কিভাবে ওয়েবসাইট প্রিন্ট করবেন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 81158
  • নির্মিত:
  • রচয়িতা: Raiyad Raad
  • মন্তব্য: done
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

Firefox থেকে কিভাবে ওয়েব পেজ প্রিন্ট করবেন তা এই নিবন্ধটি তে আলোচনা করা হয়েছে।নিচে এই টিউটোরিয়ালটিতে Firefox এর প্রিন্ট ফিচার কিভাবে ব্যবহার করতে হবে তা বর্ণনা করা হয়েছে।

নোট: আপনি যদি ওয়েব পেজ সম্পাদনা করতে চান, Print Edit.
তবে এই সংযোজিত অংশটি ব্যবহার করতে পারেন।

ওয়েব পেজ প্রিন্ট করুন

  1. Firefox উইন্ডোর উপরে, ক্লিক করুন Firefox বাটন (File উইন্ডোজ এক্সপি এর মেনু)File মেনুFile মেনু এবং Print...নির্বাচন করুন।
  2. In the standard Print window that opens, adjust settings for what you're about to print, if necessary. এই লিঙ্ক টিতে Print window settingsকিভাবে সেটিংস পরিবর্তন করবেন সেই তথ্য দেয়া হয়েছে।
  3. প্রিন্ট শুরু করার জন্য ক্লিক করুন PrintOK

মেনু বারে, Fileমেনু খুলুন এবং Print...নির্বাচন করুন।

  1. আপনি ( প্রয়োজন হলে ) যা প্রিন্ট করতে চান তার জন্য সেটিংস পরিবর্তন করতে পারেন,প্রিন্ট নির্বাচকের পাশে তীর চিহ্নে কিল্ক করুন, এবং সেটিংস পরিবর্তন করা যাবে কিনা সেই তথ্যের জন্য Print window settings দেখুন।

    5b566c185ee0e0a9e4fbff7fab19f74f-1250097448-79-1.jpg
  2. Print ক্লিক করুন এবং প্রিন্ট শুরু করুন।

প্রিন্ট উইন্ডো settings

5b566c185ee0e0a9e4fbff7fab19f74f-1268485460-632-1.png
Printer section:

  • আপনি যে ওয়েব পেজ টি দেখছেন সেটি কোন প্রিন্টারে প্রিন্ট করতে চান তা পরিবর্তন করতে Name এর পাশে drop-down মেনুতে ক্লিক করুন ।
    Note: Windows এর টা Default থাকে । যখন ওয়েবপেজ নির্বাচিত প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হয়, তখন তা default প্রিন্টার হয়ে যায় ।
  • কাগজের সাইজ, প্রিন্টের মান, এবং অন্যান্য Settings পরিবর্তন করতে Properties... এ ক্লিক করুন ।

Print range অংশ - আপনার বর্তমান ওয়েবপেজের কোন পেজ প্রিন্ট করতে চান তা নির্দিষ্ট করে:

  • সবকিছু প্রিন্ট করতে All নির্বাচন করুন ।
  • নির্বাচন করুন Pages এবং প্রিন্ট সীমা লিখুন । যেমন, "from 1 to 1" নির্বাচন করলে শুধুমাত্র প্রথম পেজ প্রিন্ট হবে ।
  • আপনার হাইলাইট করা অংশ প্রিন্ট করতে Selection নির্বাচন করুন ।

Copies অংশ - আপনি কতগুলো কপি করতে চান তা নির্দিষ্ট করে ।

  • Number of copies field এ যদি 1 এর চেয়ে বেশি লিখে থাকেন, তাহলে আপনি ক্রমানুসারে সাজাতে পারবেন । যেমন , যদি আপনি 2 কপি নির্বাচন করেন এবং Collate নির্বাচন করেন, সেগুলো 1, 2, 3, 1, 2, 3 ক্রমানুসারে প্রিন্ট হবে । অন্যথায়, 1, 1, 2, 2, 3, 3 ক্রমানুসারে প্রিন্ট হবে ।
'দ্রস্টব্যঃ নিচের settings সমূহ Firefox এর preferences প্রতি প্রিন্টারের হিসাবে সাজানো আছে।

Print Frames অংশ - আপনি যদি কোন ওয়েবসাইট কে frames সহ দেখেন, তাহলে ফ্রেম কীভাবে প্রিন্ট হবে সেটা নির্বাচন করতে পারেনঃ
5b566c185ee0e0a9e4fbff7fab19f74f-1236733364-926-1.png

  • As laid out on the screen এটা Firefox এ আপনি যেভাবে ওয়েবসাইট দেখেন সেইভাবেই প্রিন্ট করবে।
  • The selected frame এটা frame এর যে কন্টেন্ট এ আপনি সর্বশেষ ক্লিক করেছেন, তা প্রিন্ট করবে।
  • Each frame separately frame এর সকল কন্টেন্ট প্রিন্ট করবে, তবে আলাদা আলাদা পৃষ্ঠায়।


5b566c185ee0e0a9e4fbff7fab19f74f-1250097539-411-1.jpg

  • Printer: আপনি যে ওয়েব পেজ দেখছেন সেটি কোন প্রিন্টার প্রিন্ট করবে তা পরিবর্তন করুন।
    দ্রষ্টব্যঃ: Mac এর প্রিন্টার ডিফল্টভাবে থাকে। যখন কোন ওয়েব পেজ নির্বাচিত প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হয়, সেটাই তখন নতুন ডিফল্ট প্রিন্টার হয়ে যায়।
  • Presets: আগে থেকে সংরক্ষণ করে রাখা প্রিন্টার এর settings নির্বাচন করুন।
  • Copies: আপনি কতটি প্রতিলিপি প্রিন্ট করবেন তা উল্লেখ করতে পারবেন।
    • আপনি যদি Copies ফিল্ডে ১ এর বেশী দেন, আপনি তাহলে সেগুলোকে ক্রমান্বয়ে সাজাবেন কিনা সেটা সেটাও নির্বাচন করতে পারেন। ধরুন, যদি আপনি 2 copies নির্বাচন করলেন এবং Collate নির্ধারণ করলেন, তাহলে সেগুলো ১,২,৩,১,২,৩ এই ক্রমে প্রিন্ট হবে। নতুবা, সেগুলো ১,১,২,২,৩,৩ ক্রমে প্রিন্ট হবে।
  • Pages: Pages নির্বাচন করুন এবং আপনি যত পেজ পর্যন্ত প্রিন্ট করতে চান সেটা লিখুন। ধরুন, "from 1 to 3" নির্বাচন করলে ডকুমেন্ট এর শুধুমাত্র প্রথম তিন পৃষ্ঠা প্রিন্ট হবে।
    দ্রষ্টব্যঃ: নিচের settings Firefox এর preferences হিসাবে প্রতি প্রিন্টারের ভিত্তিতে সংরক্ষণ করা আছে।
  • Options:
    • শুধু পেজের হাইলাইট করা অংশ প্রিন্ট করতে Print Selection Only নির্বাচন করুন।
    • ওয়েব পেজের সাইজকে যে কাগজে প্রিন্ট হবে তার সমান প্রস্থের করতে Shrink To Fit Page Width নির্বাচন করুন।
  • Appearance:
    • ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড এর রঙ স্ক্রিনে যেমন দেখায় যায়, সেভাবে প্রিন্ট করতে Print Background Colors নির্বাচন করুন। নতুবা, Firefox ব্যাকগ্রাউন্ড সাদা হিসাবে প্রিন্ট করবে।
    • ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড এ থাকা ছবি স্ক্রিনে যেমন দেখায়, সেভাবে প্রিন্ট করতে Print Background Images নির্বাচন করুন। নতুবা, Firefox ব্যাকগ্রাউন্ড একরঙা ভাবে প্রিন্ট করবে।
  • Frames:
    5b566c185ee0e0a9e4fbff7fab19f74f-1236733364-926-1.png
    • As laid out on the screen এটা Firefox এ আপনি যেভাবে ওয়েবসাইট দেখেন সেইভাবেই প্রিন্ট করবে।
    • The selected frame এটা frame এর যে কন্টেন্ট এ আপনি সর্বশেষ ক্লিক করেছেন, তা প্রিন্ট করবে।
    • Each frame separately frame এর সকল কন্টেন্ট প্রিন্ট করবে, তবে আলাদা আলাদা পৃষ্ঠায়।
  • Page Headers এবং Page Footers: Use the dropdown menus to select what appears on the printed page. The top-left dropdown box's value appears at the top-left corner of the page; the top-center dropdown box's value appears at the top-center portion of the page, and so on. You can choose from:
    • --blank--: Nothing will be printed.
    • Title: Print the title of the web page.
    • URL: Print the web address of the web page.
    • Date/ Time: Print the date and time when the web page was printed.
    • Page #: Print the page number.
    • Page # of #: Print the page number and the total number of pages.
    • Custom...: Enter your own header or footer text. This can be used to show a company or organization name at the top or bottom of every printed page.

