Firefox এ ট্র্যাকিং প্রটেকশন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

ট্র্যাকিং হল বহু ওয়েবসাইট ব্যাপী কোন ব্যক্তির ব্রাউজিং তথ্যের সংগ্রহ, সাধারণত অন্তর্ভুক্ত উপাদানের মাধ্যমে। ট্র্যাকিং ডোমেইন চেষ্টা করে cookies এবং অন্যান্য প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে কোন মানুষ কে স্বতন্ত্র ভাবে আলাদা করার যেমন: fingerprinting

ট্র্যাকিং প্রটেকশন কি?

ট্র্যাকিং প্রটেকশন আপনাকে আপনার অনলাইনে গোপনীয়তার উপর নিয়ন্ত্রণ আনতে দেয়। Firefox এর একটি Do Not Track ফিচার রয়েছে যা ওয়েবসাইট কে আপনার আচরণ মনিটর করতে না করে। এটি আবশ্যক নয় যে কোম্পানিরা সম্মান প্রদর্শন করবেে। Firefox এর Tracking Protection ফিচার আপনার হাতে নিয়ন্ত্রণ নিয়ে আসে সক্রিয়ভাবে সেই সকল ডোমেন ব্লক করে যা ব্যবহারকারীদের ট্র্যাক করে বলে জানা যায়।

ট্র্যাকিং প্রটেকশন দারা ব্যবহারকৃত প্রাথমিক ব্লকলিস্ট এর ভিত্তি হল: Disconnect's blocklist

ট্র্যাকিং প্রটেকশন কীভাবে চালু করবেন

  1. address bar এ, টাইপ করুন about:config এবং প্রেস করুন EnterReturn

    • এই about:config এ "This might void your warranty!" এই সতর্ক বার্তা প্রদর্শিত হতে পারে। about:config page এর সাথে থাকতে ক্লিক করুন I accept the risk!
  2. privacy.trackingprotection.enabled খুঁজুন ।
  3. privacy.trackingprotection.enabled ডাবল ক্লিক করুন এর মান true তে পরিবর্তনের জন্য।

এটি ট্র্যাকিং প্রটেকশন সক্রিয় করবে। যদি আপনি পরবর্তী তে এটি বন্ধ করতে চান, উপরের ধাপগুলো পুনরায় অনুসরণ করুন পছন্দ কে পুনরায় false এ ফিরিয়ে নিতে।

ট্র্যাকিং প্রটেকশন কীভাবে ব্যাবহার করবেন

একবার ট্র্যাকিং প্রটেকশন সক্রিয় হলে, আপনি এড্রেস বারে একটি ঢাল চিহ্ন দেখতে পারবেন যখন ই Firefox কোন ট্র্যাকিং ডোমেইন অথবা মিক্সড কনটেন্ট ব্লক করছে।

TrackingProtectionActive-ReleaseTrackingProtectionActive-Linux

আপনি কোন নির্দিষ্ট সাইট এর জন্যও ট্র্যাকিং প্রটেকশন বন্ধ রাখা নির্বাচন করতে পারেন ঢাল চিহ্ন ক্লিক করার পরে "Disable protection for this site" অপশন টি নির্বাচন করার মাধ্যমে। একবার ট্র্যাকিং প্রটেকশন কোন সাইট এর জন্য বন্ধ হলে, আপনি একটি লাল কাটা দেয়া ঢাল চিহ্ন দেখতে পাবেন। আপনি সেই ঢাল চিহ্ন আবার ক্লিক করে "Enable protection" নির্বাচন করার মাধ্যমে ট্র্যাকিং প্রটেকশন পুনঃ চালু করতে পারেন।

TrackingProtectionDisabled-ReleaseTrackingProtectionDisabled-Linux

কোন সংস্থান ব্লক করা হচ্ছে তা দেখতে, আপনি ওয়েব কনসোল ওপেন করে Security tab এর নিচে ম্যাসেজগুলো দেখতে পারেন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন