এন্ড্রয়েডের জন্য ফায়ারফক্স কিভাবে টকব্যাক সমর্থন ব্যবহার করে

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 68020
  • নির্মিত:
  • রচয়িতা: orvi
  • মন্তব্য: Works in Progress
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
নোট: এটি আপনার সর্বশেষ সংস্করণের ফায়ারফক্স Aurora for Android এর জন্য প্রযোজ্য যা mozilla.org/mobile/aurora থেকে ডাউনলোড করা যাবে।
Firefox for Android supports the accessibility features built into the Android operating system, so people with visual impairments can browse the web on their devices. This includes exposure of all UI elements as well as web content to TalkBack, which is used to generate speech output, in essence reading the content out loud. Basic navigation using a directional controller or virtual directional pad is supported. In addition, the browser UI can be explored and interacted with using the Explore By Touch feature built into Android 4.0 "Ice Cream Sandwich".

এই সেকশনে বিভিন্ন সার্পোটেড ফিচারের বিস্তারিত ভাবে বর্ণনা দেওয়া হয়েছে। যদি আপনি দৃষ্টিহীন হয়ে থাকেন তাহলে আপনি আরো সহজভাবে শুরু করতে এইটি পড়তে পারেন।আপনি যদি একজন অন্ধ ব্যক্তি না হয়ে থাকেন তবে নিম্নলিখিত অনেক কিছুই হয়ত আপনার কাছে তেমন কিছু মনে হবে না যদি না আপনি অ্যান্ড্রয়েডের সবার জন্য ব্যবহার উপযোগ্য সুবিধাটির সাথে পরিচিত হয়ে থাকেন।

সেটআপ

There are no extra steps to take to make Firefox for Android work with TalkBack. If your phone is already set up to talk to you, you can just install Firefox for Android from the Google Play store and start surfing the web right away.

Note: If you are using Android 2.3 "Gingerbread" or earlier, you may have to enlist sighted help to download Firefox from the Play store. The store app is not very TalkBack-friendly in this and earlier versions of the Android operating system.

Firefox supports both devices that have hardware keyboards and a hardware directional controller as well as devices that only have touch screens and use a software on-screen keyboard and a virtual d-pad for directional navigation. For best results, we recommend that you install and use the Eyes-Free keyboard for typing and navigation.

বেসিক নেভিগেশন এবং ব্যবহার

স্ক্রিণ লেআউট

এন্ড্রয়েডের জন্য ফায়ারফক্স নিম্নলিখিতভাবে বিন্যস্ত করা হয়ঃ

  • উপরের বাম প্রান্তে কর্নারে একটি অসাম বার আছে। এইটি একটি আংশিক বাটন। যখন আপনি ট্যাপ স্পর্শ করেন অথবা এন্টার পেস করেন তখন এইটির টেক্সট ফিল্ড বিস্তৃতি হয়। টকব্যাক হয় বলবে "Enter search or address", অথবা বর্তমানে লোড করা ওয়েব পেজের নাম বলবে ।
  • যদি আপনার ডিভাইসে মেনু ওপেন করার জন্য কোন হার্ডওয়ার বাটন না থাকে,তাহলে অসাম বারের পরের বাটনটিই হল "মেনু" বাটন। এইটি উলম্বভাবে অবশিত একটি মেনু প্রদর্শন করবে। সব আইটেম হয়ত স্ক্রিণে প্রদর্শিত হবে না , অবশিষ্ট আইটেম দেখার জন্য আপনাকে দুই আঙ্গুল উপরের দিকে পুশ করতে হবে।আইটেম নেভিগেট করার জন্য হার্ডওয়ার ডিরেকশনাল কন্ট্রোলার ব্যবহার করুন। যেহেতু ভার্চুয়াল-ডি প্যাড সাধারণত খুব ভালভাবে মেনুর সাথে যোগাযোগ করতে পারে না সেহেতু আইস ফ্রী-কীবোর্ডের জন্য ডি-প্যাড অফ করুন এবং টাচ স্ক্রীণ ব্যবহার করুন। এইটি চোখ ফ্রী-কীবোর্ড সিস্টেমের একটি সীমাবদ্ধতা।
  • উপরের ডান প্রান্তে কর্নারে একটি ট্যাপ বাটন আছে।এইটি আপনাকে বর্তমানে আপনার খোলা ট্যাব সংখ্যা কয়টি তা বলবে। যদি আপনি ট্যাপ স্পর্শ করেন অথবা এন্টার প্রেস করেন একটি নতুন স্ক্রীন ওপেন হবে উপর থেকে নীচে বর্তমানে খোলা ট্যাবগুলির কারণে।.প্রতিটি ট্যাবের একটি ক্লোস ট্যাব বাটন রয়েছে যা দিয়ে আপনি ট্যাবটি ক্লোস করতে পারবেন।ট্যাবে সুইচ করতে চাইলে পছন্দসই ট্যাবের উপর রেখে কেবল ট্যাপ স্পর্শ করুন অথবা এন্টার প্রেস করুন।
  • Below this bar of controls, the rest of the screen is used to display web content, or a switchable display of either top sites, recommended add-ons, bookmarks or browser history. Using your d-pad, navigate down into this area, and then swipe right or left to switch these displays. Swipe down and up to hear content from the selected area of items. Enter will activate (load) the selected page. If web content is displayed, see below for instructions on how to navigate it.
  • তা নীচে অন্যান্য এন্ড্রয়েড এপ্লিকেশনের মত "ব্যাক","হোম","রিসেন্ট এপস", এবং "মেনু" বাটন (যদি থাকে) তা দেখানো হবে।

