কীভাবে কল লগ ব্যবহার করা যায়

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 87160
  • নির্মিত:
  • রচয়িতা: Raiyad Raad
  • মন্তব্য: Updated. Need review.
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

কল লগ হল সকল ইনকামিং , আউটগোয়িং এবং মিসসড কল এর ইতিহাস ।

আমি কিভাবে কল লগে যেতে পারি ?

১. আপনার হোমে বা সব অ্যাপ্লিকেশন পর্দায় যান এবং ডিভাইসের নীচে বাম দিকে অবস্থিত সবুজ ফোন আইকনে ট্যাপ করুন ।

Ph App Mail FixedWaka_Flocka ২. আপনি কল অ্যাপ্লিকেশন পর্দায় থাকার সময়, কল লগ আইকনে ট্যাপ করুন ।

callog2

কল লগের অভ্যন্তরে

কল লগ অভ্যন্তরে অবস্থিত সকল ইনকামিং , আউটগোয়িং এবং মিসড কল এর ইতিহাস আপনি দেখতে পারেন । 

কলের চিহ্ন কি চিত্রিত করে ?

  • outgoing call একটি আউটগোয়িং কল চিত্রিত করে
  • incoming call একটি ইনকামিং কল চিত্রিত করে
  • missed_call একটি ইনকামিং মিসড কল চিত্রিত করে

যখন আমি নাম্বার ট্যাপ করি তখন কি ঘটে ?

আপনাকে নিম্নোক্ত অপশন প্রদর্শন করা হবে:

contact options

কিভাবে আমি কল লগ ক্লিয়ার করবো ?

আপনি যদি আপনার কল লগ মুছে ফেলতে চান তাহলে আপনার পর্দার উপরের ডানদিকে শুধু ট্যাপ করুন menu icon small (মেনু আইকোন )এবং আপনি করতে পারবেন :

  • সব নির্বাচন করে মুছে ফেলুন

অথবা

  • ম্যানুয়ালি তালিকা থেকে নির্বাচন করুন এবং মুছে ফেলুন,উদাহরণস্বরূপ:

delete call logger

1. আপনার হোমস্ক্রিনে থাকা phone 2.0 Phone এপটিতে ট্যাপ করুন। 2. স্ক্রিনে উপরে থাকা কল লগ আইকনে ট্যাপ করুন: call log panel 2.0

Call লগের অভ্যন্তরে

Call লগ আপনাকে আউটগোয়িং,ইনকামিং ও মিস কলগুলোর ইতিহাস দেখাবে। call log history 2.0

কলের চিহ্ন কি চিত্রিত করে ?

  • outgoing call একটি আউটগোয়িং কল চিত্রিত করে
  • incoming call একটি ইনকামিং কল চিত্রিত করে
  • missed_call একটি ইনকামিং মিসড কল চিত্রিত করে

যখন আমি নাম্বার ট্যাপ করি তখন কি ঘটে ?

  • একটি নাম্বারে ট্যাপ করলে কল শুরু হবে।
  • কোন নাম্বারে ক্ষুদেবার্তা দিতে কিংবা তা পনার পরিচিতিতে যোগ করতে, মেনু না আসা পর্যন্ত নাম্বারটি চেপে ধরে রাখুন। মেনুতে নিচের অপশনগুলো থাকবেঃ
    • Send Message
    • Create new contact
    • Add to existing contact

কিভাবে আমি কল লগ ক্লিয়ার করবো ?

  1. আপনার স্ক্রিনের উপরের ডান পাশে থাকা মেনু আইকনে select log 2.0 ট্যাপ করুন।
  2. যে কলগুলো মুছে ফেলতে চান তার পাশের চিহ্নে টিক দিন।
  3. স্ক্রিনের উপরে ডান পাশে থাকা Delete ট্যাপ করুন, তার পরবর্তী স্ক্রিনে, নিশ্চিত করার জন্য Delete বাটন চাপুন।