Firefox এর সার্চ এবং হোম পেজে প্রদর্শিত টুলবার মুছে ফেলা

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 79111
  • নির্মিত:
  • রচয়িতা: Nure Alam Miaji
  • মন্তব্য: আপডেট করা হয়েছে।
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

এই নিবন্ধটি আপনাকে আপনার কোন অপ্রয়োজনীয় থার্ডপার্টি টুলবার (যেমনঃ আস্ক, সার্চকিউ, মাইস্টাট, ইনক্রেডিবার, সিসার্চ, সমোটো, সুইটইম, ইউ টরেন্ট) Firefox থেকে অপসারণ করতে এবং পূর্বের ডিফল্ট সার্চ ইঞ্জিন, নুতন ট্যাব এবং নীড়পাতা ঠিক করতে সাহায্য করবে। বেবিলন টুলবার মুছে ফেলতে কিভাবে Babylon টুলবার, নীড় পাতা ও অনুসন্ধান ইঞ্জিন অপসারণ করবেন দেখুন।

  • যদি আপনি Firefox থেকে শুধু মাত্র সার্চ ইঞ্জিন অপসারণ করতে চান,

Search bar - add, change and manage search engines on Firefox নিবন্ধটি দেখুন।

কিভাবে এটা হয়েছে?

কোন থার্ড-পার্টি সফটওয়্যার প্রদানকারী আপনার সার্চ, নতুন ট্যাব এবং নীড়পাতা সেটিংস পরিবর্তন করতে পারে অথবা Firefox অন্য কোন সমস্যা তৈরী করতে পারে। যখন আপনি কোন ওয়েবসাইট প্রদর্শন কালে ইন্সটল বাটনে ক্লিক করেন তখন এইসব টুলবার Firefox এর সাথে যুক্ত হয়ে যায় অথবা যখন আপনি যখন কোন সফটওয়্যারের ইনস্টল করেন যার সাথে Firefox এর টুলবার ইনস্টল হয়। তাই যখন আপনি কোন সফটওয়্যার হালনাগাদ বা ইন্সটল করবেন, তখন একটু লক্ষ্য রাখবেন এবং এসব অবান্তর টুলবার অপশন ও বান্ডিল সফটওয়্যার বন্ধ করে রাখবেন।

এমনকি, কিছু সফটওয়্যার প্রদানকারী তাদের Firefox এর নিজস্বকৃত সংস্করণ প্রদান করে যেখানে তারা টুলবার যুক্ত করে দেয় (উদাহরণস্বরূপ, Mozilla Firefox® optimized for Yahoo!)) সুতরাং Firefox ডাউনলোড এর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন Firefox ডাউনলোড পাতা থেকে তা ডাউনলোড হয়।

আমি কিভাবে এটা সমাধান করব?

নোট: Refresh Firefox ফিচার আপনার প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত রেখে Firefox কে প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারে। দীর্ঘ ও জটিল ট্রাবলশুটিং পদ্ধতি অবলম্বন করার আগে এটি চেষ্টা করে দেখতে পারেন।

টুলবার অপসারণ করার জন্য Add-on Manager ব্যাবহার করুন

বেশিরভাগ ক্ষেত্রে, থার্ড-পার্টি টুলবার গুলো Add-on Manager এর এক্সটেনশন তালিকা থেকে মুছা যায়, এভাবে:

  1. মেনু বাটনে "Fx57menu" ছবি বিদ্যমান নয়।New Fx Menu ক্লিক করুন এবং Add-onsFx57Addons-icon Add-ons পছন্দ করুন। অ্যাড-অন ব্যবস্থাপনা ট্যাব খুলবে।

  2. অ্যাড-অন ম্যানেজার ট্যাবে Extensions প্যানেলটি নির্বাচন করুন।
  3. আপনি যে টুলবার মুছতে চান তা নির্বাচন করুন।
  4. Remove বাটনে ক্লিক করুন।
  5. যদি Restart now আসে তাহলে তা ক্লিক করুন। আপনার ট্যাব সংরক্ষিত হবে এবং পুনরায় চালু হবার পর পুনঃস্থাপন হয়ে যাবে।


যদি আপনি টুলবারটি Add-on Manager থেকে অপসারণ করতে না পারেন, তাহলে সেটা "Disable" অপশনের মাধ্যমে বন্ধ করে দিন, অথবা এটা দেখুন add-on আনইন্সটল করতে পারছেন না

ডিফল্ট সার্চ সেটিংস এবং নীড়পাতা পুনঃস্থাপন

আপনার টুলবারটি মুছে ফেলার পর Firefox সার্চ সেটিংস পুনঃস্থাপন, ডিফল্ট নতুন ট্যাব এবং নীড়পাতা পুনঃস্থাপন করতে হতে পারে। আপনি খুব সহজে তা এখানে থেকে শিখতে পারেন SearchReset add-on

অন্যান্য সমাধান