Marketplace এর প্রস্তাবনা

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

সুপারিশসমূহ হচ্ছে ব্যবহারকারীদের জন্য উপলব্ধ অ্যাপ এর একটি স্বনির্বাচিত তালিকা। এই সুপারিশ অ্যালগরিদম এর মাধমে গণনা করা হয়, নিবন্ধিত Marketplace ব্যবহারকারীদের কাছ থেকে বেনামি ইনস্টলেশন তথ্য ব্যাবহার করে।

app recommendations

অ্যাপ প্রস্তাবনা কে দেখছে?

Firefox Marketplace অ্যাপ প্রস্তাবনা সে সকল ব্যবহারকারীকে দেয়া হয়েছে:

  • Firefox Account আছে এবং Marketplace ব্যবহার করার সময় লগিন করে আছে
  • প্রাস্তাবনা গ্রহন বাদ দেন নি এমন।

কিভাবে ফিচার বন্ধ অথবা চালু করবেন?

আপনি এর মধ্যে পছন্দ করতে পারবেন অথবা যে কত সময়ে বার হতে পারবেন। বের হয়ে আসলে প্রস্তাবনা গণনা করার জন্য আপনার তথ্য ব্যবহার করা থেকে বিরত রাখা হবে।

  1. যখন আপনি লগিন করবেন, সেটিং আইকনে ক্লিক করুন, তারপরে Edit Account Settings পছন্দ করুন।
    account settings marketplace
  2. Yes, show me recommendations based on my installed apps. এর পাশের বক্সে টিক দিন। বাতিল করতে টিক চিহ্ন উঠিয়ে দিন।

কিভাবে সুপারিশ ব্যবস্থা কাজ করে?

Firefox Marketplace যে প্রস্তাবান ব্যবস্থা ব্যবহার করা হয় তা Telefonica Research Labs তৈরি করেছে। আপনি যত অ্যাপ ইনস্টল করবেন এই সিস্টেমটি আপনাকে তত ভালো এবং নিজেস্ব প্রস্তাবনা দিবে। যেহেতু সিস্টেমে আপনার সম্পর্কে কোন তথ্য নেই, তাই অপনি যখন কোন অ্যাপ ইনস্টল করতে যান সিস্টেম আপনাকে কিছু অ্যাপের প্রস্তাবনা দিবে।

এই প্রস্তাবনা ব্যবস্থায় যে প্রধান কৌশন ব্যবহার করা হয় তাকে collaborative filtering (CF) বলে। এই কৌশলের মাধ্যমে পুরাতন ব্যবহারকারীদের পছন্দের উপর নির্ভর করে নতুন ব্যবহারীদের জন্য অ্যাপ সুপারিশ করা হয়।


ব্যবহৃত নির্দিষ্ট CF কৌশল কে বলা হয় Matrix Factorization, যার বর্ণনা এখানে পাবেন। যথার্থ অ্যালগরিদমটি এখানে ব্যবহার করা হয়েছে তা এইগবেষণা পত্রে বর্ণনা করা হয়েছে। আপনার শুধুমাত্র ব্যবহারকারীর ইনস্টলকৃত অ্যাপের তথ্য নিয়ে থাকি কিন্তু গবেষণা পত্রে বর্ণিত অন্যান্য তথ্য যেমন বাসা বনাম কর্মস্থলে ঠিকানা নেই না।

ডেভলপারদের জন্য: এই অ্যালগরিদমের কোড (ওপেন সোর্স) এখানে পাবেন: https://github.com/grafos-ml/test.fm/blob/master/src/testfm/models/tensorcofi.py. সার্ভার কোড (Frappe) এখানে পাবেন: https://github.com/grafos-ml/frappe. .

কিভাবে তথ্য সংগ্রহ করা এবং ব্যবহার করা হয়?

যখন আপনি Marketplace লগিন করবেন এবং একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, Marketplace আবেদন সংগ্রহ করে, যে দেশ থেকে ইনস্টল হচ্ছে , ইনস্টল এর তারিখ এবং সময়, এবং ভাষা অগ্রাধিকার। আপনি আসলেই অ্যাপটি ইনস্টল করেছেন কিনা, ব্যবহার করেছেন কিনা অথবা তা মুছে ফেলেছেন কিনা তা এই সিস্টেম জানে না।

ব্যবহারকারীর তথ্য যা এই গণনা করার সময় সংযুক্ত করা:

  • অ্যাপ ইনস্টল করা এবং ইনস্টলেশন তারিখ
  • ব্যবহারকারীর দেশ সেটিং
  • ব্যবহারকারীর ভাষা সেটিং

যদি আপনি লগ ইন না করে অ্যাপস ইনস্টল করেন, Marketplace এ আপনার অ্যাপ ইনস্টলেশন এর কোন রেকর্ড এবং যে কোনো তথ্য রেকর্ড করা হয় না আপনি যার দ্বারা বিশেষ দেশ থেকে অ্যাপ ইন্সটল করুন না কেনো।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন