Firefox OS এ স্ক্রিনলক সেট করা

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 74652
  • নির্মিত:
  • রচয়িতা: প্রাঞ্জল
  • মন্তব্য: Finished
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

স্ক্রিনলক সুবিধাটি আপনার ফোনের নিরাপত্তা বৃদ্ধি করে ।

লক সেট করা

1. সেটিংস খোলার জন্য settings icon ট্যাপ করুন ।

settings

2. নিচে নেমে Privacy & Security থেকে Phone lockScreen lock ট্যাপ করুন ।

Phone lock d screen lock

3. এই স্ক্রিনে আপনার দুটো বিকল্প থাকবে :

screen lock only lock screen

  • Lock Screen - যেটি কোন নিরাপত্তা দেয়না এবং আপনাকে দ্রুত হোমস্ক্রিনে প্রবেশ করতে দেয় ।
  • Passcode lock - যেটি আপনাকে চার ডিজিটের পাসকোড সেট করতে দেয়, যা আপনার ফোনকে অবৈধ অনুপ্রবেশ থেকে বাঁচাবে ।

আপনার আকাঙ্খিত বিকল্পের বা দুটোরই পাশের বাটন ট্যাপ করুন ।


পাসকোড পরিবর্তন

লক সেটিংস প্যানেলের নিচের Change Passcode ট্যাপ করে আপনি যতবার ইচ্ছা আপনার পাসকোড পরিবর্তন করতে পারেন ।

security lock change pw

প্রথমেই একটি বক্স আসবে, যেখানে আপনার বর্তমান পাসকোডটি দিতে হবে ।

Auth Dialog

বর্তমান পাসকোড দেয়ার পর আরেকটি বক্স আসবে, যেখানে নতুন পাসকোডটি লিখতে হবে । নতুন পাসকোডটি লিখুন এবং Change ট্যাপ করুন ।

New Passcode Dialog

পাসকোড দিয়ে প্রবেশ

আপনি ফোন আনলক করলে একটি পাসকোড দিয়ে আনলক করার স্ক্রিন আসবে । স্ক্রিনটি দেখতে এরকম :

passcodeprompt

  • প্রবেশকৃত পাসকোড সঠিক হলে আপনি ডিভাইসে ঢুকতে পারবেন ।
  • প্রবেশকৃত পাসকোড ভুল হলে একটি লাল বক্স সম্বলিত এরর দেখাবে এবং আপনি ডিভাইসে প্রবেশ করতে পারবেন না ।

সম্পর্কিত অন্যান্য সেটিংস

আপনি চাইলে সিম পিন ব্যবহার করে সিম কার্ডে প্রবেশে বাধা দিতে পারেন ।
এটি চালু করলে সিম কার্ডটি যে ডিভাইসে প্রবেশ করাবেন, তা রিস্টার্টের সময় পিন চাইবে ।
সুবিধাটি চালু করতে, settings icon ট্যাপ করুন । Privacy & Security এর নিচে নেমে SIM security ট্যাপ করুন ।

গুরুত্বপূর্ণ: খেয়াল রাখবেন, সিম পিন এবং আপনার ফোন আনলক করার পাসকোড কিন্তু একই নয় !

সিম পিন সম্পর্কে আরো জানতে Set SIM PIN on Firefox OS পড়ুন ।