নতুন ফায়ারফক্সের ডিজাইন সম্পর্কে জানুন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

নতুন ফায়ারফক্সে দেখতে এখন অনেক উন্নত এবং ইন্টারফেস সমন্বিত করার পাশাপারি নতুন সুবিধাগুলো ফায়ারফক্সকে সাজাতে আরও কার্যকরী এবং সহজ করেছে। আমরা এই পরিবর্তনগুলো দেখব।

নোট: এটি আপনার সর্বশেষ সংস্করণের ফায়ারফক্স Beta এর জন্য প্রযোজ্য যা mozilla.org/beta থেকে ডাউনলোড করা যাবে।

একটি সাধারণ প্রধান ইন্টারফেস

ফায়ারফক্স ব্যবহারের দক্ষতা নির্ভর করে আপনি যে সকল সুবিধা ব্যবহার করেন তা আপনি কত দ্রুত এবং সহজে পেতে পারেন। আপনার উপর সকল সুবিধা চাপিয়ে না দিয়ে, আমরা heat map studies এর মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি যে সুবিধা ব্যবহার করে তা সনাক্ত করেছি। তারপর আমরা এই সুবিধাগুলোকে প্রাথমিকভাবে এড্রেস বার এবং অনুসন্ধান বক্সের পাশে রেখেছি। প্রাথমিক ইন্টারফেসে নিয়ন্ত্রকের সংখ্যা কমিয়েছি যাতে সহজেই খুজে পাওয়া যায়। ব্রাউজারকে সাধারণ এবং পরিষ্কার রেখেছি সাথে আপনার দৃষ্টি ওয়েব পেজে থাকে সে জন্য সাহায্য করেছি।

এই চিন্তাই প্রকাশ করে কত যত্ন সহকারে পূর্ব নির্ধারিত টুলবার সমৃদ্ধ করা হয়েছে। ট্যাবও নতুন উপায়ে উপস্থাপন করা হয়েছে। এটি টাইটেল বারের সাথে আছে।

New tabs and toolbar - Win8

কার্যকরী নতুন মেনু

আসল ইন্টারফেসে শুধু মাত্র বহুল ব্যবহৃত সুবিধা গুলো আছে, এটিও গুরুত্বপূর্ণ যে বাকি সুবিধাগুলো ব্যবহার করার জন্য মেনু সাব-মেনুতে না খুজে যেন সহজেই খুজে পাওয়া যায়। এটি করার জন্য, নতুন ফায়ারফক্সে একটি নতুন মেনু দেওয়া হয়েছে যা টুলবারের উপরে ডান দিকের কোণায় মেনু বাটনে ক্লিক করলে খুলবে। জুম, পেজে অনুসন্ধান এবং মুদ্রণ এর সুবিধা এই মেনুতে রাখা হয়েছে, এবং আইকন দ্বারা এদের বুঝানো হয়েছে যাতে সহজে চেনা যায় এবং ক্লিক করা যায়। নতুন মেনু তখনই খুলবে যখন আপনার প্রয়োজন হবে এবং কাজ করতে আরও সাহায্য করবে।

New Menu - Win8

ইন্টারফেস সাজানোর জন্য সহজ উপায়

মানুষের অনলাইন জীবনের জন্য ব্রাউজার একটি অত্যাবশ্যকীয় টুল এবং সবাই এটি ভিন্নভাবে ব্যবহার করে। আমরা বিশ্বাস করি আপনার একটি নিজস্ব ব্রাউজিং অভিজ্ঞতা থাকা উচিৎ যা আপনার চাহিদা পূরণ করবে। মেনু প্যানেলের নিচে কাস্টমাইজ বাটন যুক্ত করেছি, যাতে আপনার প্রয়োজন মত আপনি ফায়ারফক্স কে সাজাতে পারেন।

নতুন কাস্টমাইজেশন পেজ আপনাকে মেনুতে, টুলবারে এবং ট্যাবার এ অগ্রাধিকার ভিত্তিতে ফাংশন সাজাতে সুবিধা দেয় এর জন্য ড্রাগ করে পছন্দমত জায়গায় ছেড়ে দিলেই হবে।‌ যেমন, আপনি যদি অনুসন্ধান ফিল্ড ব্যবহার না করেন আপনি এটি টুলবার থেকে টেনে বের করে দিতে পারবেন অথবা মেনুতে যুক্ত করতে পারবেন।

চলুন চালিয়ে দেখি:

  1. মেনু বাটনে "new fx menu" ছবি বিদ্যমান নয়। ক্লিক করুন এবং Customize নির্বাচন করুন।
    Customize Fx 29 Win8
  2. আপনার কাজ শেষ হলে, সবুজ Exit Customize বাটনে ক্লিক করুন।

আরও, ফায়ারফক্সের সাথে এগুলো ছাড়াও আরও অনেক টুল পূর্ব নির্ধারিত ভাবে আসে। ফায়ারফক্সের একটি ভালো দিক হল ফায়ারফক্সের হাজারও সুবিধা বিদ্যমান আছে যা অ্যাড-অন নামে পরিচিত। নতুন কাস্টমাইজেশন ইন্টারফেস টুলবার এবং নতুন মেনুর মাধ্যে অ্যাড-অন যুক্ত করা এবং মুছে ফেলতে সাহায্য করে। এটি আপনাকে সঠিক ফিচার, অ্যাড-অন একই জায়গায় রাখতে সাহায্য করে। আরও জানুন:

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন