Firefox OS ফোনে কিভাবে গান চালাবেন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

Firefox OS এর Music অ্যাপটি প্রায় সকল ধরনের জনপ্রিয় অডিও ফাইল চালাতে পারে। কিভাবে আপনার কম্পিউটার থেকে সঙ্গীত স্থানান্তর করবেন এবং Firefox OS v 1.1 ও এর পরবর্তী সংস্করণ এর জন্য কিভাবে ব্রাউজারের থেকে ডাউনলোড অথবা ব্লুটুথের মাধ্যমে গ্রহণ করবেন তা এই নিবন্ধে ব্যাখ্যা করা হয়েছে।

কম্পিউটার থেকে সঙ্গীত যুক্ত করা

  1. USB Mass Storage চালু করুন:
  2. Settings অ্যাপটি খুলে, স্ক্রল করে Device অংশে যান এবং Media storage ট্যাপ করুন। এরপর, মিডিয়া স্টোরেজ সেটিংস থেকে USB mass storage চালু করুন। Settings অ্যাপটি খুলে, স্ক্রল করে Storage অংশে যান এবং USB mass storage চালু করুন।
    fos enabled
  3. আপনার ফোনটি চালু আছে কিনা নিশ্চিত হয়ে এটিকে আপনার কম্পিউটারের সাথে USB তারের সাহায্যে যুক্ত করুন । কিছুক্ষণের মধ্যেই আপনার কম্পিউটার থেকে ফোনের SD কার্ডে প্রবেশ করা যাবে।
  4. কম্পিউটারের Start মেনুতে ক্লিক করে এবং My Computer নির্বাচন করুন। আপনার ফোনের SD কার্ডটি "Removable Disk" (labeled "E:" for example) হিসেবে দেখতে পাবেন।কম্পিউটারের Start মেনুতে ক্লিক করে এবং My Computer নির্বাচন করুন। আপনার ফোনের SD কার্ডটি "Removable Disk" (labeled "E:" for example) হিসেবে দেখতে পাবেন। স্টার্ট স্ক্রিনের ডেস্কটপ টাইলটি নির্বাচন করুন। এরপর ফাইল এক্সপ্লোরার (টাস্ক বারে থাকা ফোল্ডার আইকনটি) খুলে বাম পাশের সাইডবার থেকে Computer নির্বাচন করুন।ডকের ফাইন্ডারে ক্লিক করুন। একটি নতুন ফাইন্ডার উইন্ডো খুলবে। বাম পাশের সাইডবারের "Devices" এর নিচে আপনার ফোনের SD কার্ডটি দেখতে পাবেন (labeled "NO NAME" for example)।ফাইল উইন্ডো খুলতে স্ক্রিনের উপরের বাম পাশের কর্নারে থাকা Home folder এ ক্লিক করুন। বাম পাশের সাইডবারে আপনার ফোনের SD কার্ডটি দেখতে পাবেন।
  5. My Computer উইন্ডোর SD কার্ডে ডাবল-ক্লিক করুন। আপনার কার্ডে থাকা ফাইল ও ফোল্ডারের লিস্ট দেখতে পাবেন।
    Drag music Win7
    Computer উইন্ডোর SD কার্ডে ডাবল-ক্লিক করুন। আপনার কার্ডে থাকা ফাইল ও ফোল্ডারের লিস্ট দেখতে পাবেন।
    Drag music Win7
    বাম সাইডবারে থাকা SD কার্ডটি নির্বাচন করুন। আপনার কার্ডে থাকা ফাইল ও ফোল্ডারের লিস্ট দেখতে পাবেন।
    Drag music Mac
    বাম সাইডবারে থাকা SD কার্ডটি নির্বাচন করুন। আপনার কার্ডে থাকা ফাইল ও ফোল্ডারের লিস্ট দেখতে পাবেন।
  1. আপনার সঙ্গীত ফাইলগুলো টেনে এনে (অথবা সঙ্গীত ফাইলে পূর্ন ফোল্ডারগুলো) উইন্ডোতে ছেড়ে দিলে সেহুলো SD কার্ডে কপি হয়ে যাবে।
    পরামর্শ: Firefox OS এ iTunes এর বেশিরভাগ ফাইলই চালবে। কেবল আপনার iTunes উইন্ডো থেকে SD কার্ডে সঙ্গীতগুলো টেনে নিয়ে আসুন।
  2. কাজ শেষ হয়ে গেলে, কম্পিউটার থেকে SD কার্ডটি খুলে ফেলুন এবং কম্পিউটারের সাথে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দিন। এখন আপনি আপনার সঙ্গীতগুলো Firefox OS Music অ্যাপ থেকে চালাতে পারবেন।

ব্রাউজার থেকে সঙ্গীত ডাউনলোড করা

ব্রাউজারে সঙ্গীত ফাইলটি লোড করুন। এতে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখুন এবং Save audio বাটনটি নির্বাচন করুন।

নোট: এই সুবিধাটি ফায়ারফক্স ওএস এর ১.১ এবং নতুন সংস্করণে পাওয়া যাবে। Firefox OS এর কোন সংস্করণটি ব্যাবহার করছেন তা আপনি জানেন না? এখানে দেখুন কিভাবে খুজতে হয়।

ব্লুটুথের সাহায্যে সঙ্গীত গ্রহন করুন

আপনার Firefox OS ডিভাইসটি ব্লুটুথের সাহয্যে ফাইল গ্রহন করতে পারবে - ডিভাইসের ব্লুটুথ চালু আছে কিনা এবং তা অন্যদের প্রতি প্রদর্শিত হচ্ছে কিনা নিশ্চিত হয়ে নিন।

নোট: এই সুবিধাটি ফায়ারফক্স ওএস এর ১.১ এবং নতুন সংস্করণে পাওয়া যাবে। Firefox OS এর কোন সংস্করণটি ব্যাবহার করছেন তা আপনি জানেন না? এখানে দেখুন কিভাবে খুজতে হয়।

সমর্থিত অডিও ফরম্যাটসমূহ

Musuc অ্যাপটি এই অডিও ফাইলগুলো সমর্থন করে। (বিস্তারিত):

  • .mp3
  • .mp4, m4a (encoded with H.264 or AAC)
  • .wav
  • .ogg (encoded with Vorbis or Opus)
  • .webm (endoded with Vorbis)
  • .3gp

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন