Firefox এ সশব্দের ট্যাব নিরব করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 120232
  • নির্মিত:
  • রচয়িতা: Azharul Islam
  • মন্তব্য: পরিবর্তন করা হল
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
দয়া করে সর্বশেষ সুবিধাগুলো উপভোগ করতে , এখনই Firefox এর সর্বশেষ সংস্করণকে হালনাগাদ করুন

Firefox আপনাকে যে ট্যাবে শব্দ হচ্ছে তা খুজতে এবং তা এক ক্লিকেই বন্ধ করার সুবিধা দেয়। অন্য উইন্ডোতে সমস্যা না করেই ট্যাবকে বন্ধ করুন।

যখন কোন ওয়েবপেজে শব্দ চালু হয়, একটি স্পিকার বাটন ট্যাবে যুক্ত করে Firefox আপনাকে জানায় শব্দ কোথা থেকে আসছে:

speaker tab 42

ট্যাবের স্পিকার বাটনে ক্লিক করলে, ওই ট্যাব নিরব অথবা সরব হবে:

ট্যাব নিরব করা

  1. নিরব করতে ট্যাবের স্পিকার বাটনে ক্লিক করুন।
    speaker tab 42
  2. বাটনের উপরে একটি দাগ আসবে, যা আপনাকে বুঝাবে ট্যাব নিরব করা হয়েছে:
    audio off tab 42

ট্যাব সরব করা

  1. ট্যাব সরব করতে স্পিকার বাটনে আবার ক্লিক করুন।
    tab mute 42
  2. বাটনের উপরে একটি দাগ চলে যাবে, যা আপনাকে বুঝাবে ট্যাব সরব করা হয়েছ:
    audio on tab 42
কীবোর্ড শর্টকাট: মাউস ছাড়াই নিরব অথবা সরব করা যায়, এর জন্য ট্যাবে থেকে আপনি Ctrl + M প্রেস করতে পারেন।