বেসিক ওয়েব কন্টেন্ট নেভিগেশন

ওয়েব কন্টেট নেভিগেট করতে নীচের কাজগুলো করুনঃ

  1. উপরের অসাম বার ব্যবহার করে পেজ ওপেন করুন। হয় এড্রেস লিখুন অথবা সার্চ করুন অথবা বুকমার্ক, হিস্টোরি অথবা টপ সাইট ব্যবহার করুন পেজ ওপেন করতে ।
  2. একেবারে নিচে নেভিগেট করুন। এইটি ওয়েব কন্টেটে ফোকাস করবে।
  3. ক্রমানুসারে ওয়েব কন্টেট ব্যবহার করতে ডান এবং বাম ডিরেকশনাল নেভিগেট ব্যবহার করুন।. TalkBack will announce links, headings, list items, form field elements, and other semantic information as it reads the text of pages to you.
  4. To activate a link or place focus in a form field, toggle a checkbox etc., press down on your controller, Enter, or tap in the center of your D-pad. This will result in a new page loaded, focus to be placed inside a text field where you can switch to Typing mode and enter text, toggle a checkbox etc.
  5. To return to the awesome bar, use your Up arrow or upward directional swiping. The position in the current web page is remembered, so when you navigate downwards again, you will start navigating where you left off. This is, of course, unless you loaded a new page, in which case, navigation will always start at the beginning.

অসাম বার

অসাম বার ব্যবহার করতে নিচের স্টেপগুলো অনুসূরন করুনঃ

  1. খুঁজুন এবং ডান স্ট্যাটাস বার নীচে, আপনার পর্দার উপরের বাঁদিকের অংশে বাটন চাপুন । টকব্যাক হয় বলবে "Enter search or address", অথবা বর্তমানে লোড করা ওয়েব পেজের নাম বলবে ।
  2. ডিরেকশনাল কন্ট্রোলার অথবা কীবোর্ড এক্টিভ করতে বাটন ট্যাপ করুন অথবা এন্টার প্রেস করুন।
  3. আপনার টাইপিং মোড পরিবর্তন করুন অথবা ঠিকানা, পৃষ্ঠা শিরোনাম, অথবা অনুসন্ধান শব্দ পেতে হার্ডওয়ার কীবোর্ড ব্যবহার করুন।
  4. কোন পরামর্শ আছে খুঁজে বের করতে ডাউন এরো প্রেস করুন অথবা অসাম বারের নিচের এলাকায় স্পর্শ করুন ।
  5. যদি সেখানে থাকে এবং আপনি যা চান সেটা সেখানে খুঁজে পান তাহলে ট্যাপ অথবা এন্টার প্রেস করুন।
  6. যদি না থাকে তাহলে আপনি টাইপিং চালিয়ে যান।
  7. যদি আপনি পুরো ওয়েব এড্রেস লিখে থাকেন তাহলে এন্টার প্রেস করুন অথবা "Go" দিয়ে পেজটি ওপেন করুন।

যদি আপনি আপনার বুকমার্ক অথবা হিস্টোরি ব্রাউজ করতে চান তবে নিচের কাজগুলো করুনঃ

  1. খুঁজুন এবং "Enter search or address" বাটনটি ট্যাপ করুন।
  2. যেসব বিষয়বস্তু টেক্সট ফিল্ডের সাথে প্রদর্শিত হয় সেগুলোকে নেভিগেট ডাউন করুন। য়াপনি আপনার দেখা সর্বাধিক সাইটগুলো দেখতে পাবেন।
  3. আপনার সর্বাধিক দেখা ওয়েবসাইটগুলি র চয়ন আপ করুন এবং নিচে নেভিগেট করুন. Or navigate Right to switch to the Bookmarks view. Use Up and Down to navigate your bookmarks. Navigate Right again to go to the History view and use Up and Down to browse your last visited sites.
  4. Once you found what you were looking for, press down on your D-Pad or Enter to activate the item.

Sync সেট আপ করুন

The setup process for Firefox Sync states that you should enter a sync code your mobile device displays when pairing it with your desktop version of Firefox. This code is fully accessible, it is displayed in 3 chunks, each on one line, in the center of the screen. Enter the code starting from the top of the three lines and moving downwards.