General tab

5b566c185ee0e0a9e4fbff7fab19f74f-1243478879-175-1.png

  • Click on a printer in the list to select it.
    Note: The default printer is the Linux one. When a web page is printed with the selected printer, it becomes the new default printer.
  • Range section:
    • Select "All pages" to print everything.
    • Select "Current page" to print only the page you were viewing when you chose to print.
    • Select "Pages" and enter the range of pages you want to print. For example, entering "1" prints the first page only. Entering "1, 2, 3 - 7" prints pages 1, 2, and 3 through 7.
  • Copies section - Lets you specify how many duplicates you want to print.
    • If you enter more than 1 in the Copies field, you can also choose whether to collate them. For example, if you choose to make 2 copies and select Collate, they will print in the order 1, 2, 3, 1, 2, 3. Otherwise, they will print in the order 1, 1, 2, 2, 3, 3.
    • Select Reverse to print the pages in reverse order.

পেইজ সেটআপ ট্যাব

আপনার প্রিন্টারের জন্য সেটিংস পরিবর্তন করতে সাহায্য করে, দুই পাতায় প্রিন্টিং, বহুসংখ্যক প্রিন্টিং, জোড় বা বেজোড় পষ্ঠা প্রিন্ট, কোন কাগজ ব্যবহার করতে হবে ইত্যাদী এর সুবিধা রয়েছে এখানে। বিভিন্ন ধরনের প্রিন্টারের উপর ভিত্তি করে সেটিংসগুলো থাকবে।

Options tab

5b566c185ee0e0a9e4fbff7fab19f74f-1243478879-175-2.png

Note: The following settings are saved as Firefox preferences on a per-printer basis.
  • Print Frames বিভাগ - আপনি যদি ফ্রেমের সাহায্যে ওয়েবপেইজ প্রদর্শন করে থাকেন তবে আপনি কিভাবে ফ্রেমটি প্রিন্ট হবে তা নির্ধারন করতে পারেন:
    5b566c185ee0e0a9e4fbff7fab19f74f-1236733364-926-1.png
    • As laid out on the screen যেভাবে আপনি ফায়ারফক্সে ওয়েবপেইজ দেখে থাকেন সেভাবেই প্রিন্ট হবে।
    • The selected frame আপনি ফ্রেমে থাকা যে বিষয়গুলো সর্বশেষ ক্লিক করেছেন তা প্রিন্ট হবে।
    • Each frame separately সবগুলো ফ্রেম থেকে বিষয়গুলো প্রিন্ট হবে, আলাদা পষ্ঠা থেকে নয়।
  • আপনার প্রিন্ট করা পষ্ঠাটির পরিধি স্বয়ংক্রীয়ভাবে সাজানোর জন্য Ignore Scaling and Shrink To Fit Page With ক্লিক করুন।
  • ওয়েবপেইজে শুধুমাত্র আপনার হাইলাইট করা অংশটি প্রিন্ট করার জন্য Print selection only ক্লিক করুন।
  • ফায়ারফক্স ওয়েব পেইজগুলো কালার ব্যাকগ্রাউন্ডসহ প্রিন্ট করতে অর্থাৎ যেভাবে স্ক্রীনে দেখানো হয় সেভাবে প্রিন্ট করতে Print Background Colors চাপুন। নতুবা, ফায়ারফক্স পেইজের ব্যাকগ্রাউন্ড সাদা করে প্রিন্ট করবে।
  • ফায়ারফক্স ওয়েব পেইজগুলো ছবি ব্যাকগ্রাউন্ডসহ প্রিন্ট করতে অর্থাৎ যেভাবে স্ক্রীনে দেখানো হয় সেভাবে প্রিন্ট করতে Print Background Images তুবা, ফায়ারফক্স পেইজের ব্যাকগ্রাউন্ড সলিড কোন কালারে করে প্রিন্ট করবে।
  • Header and Footer বিভাগ - ড্রপ ডাউন মেনু ব্যবহার করে নির্বাচন করুন প্রিন্ট করা পেইজে কি থাকবে। ড্রপ ডাউন বক্সের শীর্ষে বামে থাকা ভ্যালুটি পেইজের শীর্ষে বাম কোনে দেখা যাবে; শীর্ষে উপরে ড্রপ ডাউন বক্সের ভ্যালুটি পেইজের শীর্ষে মধ্যে দেখা যাবে, এবং এভাবেই আপনি নির্বাচন করতে পারেনঃ
    • --blank--: কিছুই প্রিন্ট হবে না।
    • Title: ওয়েব পেইজের শিরোনাম প্রিন্ট হবে।
    • URL: ওয়েব পেইজের ঠিকানা প্রিন্ট হবে।
    • Date/ Time: প্রিন্ট করার সময়ের তারিখ এবং সময় প্রিন্ট হবে।
    • Page #: পেইজ নাম্বার প্রিন্ট হবে।
    • Page # of #: পেইজে নাম্বার এবং সর্বমোট পেইজ সংখ্যা প্রিন্ট হবে।
    • Custom...: আপনার নিজের হেডার অথবা ফুটার লেখা যোগ করতে পারবেন। এটি ব্যবহার করা হয়ে থাকে পেইজের উপরে কোন কোম্পানীর নাম বা লোগো প্রিন্ট করার জন্য।

