Firefox for Android এর অ্যাড-অনস আনইন্সটল

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 173579
  • নির্মিত:
  • রচয়িতা: user232878545669140989901665326552803611169
  • মন্তব্য: Updated as current en-US version of these article.
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: user232878545669140989901665326552803611169
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? হ্যাঁ
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

অ্যাড-অনে থিম,এক্সটেনশান এবং প্লাগইন রয়েছে যা Firefox এ নতুন বৈশিষ্ট্য যোগ করে। Android Firefox থেকে এইগুলো মুছে ফেলার পদক্ষেপ এখানে দেওয়া হল।

  1. মেনু বাটনে ট্যাপ করুন,তারপর Add-ons টোকা দিন।
  2. একটি ইন্সটলরত অ্যাড-অনে টট্যাপ করুন এটির Disable এবং Uninstallদেখানোর বাটন জন্য।
  3. Uninstall ট্যাপ করুন পুরোপুরি মুছে ফেলার জন্য অথবা Disableটোকা দিন অস্থায়ীভাবে নিষ্ক্রিয় করার জন্য।
  1. আপনার অ্যাড-অন স্ক্রীনে যাবার জন্য মেনু বাটনে ট্যাপ করুন,তারপর Tools(আপনার প্রথমে More ট্যাপ করতে হতে পারে),Add-ons অনুসরণ করে।

FFadd-ondroid

  1. একটি ইন্সটলরত অ্যাড-অনে ট্যাপ করুন এটির Disable এবং Uninstall বাটন দেখানোর জন্য।
  2. Uninstall ট্যাপ করুন পুরোপুরি মুছে ফেলার জন্য অথবা Disableটোকা দিন অস্থায়ীভাবে নিষ্ক্রিয় করার জন্য।
    FFAOU
  3. আপনার ব্রাউজার রিস্টার্ট করুন যদি করতে বলা হয়।
    FFrestart