তা টিক দিন। আপনি এটি নির্বাচন করলে, Firefox পুনরায় ইনস্টল করলেও আপনার বুকমার্ক, পাসওয়ার্ড এবং ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করবে না।
  8. Finish বাটনে ক্লিক করুন।
  9. মুছে ফেলার সময় যেসব ফাইল ও ফোল্ডার নিজে থেকে মুছে যায় নি সেগুলো আপনাকে Firefox ইন্সটলেশন ফোল্ডার থেকে নিজে মুছে নিতে হবে। যা সাধারণত এই ঠিকানা দুটির একটিতে থাকে।
    • 32-bit Windows: C:\Program Files\Mozilla Firefox
    • 64-bit Windows: C:\Program Files (x86)\Mozilla Firefox

Firefox (Firefox যদি চালু থাকে):

মেনু New Fx Menuবাটনে ক্লিক করুন এবং তারপর ExitQuitClose 29 এ ক্লিক করুন।

Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Exit এ ক্লিক করুন। স্ক্রিনের উপর Firefox মেনুতে ক্লিক করুন, তারপর Quit Firefox এ ক্লিক করুন। Firefox মেনুতে Fx57Menu ক্লিক করুন, তারপর Quitক্লিক করুন।

ক্লোজ করুন।

  1. স্টার্ট স্ক্রিন হতে Desktop টাইলে ক্লিক করুন। ডেস্কটপ ভিউ আসবে।
  2. চার্মস এ প্রবেশ করতে ডেক্সটপের ডান কোণার মাউস নিয়ে যান।
  3. চার্ম এর Settings মেনু হতে Control Panel নির্বাচন করুন। কন্ট্রোল প্যানেল উইন্ডো খুলবে।

    Control Panel - Win8
  4. কন্ট্রোল প্যানেল উইন্ডোর প্রোগ্রামস অংশের নিচের Uninstall a program লিঙ্কে ক্লিক করুন।
    Uninstall a program - Win7
  5. ইন্সটল থাকা প্রোগ্রামের তালিকা হতে Mozilla Firefox নির্বাচন করুন।
  6. মুছে ফেলা শুরু করতে তালিকার একেবারে উপরের Uninstall বাটনে ক্লিক করুন।
    যদি মুছে ফেলার উইজার্ড চালু না হয় তবে আপনি helper.exe চালু করার মাধ্যমে এটি চালু করতে পারবেন যা সাধারণত,
    (32-bit Windows) C:\Program Files\Mozilla Firefox\uninstall\helper.exe
    (64-bit Windows) C:\Program Files (x86)\Mozilla Firefox\uninstall\helper.exe ঠিকানায় থাকে।
  7. মজিলা ফায়ারফক্সের মুছে ফেলার উইজার্ড খুললে Next বাটনে ক্লিক করুন।
  8. Uninstall বাটনে ক্লিক করুন।
    • যদি এখনও Firefox চালু থাকে তবে মুছে ফেলার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই Firefox বন্ধ করে নিতে হবে।
      আপনি যদি Firefox ব্যবহাকারীর তথ্য এবং সেটিং মুছতে চান, যে বক্সে লেখা থাকবে Remove my Firefox personal data and customizations তা টিক দিন। আপনি এটি নির্বাচন করলে, Firefox পুনরায় ইনস্টল করলেও আপনার বুকমার্ক, পাসওয়ার্ড এবং ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করবে না।
  9. Finish বাটনে ক্লিক করুন।
  10. আনইন্সটল করার সময় যেসব ফাইল ও ফোল্ডার নিজে থেকে মুছে যায় নি সেগুলো আপনাকে Firefox ইন্সটলেশন ফোল্ডার থেকে নিজে মুছে নিতে হবে। যা সাধারণত এই ঠিকানা দুটির একটিতে থাকে।
    • (32-bit Windows) C:\Program Files\Mozilla Firefox
    • (64-bit Windows) C:\Program Files (x86)\Mozilla Firefox

ব্যবহারকারীর তথ্য ও সেটিংসমূহ মুছে ফেলা

আপনার Firefox এর ব্যবহারকারীর তথ্য যেমন ইতিহাস এবং বুকমার্ক Firefox পোগ্রাম থেকে আলাদা জায়গায় থাকে। আপনি যদি Firefox মুছার সময় আপনার ব্যক্তিগত তথ্য এবং কাস্টমাইজেশন মুছার জন্য না বলেন (উপরে বর্ণিত) তাহলে আপনার কম্পিউটারে এগুলো এখনো আছে। এই সকল তথ্য মুছে ফেলতে, আপনাকে অবশ্যই প্রোফাইল ফোল্ডার মুছে ফেলতে হবে:

Uninstaller ব্যবহারকারীর তথ্য যেমন ইতিহাস এবং বুকমার্ক মুছে ফেলে না।এই সকল তথ্য মুছে ফেলতে, আপনাকে অবশ্যই প্রোফাইল ফোল্ডার মুছে ফেলতে হবে:

  1. Windows Start বাটন ক্লিক করুন, এবং Run… নির্বাচন করুন।
  2. Run বক্সে %APPDATA% লিখুন এবং OK ক্লিক করুন।
  3. Mozilla ফোল্ডার খুলুন।
  4. Firefox ফোল্ডার মুছে ফেলুন।
  1. Windows Start বাটনে ক্লিক করুন।
  2. সার্চ বক্সে %APPDATA% লিখুন এবং enter চাপুন।
  3. Mozilla ফোল্ডার খুলুন।
  4. Firefox ফোল্ডার মুছে ফেলুন।
  1. Start Screen এ, Desktop ক্লিক করুন। Desktop খুলবে।
  2. Desktop এ, Charms এ ঢুকতে ডান দিকের কোনায় মাউস নিয়ে যান।
  3. Search Charm নির্বাচন করুন। Search স্লাইডার খুলবে।
  4. সার্চ বক্সে %APPDATA% লিখুন এবং enter চাপুন।
  5. Mozilla ফোল্ডার খুলুন।
  6. Firefox ফোল্ডার মুছে ফেলুন।



Uninstalling Firefox (mozillaZine KB) তথ্য থেকে তৈরি