কিভাবে Firefox OS এ একটি অ্যাপ্লিকেশন মুছে ফেলবেন?

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

আপনি খুব সহজেই নিচের সহজ ধাপগুলো অনুসরণ করে আপনার প্রধান স্ক্রিন থেকে যেকোনো অ্যাপ মুছে ফেলতে পারেন:

  1. আপনার আকাঙ্ক্ষিত অ্যাপ মুছে ফেলতে ওটার আইকনের উপর চেপে ধরুন যতক্ষন না এটি লাফানো শুরু করে।
  2. অ্যাপের আইকনের উপরে বামদিকে x চিহ্নিত স্থানে ট্যাপ করুন।
  3. মুছা নিশ্চিত করতে Delete বাটনে ট্যাপ করুন।
    App Delete Dialog (FFOS)
  4. সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হোম বাটনে চাপুন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন