এন্ড্রয়েডের জন্য ফায়ারফক্স কিভাবে টকব্যাক সমর্থন ব্যবহার করে

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 68126
  • নির্মিত:
  • রচয়িতা: orvi
  • মন্তব্য: Work In Progress
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
নোট: এটি আপনার সর্বশেষ সংস্করণের ফায়ারফক্স Aurora for Android এর জন্য প্রযোজ্য যা mozilla.org/mobile/aurora থেকে ডাউনলোড করা যাবে।
এন্ড্রয়েডের জন্য ফায়ারফক্স এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য বানানো সকল ফিচারে প্রবেশাধিকার দিবে। তাই চোখের ক্ষতিসম্পন্ন মানুষ ও তাদের ডিভাইসে ওয়েব ব্রাউস করতে পারেন।এইখানে টকব্যাক এর সব ইউ আই উপাদান এক্সপোজার হিসেবে ওয়েব কন্টেন্ট অন্তর্ভুক্ত যেখানে মুখে বলা আউটপুট হিসেবে ব্যবহৃত হয়, অন্যভাবে বলতে গেলে কন্টেট অট্টভাবে পড়া।ডিরেকশনাল কন্ট্রোলার অথবা ভার্চুয়াল ডিরেকশনাল প্যাড বেসিক নেভিগেশন এর জন্য ব্যবহার করা হয়।.উপরন্তু, ব্রাউজার ইউআই এক্সপ্লোর করা যাবে এবং ইন্টারেক্ট করা যাবে এন্ড্রয়েড ৪.০"আইসক্রিম স্যান্ডউইচ" এর টাচ ফিচারের এক্সপ্লোর করার মাধ্যমে।

এই সেকশনে বিভিন্ন সার্পোটেড ফিচারের বিস্তারিত ভাবে বর্ণনা দেওয়া হয়েছে। যদি আপনি দৃষ্টিহীন হয়ে থাকেন তাহলে আপনি আরো সহজভাবে শুরু করতে এইটি পড়তে পারেন।আপনি যদি একজন অন্ধ ব্যক্তি না হয়ে থাকেন তবে নিম্নলিখিত অনেক কিছুই হয়ত আপনার কাছে তেমন কিছু মনে হবে না যদি না আপনি অ্যান্ড্রয়েডের সবার জন্য ব্যবহার উপযোগ্য সুবিধাটির সাথে পরিচিত হয়ে থাকেন।

__সূচিপত্র__

সেটআপ

টকব্যাক এর সঙ্গে এন্ড্রয়েডের জন্য ফায়ারফক্স করতে আর কোন অতিরিক্ত ধাপ নেই।আপনার ফোন যদি কথা বলার জন্য সেট আপ করা হয় তাহলে আপনি শুধু গুগল প্লে স্টোর থেকে Android এর জন্য ফায়ারফক্স ইনস্টল এবং সরাসরি ওয়েব সার্ফিং শুরু করতে পারেন।

Note:আপনি আগে অ্যান্ড্রয়েড 2.3 "জিনজার ব্রেড" বা তার আগের ভার্সন ব্যবহার করেন তাহলে আপনি প্লে স্টোর থেকে ফায়ারফক্স ডাউনলোড করতে আংশিক সাহায্য পেতে পারেন। স্টোর এপ পুরাতন ভার্সন বা এই ভার্সেন খুব একটা টাকব্যাক-বান্ধব নয়।

Firefox supports both devices that have hardware keyboards and a hardware directional controller as well as devices that only have touch screens and use a software on-screen keyboard and a virtual d-pad for directional navigation. For best results, we recommend that you install and use the Eyes-Free keyboard for typing and navigation.

বেসিক নেভিগেশন এবং ব্যবহার

স্ক্রিণ লেআউট

এন্ড্রয়েডের জন্য ফায়ারফক্স নিম্নলিখিতভাবে বিন্যস্ত করা হয়ঃ

  • উপরের বাম প্রান্তে কর্নারে একটি অসাম বার আছে। এইটি একটি আংশিক বাটন। যখন আপনি ট্যাপ স্পর্শ করেন অথবা এন্টার পেস করেন তখন এইটির টেক্সট ফিল্ড বিস্তৃতি হয়। টকব্যাক হয় বলবে "Enter search or address", অথবা বর্তমানে লোড করা ওয়েব পেজের নাম বলবে ।
  • যদি আপনার ডিভাইসে মেনু ওপেন করার জন্য কোন হার্ডওয়ার বাটন না থাকে,তাহলে অসাম বারের পরের বাটনটিই হল "মেনু" বাটন। এইটি উলম্বভাবে অবশিত একটি মেনু প্রদর্শন করবে। সব আইটেম হয়ত স্ক্রিণে প্রদর্শিত হবে না , অবশিষ্ট আইটেম দেখার জন্য আপনাকে দুই আঙ্গুল উপরের দিকে পুশ করতে হবে।আইটেম নেভিগেট করার জন্য হার্ডওয়ার ডিরেকশনাল কন্ট্রোলার ব্যবহার করুন। যেহেতু ভার্চুয়াল-ডি প্যাড সাধারণত খুব ভালভাবে মেনুর সাথে যোগাযোগ করতে পারে না সেহেতু আইস ফ্রী-কীবোর্ডের জন্য ডি-প্যাড অফ করুন এবং টাচ স্ক্রীণ ব্যবহার করুন। এইটি চোখ ফ্রী-কীবোর্ড সিস্টেমের একটি সীমাবদ্ধতা।
  • উপরের ডান প্রান্তে কর্নারে একটি ট্যাপ বাটন আছে।এইটি আপনাকে বর্তমানে আপনার খোলা ট্যাব সংখ্যা কয়টি তা বলবে। যদি আপনি ট্যাপ স্পর্শ করেন অথবা এন্টার প্রেস করেন একটি নতুন স্ক্রীন ওপেন হবে উপর থেকে নীচে বর্তমানে খোলা ট্যাবগুলির কারণে।.প্রতিটি ট্যাবের একটি ক্লোস ট্যাব বাটন রয়েছে যা দিয়ে আপনি ট্যাবটি ক্লোস করতে পারবেন।ট্যাবে সুইচ করতে চাইলে পছন্দসই ট্যাবের উপর রেখে কেবল ট্যাপ স্পর্শ করুন অথবা এন্টার প্রেস করুন।
  • Below this bar of controls, the rest of the screen is used to display web content, or a switchable display of either top sites, recommended add-ons, bookmarks or browser history. Using your d-pad, navigate down into this area, and then swipe right or left to switch these displays. Swipe down and up to hear content from the selected area of items. Enter will activate (load) the selected page. If web content is displayed, see below for instructions on how to navigate it.
  • তা নীচে অন্যান্য এন্ড্রয়েড এপ্লিকেশনের মত "ব্যাক","হোম","রিসেন্ট এপস", এবং "মেনু" বাটন (যদি থাকে) তা দেখানো হবে।

বেসিক ওয়েব কন্টেন্ট নেভিগেশন

ওয়েব কন্টেট নেভিগেট করতে নীচের কাজগুলো করুনঃ

  1. উপরের অসাম বার ব্যবহার করে পেজ ওপেন করুন। হয় এড্রেস লিখুন অথবা সার্চ করুন অথবা বুকমার্ক, হিস্টোরি অথবা টপ সাইট ব্যবহার করুন পেজ ওপেন করতে ।
  2. একেবারে নিচে নেভিগেট করুন। এইটি ওয়েব কন্টেটে ফোকাস করবে।
  3. ক্রমানুসারে ওয়েব কন্টেট ব্যবহার করতে ডান এবং বাম ডিরেকশনাল নেভিগেট ব্যবহার করুন। এটা আপনার পেজ এর টেক্সট সার্চ হিসাবে talkback লিঙ্ক, শিরোনামে, তালিকার আইটেম, ফর্ম ফিল্ড উপাদান, এবং অন্যান্য শব্দার্থিক তথ্য ঘোষণা করবে।
  4. ফর্ম ফিল্ডের লিঙ্ক অথবা ফোকাসিং জায়গা , চেকবক্সে টুগল করার জন্য আপনার কন্ট্রোলারে ডাউন প্রেস করুন অথবা এন্টার না হয় ডি প্যাডের কেন্দ্রে ট্যাপ করুন।এখন নতুন একটি পেজ লোডেড হবে,এখন ফোকাস করুন সেই সব জায়গায় যেখানে আপনি টাইপিং মোডে সুইচ করতে এবং টেক্সট , টুগল চেক করতে পারবেন।
  5. অসাম বার ফিরে পেতে আপনার উপরের এরো অথবা উপরের দিকে সুইপিং করুন। The position in the current web page is remembered, so when you navigate downwards again, you will start navigating where you left off. This is, of course, unless you loaded a new page, in which case, navigation will always start at the beginning.

অসাম বার

অসাম বার ব্যবহার করতে নিচের স্টেপগুলো অনুসূরন করুনঃ

  1. খুঁজুন এবং ডান স্ট্যাটাস বার নীচে, আপনার পর্দার উপরের বাঁদিকের অংশে বাটন চাপুন । টকব্যাক হয় বলবে "Enter search or address", অথবা বর্তমানে লোড করা ওয়েব পেজের নাম বলবে ।
  2. ডিরেকশনাল কন্ট্রোলার অথবা কীবোর্ড এক্টিভ করতে বাটন ট্যাপ করুন অথবা এন্টার প্রেস করুন।
  3. আপনার টাইপিং মোড পরিবর্তন করুন অথবা ঠিকানা, পৃষ্ঠা শিরোনাম, অথবা অনুসন্ধান শব্দ পেতে হার্ডওয়ার কীবোর্ড ব্যবহার করুন।
  4. কোন পরামর্শ আছে খুঁজে বের করতে ডাউন এরো প্রেস করুন অথবা অসাম বারের নিচের এলাকায় স্পর্শ করুন ।
  5. যদি সেখানে থাকে এবং আপনি যা চান সেটা সেখানে খুঁজে পান তাহলে ট্যাপ অথবা এন্টার প্রেস করুন।
  6. যদি না থাকে তাহলে আপনি টাইপিং চালিয়ে যান।
  7. যদি আপনি পুরো ওয়েব এড্রেস লিখে থাকেন তাহলে এন্টার প্রেস করুন অথবা "Go" দিয়ে পেজটি ওপেন করুন।

যদি আপনি আপনার বুকমার্ক অথবা হিস্টোরি ব্রাউজ করতে চান তবে নিচের কাজগুলো করুনঃ

  1. খুঁজুন এবং "Enter search or address" বাটনটি ট্যাপ করুন।
  2. যেসব বিষয়বস্তু টেক্সট ফিল্ডের সাথে প্রদর্শিত হয় সেগুলোকে নেভিগেট ডাউন করুন। য়াপনি আপনার দেখা সর্বাধিক সাইটগুলো দেখতে পাবেন।
  3. আপনার সর্বাধিক দেখা ওয়েবসাইটগুলি র চয়ন আপ করুন এবং নিচে নেভিগেট করুন. Or navigate Right to switch to the Bookmarks view. Use Up and Down to navigate your bookmarks. Navigate Right again to go to the History view and use Up and Down to browse your last visited sites.
  4. Once you found what you were looking for, press down on your D-Pad or Enter to activate the item.

Sync সেট আপ করুন

The setup process for Firefox Sync states that you should enter a sync code your mobile device displays when pairing it with your desktop version of Firefox. This code is fully accessible, it is displayed in 3 chunks, each on one line, in the center of the screen. Enter the code starting from the top of the three lines and moving downwards.