Firefox OS এ কল করুন এবং ভয়েসমেইল এক্সেস করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 74341
  • নির্মিত:
  • রচয়িতা: n_rahman
  • মন্তব্য: কিছু শব্দের বাংলা করার দরকার হতে পারে। আর একটু খুঁটিয়ে review করতে হবে।
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

কল করা এবং কল পরিচালনার জন্য Firefox OS-এ অনেক চমৎকার অপশন রয়েছে।

  • কল করতে প্রথমে Phone অ্যাপটি খুলুন, কোন একটি নাম্বার ডায়াল করুন, তারপর সবুজ রঙের Call বাটনটি চাপুন। চাইলে কল লগ Call call log থেকেও নাম্বার নির্বাচন করতে পারেন, কিংবা আপনার contact Call contacts থেকেও।

কল লগ কিংবা contact থেকে কল করুন

কল লগ Call call log আপনার সব ইনকামিং, আউটগোয়িং এবং মিসড্ কলের তালিকা করে রাখে। আপনার contact-এর তালিকার সাথে কাজ করে এটি আপনাকে কল করার এবং contact-এ নতুন নাম্বার যোগ করার ব্যবস্থা করে দেয়।

  • বিদ্যমান কোন contact-এর পৃষ্ঠা খুলতে সেটির যেকোনো কলে ট্যাপ করুন। এবার নাম্বারটিতে ট্যাপ করলেই তাতে কল চলে যাবে। পর্দার নিচের দিকে থাকা contact বাটনে Call contacts ট্যাপ করে সরাসরি contact-এর তালিকাতেও যেতে পারেন।
    Call contact
  • নতুন কোন নাম্বারে ট্যাপ করলে সেই নাম্বারে কল করার, নাম্বারটিকে বিদ্যমান কোন contact-এ যুক্ত করার কিংবা নতুন contact তৈরি করার মেনু আসবে।
    Call log options
শেষবার করা কলটি রিডায়াল করতে চান? সবুজ রঙের Call বাটনটিতে callbutton ট্যাপ করামাত্র শেষবার ডায়াল করা নাম্বারটিতে স্বয়ংক্রিয়ভাবে কল চলে যাবে।

contact সম্পর্কিত আরও তথ্য জানতে Firefox OS এ কিভাবে পরিচিতি যোগ, শেয়ার এবং ব্যাবস্থাপনা করা যায় দেখুন।

কল চলাকালীন অপশন

কল চলাকালীন সময় আপনি:

  • আপনার মাইক্রোফোনকে নীরব করতে মিউট বাটন ট্যাপ করতে পারেন।
  • নাম্বার প্যাড বের করতে ডায়ালার বাটনটি ট্যাপ করতে পারেন। ভয়েসমেইল ও অন্যান্য স্বয়ংক্রিয় ফোন সিস্টেম নেভিগেট করতে এটি সহায়ক।
  • স্পিকারফোন অন করতে (যেন অন্যরা আপনার কলটির কথা শুনতে পারে) স্পিকার বাটনটি ট্যাপ করতে পারেন।
  • আর লাল বাটনটি ট্যাপ করলে তো কল কেটেই যাবে।
    In-call options

কনফারেন্স কলিং

একের বেশি ব্যক্তির সাথে কথোপকথন করতে চান? আপনার কলে অন্যান্য contact-ও যোগ করতে পারবেন।

  • কোন কল সক্রিয় থাকাকালীন সময় add a caller বাটনটিতে ট্যাপ করুন।
    conf call
  • আপনার contactগুলো দেখতে পাবেন। কলে যে contactটি যোগ করতে চান সেটি নির্বাচন করুন।
  • নতুন যোগ করা contactটি কথোপকথনে যুক্ত হবার পর প্রয়োজনে আরও কাউকে যোগ করতে উপরের ধাপগুলোর পুনরাবৃত্তি করুন।
    connect conf
একটি কলে ৫ জনকে যোগ করতে পারবেন; অর্থাৎ আপনাকেসহ মোট অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়াবে ৬ জন।

আপনার ভয়েসমেইল access করুন

  • ভয়েসমেইল কল করতে Phone অ্যাপটি খুলে '১' নাম্বারটিকে চেপে ধরে রাখুন।
    Call voicemail

নিবন্ধটি share করুন: http://mzl.la/1h6AcgP