ইন্টারেক্টিভ ওয়েবপেজ এর জন্য জাভাস্ক্রিপ্ট এর সেটিংস

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 63101
  • নির্মিত:
  • রচয়িতা: Safwan Rahman
  • মন্তব্য: Updated
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

এই নিবন্ধটি আপনাকে জাভাস্ক্রিপ্ট® কী এবং তা কিভাবে কোন সাইটের জন্যে চালু বা বন্ধ করতে হয়, জাভাস্ক্রিপ্ট® এর জন্য ফায়ারফক্সে কি কি সেটিংস রয়েছে বা কিভাবে নির্দিষ্ট কিছু সাইটে জাভাস্ক্রিপ্টকে চালু হতে অনুমতি দিতে হয় বা ব্লক করতে হয় তা বর্ণনা করে।

এই নিবন্ধটি আপনাকে জাভাস্ক্রিপ্ট® কী এবং তা কিভাবে কোন সাইটের জন্যে চালু বা বন্ধ করতে হয় তা বর্ণনা করে।

জাভাস্ক্রিপ্ট কী?

জাভাস্ক্রিপ্ট একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা ওয়েব পেজে বিভিন্ন ইন্টারেক্টিভ সুবিধা যেমন মেনু, শব্দ ইত্যাদি যুক্ত করতে ব্যবহৃত হয়। ডিফল্টভাবে ফায়ারফক্সে জাভাস্ক্রিপ্ট এর ব্যবহার চালু থাকে এবং এর জন্যে কোন আলাদা কিছু ইন্সটলের প্রয়োজন হয়না।

জাভাস্ক্রিপ্ট চালু বা বন্ধ করা

ফায়ারফক্সে, আপনি জাভাস্ক্রিপ্ট এর ব্যবহার চালু বা বন্ধ থাকবে কিনা তার জন্যে অনুমতি দিতে পারেন। ফায়ারফক্স এ জাভাস্ক্রিপ্ট চালু করতে:

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. OptionsPreferences উইন্ডো থেকে, Content প্যানেল বাছাই করুন।
    1. কম্পিউটারে জাভাস্ক্রিপ্ট চালু করতে চাইলে Enable JavaScript: অপশটি বাছাই করুন।
    2. বিশেষ কোন সেটিংস পরিবর্তন করতে, Advanced… এ ক্লিক করুন।

      668a9022f052f20f795759846994bc3f-1260050698-426-1.png



      javascript-en-mac-1.jpg

  3. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

এডভান্স জাভাস্ক্রিপ্ট সেটিংস

এডভান্স জাভাস্ক্রিপ্ট সেটিংস এর সাহায্যে, আপনি জাভাস্ক্রিপ্ট এর জন্যে বিভিন্ন অনুমতি নির্ধারন করতে পারবেন।

JavaScript - Win2

  • Move or resize existing windows: জাভাস্ক্রিপ্টকে আপনার উইন্ডো এর অবস্থা বা আকার পরিবর্তন করা থেকে বিরত রাখতে চাইলে এই অপশনটি বাছাই করবেন না।
  • Raise or lower windows: এই অপশনটি একটি উইন্ডোকে অন্য একটি উইন্ডোর আগে বা পিছে রাখতে অনুমতি দেয়।
  • Disable or replace context menus: আপনি যখন রাইট-ক্লিক করেন তখন একটি মেনু চলে আসে। এটাকে "context menu" বলে। জাভাস্ক্রিপ্ট এর সাহায্যে এট বন্ধ করা যায়। জাভাস্ক্রিপ্ট কে context-menu কে বন্ধ করা থেকে বিরত রাখতে এই অপশনটি বাছাই করবেন না।

নির্দিষ্ট কিছু ডোমেইনে জাভাস্ক্রিপ্ট এর ব্যবহার বন্ধ বা চালু করা

জাভাস্ক্রিপ্ট দিয়ে এমন কিছু করা সম্ভব যেগুলো লোকে পছন্দ করে না। ভালো ভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে কিছু প্রাইভেসি এক্সটেনশন ইনস্টল করতে পারেন। যেমনঃ

  • NoScript: এটি আপনাকে আপনার পছন্দের সাইটে জাভাস্ক্রিপ্ট বা অন্য কন্টেন্ট চালু রাখার অনুমতি দেয়।
  • Ghostery: এটি আপনি যেসকল কোম্পানিকে বিশ্বাষ করেননা, সেগুলোর সাইটের স্ক্রিপ্ট বন্ধ রাখতে সাহায্য করে।



JavaScript (mozillaZine KB) এর তথ্য থেকে প্রাপ্ত।

যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে জাভাস্ক্রিপ্ট হল Sun Microsystems, Inc. এর একটি ট্রেডমার্ক বা রেজিস্টার্ড ট্রেডমার্ক।