ইমেইল পাঠান এবং পরিচালনা করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 74942
  • নির্মিত:
  • রচয়িতা: Sashoto Seeam
  • মন্তব্য: done
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ফায়ারফক্স ওএস এর ইমেইল অ্যাপ আপনাকে ইমেইল পাঠানোর এবং একের অধিক অ্যাকাউন্ট পরিচালনা করার সুযোগ দিয়ে থাকে। এই নিবন্ধটিতে দেখতে পারবেন কি করে তা সম্ভব।

দ্রষ্টব্য: ইমেইল পাঠানো শুরু করার পূর্বে কিংবা ইমেইল সম্পর্কিত সুবিধা বিনিময় করার পূর্বে আপনাকে ইমেইল অ্যাকাউন্টটি যুক্ত করতে হবে। সাহায্যের জন্য Firefox OS এর Mail অ্যাপ এ ইমেইল অ্যাকাউন্ট সংযুক্ত করুন নিবন্ধটি দেখুন।

নতুন একটি ইমেইল পাঠান

  1. ইমেইল অ্যাপ টি চালু করুন email
  2. নতুন ও ফাকা একটি ইমেইল খোলার জন্য উপরের ডানদিকের কোনায় নতুন বার্তা Editmessages বাটনটি ট্যাপ করুন।
  3. প্রাপকের নাম যুক্ত করার জন্য আপনি একটি ইমেইল ঠিকানা টাইপ করতে পারেন কিংবা + বাটনটি ট্যাপ করে আপনার কন্টাক্টস থেকে কোন একজন কে নির্বাচন করতে পারেন।
  4. আপনার প্রাপককে একটি ফাইল পাঠানোর জন্য ডানদিকের উপরের কোনায় পেপার ক্লিপ আইকনে ট্যাপ করুন।
  5. মেন্যু থেকে কোন ধরনের ফাইল পাঠাবেন তা নির্বাচন করুন যাতে যে ফাইলটি পাঠাবেন তা খুঁজে পাওয়া যায়।
    email file fxos
  6. আপনার ফাইলটি নির্বাচন করা হয়ে গেলে Done মেন্যুটি ট্যাপ করুন। আপনি যদি একের অধিক ফাইল পাঠাতে চান তবে পেপার ক্লিপ আইকনটি ট্যাপ করুন এবং উপরের ধাপ সমূহ পুনরাবৃত্তি করুন।
  7. আপনি যখন আপনার ইমেইলটি পাঠানোর জন্য তৈরি হবেন, তখন ডানদিকে উপরের কোনায় সেন্ড বাটনটি ট্যাপ করুন।
    New email message
পরামর্শ:Contacts app এর তালিকা থেকে আপনি সরাসরি একটি ইমেইল পাঠাতে পারেন। শুধু একজন ব্যক্তির ইমেইল ঠিকানা ট্যাপ করুন এবং দেখবেন ইমেইল অ্যাপটি নতুন বার্তা পাঠানোর জন্য প্রস্তুত হয়ে যাবে।

একটি ইমেইলের উত্তর দিন কিংবা অন্য একজন কে পাঠান

  • একটি ইমেইলের উত্তর দেবার জন্য, স্ক্রীনের নিচে reply রিপ্লাই বাটনটি ট্যাপ করুন। সবাইকে উত্তর দেবার জন্য রিপ্লাই অল বাটনটি ট্যাপ করুন। reply all
  • একটি ইমেইল অন্য একজন কে পাঠানোর স্ক্রিনের নিচে ফরোয়ার্ড বাটনটি ট্যাপ করুন। forward
  • একটি ইমেইলের উত্তর দেবার জন্য, স্ক্রিনের উপরে রিপ্লাই বাটনটি (একটি তীর) ট্যাপ করুন। সবাইকে উত্তর দেবার জন্য রিপ্লাই অল বাটনটি (দুটি তীর) ট্যাপ করুন।
    Email reply
  • একটি ইমেইল অন্য একজন কে পাঠানোর স্ক্রীনের নিচে ফরোয়ার্ড বাটনটি ট্যাপ করুন।
    Email forward

আপনার ইমেইলটি পরিচালনা করুন

আপনি খুব দ্রুত আপনার ইমেইলের ফাইলটি নামাতে পারেন, এটিকে সরিয়ে ফেলতে পারেন, চিহ্নিত করতে পারেন কিংবা অপঠিত হিসেবে চিহ্নিত করতে পারেন। এইখানে দেখুন কিভাবে করবেন:

  1. স্ক্রীনের ইমেইল তালিকা থেকে নিচ বরাবর এডিট বাটনটি ট্যাপ করুন।
    Edit emails
  2. যে ইমেইল নিয়ে কাজ করতে চান সেটি ট্যাপ করুন।
  3. তারপর স্ক্রীনের নিচ থেকে যেকোন একটি প্রক্রিয়া নির্বাচন করুন।
    Manage email
কম ধারনশক্তি সম্পন্ন ডিভাইস: 1.3T সংস্করণের ডিভাইস ২ মেগাবাইট পর্যন্ত ইমেইলের ফাইল ডাউনলোড করতে পারে।

ইমেইল ফোল্ডারে প্রবেশ করুন কিংবা অ্যাকাউন্ট পরিবর্তন করুন

ফোল্ডার: আপনি যদি আপনার ইমেইলের জন্য ফোল্ডার সেট আপ করে রাখেন ( যেমনটি আপনি আপনার কম্পিউটারে করে থাকেন), তাহলে ফোল্ডারে দ্রুত প্রবেশ করার জন্য আপনি স্ক্রীনের উপরে বাম দিকের কোনায় মেন্যু বাটনে Orange FxOS button ট্যাপ করে করতে পারবেন।

অ্যাকাউন্ট: আপনার যদি সেট আপ করার জন্য একের অধিক ইমেইল অ্যাকাউন্ট থাকে, তাহলে সেখানে প্রবেশ করার জন্য আপনি স্ক্রীনের উপরে বাম দিকের কোনায় মেন্যু বাটনে ট্যাপ করুন এবং তারপর পিছন দিক করা তীর চিহ্নটি ট্যাপ করুন। এইখানে থেকে আপনি আরেকটি ইমেইল অ্যাকাউন্ট নির্বাচন করতে পারবেন।