কীভাবে কল লগ ব্যবহার করা যায়

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 75064
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: Typo Fixed, update some string
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

কল লগ সম্পর্কে

কল লগ হল সকল ইনকামিং , আউটগোয়িং এবং মিসসড কল এর ইতিহাস ।

আমি কিভাবে কল লগে যেতে পারি ?

১. আপনার হোমে বা সব অ্যাপ্লিকেশন পর্দায় যান এবং ডিভাইসের নীচে বাম দিকে অবস্থিত সবুজ ফোন আইকনে ট্যাপ করুন ।

Ph App Mail FixedWaka_Flocka ২. আপনি কল অ্যাপ্লিকেশন পর্দায় থাকার সময়, কল লগ আইকনে ট্যাপ করুন ।

callog2

কল লগের অভ্যন্তরে

কল লগ অভ্যন্তরে অবস্থিত সকল ইনকামিং , আউটগোয়িং এবং মিসড কল এর ইতিহাস আপনি দেখতে পারেন । 

কলের চিহ্ন কি চিত্রিত করে ?

  • outgoing call একটি আউটগোয়িং কল চিত্রিত করে
  • incoming call একটি ইনকামিং কল চিত্রিত করে
  • missed_call একটি ইনকামিং মিসড কল চিত্রিত করে

যখন আমি নাম্বার ট্যাপ করি তখন কি ঘটে ?

আপনাকে নিম্নোক্ত অপশন প্রদর্শন করা হবে:

contact options

কিভাবে আমি কল লগ ক্লিয়ার করবো ?

আপনি যদি আপনার কল লগ মুছে ফেলতে চান তাহলে আপনার পর্দার উপরের ডানদিকে শুধু ট্যাপ করুন menu icon small (মেনু আইকোন )এবং আপনি করতে পারবেন :

  • সব নির্বাচন করে মুছে ফেলুন

অথবা

  • ম্যানুয়ালি তালিকা থেকে নির্বাচন করুন এবং মুছে ফেলুন,উদাহরণস্বরূপ:

delete call logger