পেইজের সেটআপ পরিবর্তন করা

Note: The following settings are saved as Firefox preferences on a per-printer basis.

প্রিন্ট অথবা পেইজ সমন্বয় পরিবর্তন করার জন্য:

  1. ফায়ারফক্স উইন্ডোর ঠিক উপরে, File ক্লিক করে Page Setup... নির্বাচন করুন। এখন পেইজ সেটআপ উইন্ডো আসবে।
    5b566c185ee0e0a9e4fbff7fab19f74f-1243479623-843-1.png
    • Paper size: কি ধরনের কাগজ প্রিন্ট হবে তা নির্বাচন করুন
    • Orientation:
      • প্রায় সব ডকুমেন্ট ও ওয়েবপেইজের জন্য Portrait নির্বাচন করুন।
      • বড় পরিধির পেইজ বা ছবির জন্য Landscape নির্বাচন করুন।
  2. Apply ক্লিক করে সংরক্ষন করুন এবং সেটিংস উইন্ডো বন্ধ করে দিন।

যে পেইজটি প্রিন্ট হবে তার সমন্বয় পরিবর্তন করতে, পরিবর্তন করুন ব্যাকগ্রাউন্ড কালার অথবা ছবি প্রিন্ট হবে কিনা, পেইজের মার্জিন, এবং প্রিন্ট করা পেইজের হেডার ও ফুটারে কি থাকবে, এটি করতে ফায়ারফক্স উইন্ডোর একদম উপরে থাকা Firefox বাটনে ক্লিক করুন, এরপর Print... এ গিয়ে (File menu in Windows XP),File menu খুলুন এবং নির্বাচন করুন Page Setup.... পেইজ সেটআপ উইন্ডো আসবে।

Note: The following settings are saved as Firefox preferences on a per-printer basis.

বিন্যাস ও উপায়

Print Web Page - Win3

ফরম্যাট এবং অপশন ট্যাবটি আপনাকে যা যা পরিবর্তনে সাহায্য করে:

  • Orientation:
    • প্রায় সব ডকুমেন্ট ও ওয়েবপেইজের জন্য Portrait নির্বাচন করুন।
    • বড় পরিধির পেইজ বা ছবির জন্য Landscape নির্বাচন করুন।
  • Scale: অল্প কিছু পেপারে প্রিন্ট করতে সাহায্য করে, আপনি স্কেলটি পরিবর্তন করতে পারবেন Shrink to fit ব্যবহার করে স্বয়ংক্রীয়ভাবে।
  • Options: নির্বাচন করুন Print Background (colors & images) অন্যন্য ওয়েব পেইজের জন্য ব্যাকগ্রাউন্ড প্রিন্ট করতে। অথ্যথায় ফায়ারফএক্স ব্যাকগ্রাউন্ড সাদা কালারে প্রিন্ট করবে।

মার্জিন এবং হেডার/ফুটার

Print Web Page - Win4
মার্জিন এবং হেডার/ফুটার ট্যাব আপনাকে যা যা পরিবর্তন করতে সাহায্য করে:

  • Margins: আপনি পেইজের পরিধি নির্ধারন করে দিতে পারবেন। উপরে,নিচে,বাম ও ডানে কতটা পরিধি থাকবে আলাদাভাবে তা নির্ধারন করে দিতে পারবেন।
  • Headers & Footers: রপ ডাউন মেনু ব্যবহার করে নির্বাচন করুন প্রিন্ট করা পেইজে কি থাকবে। ড্রপ ডাউন বক্সের শীর্ষে বামে থাকা ভ্যালুটি পেইজের শীর্ষে বাম কোনে দেখা যাবে; শীর্ষে উপরে ড্রপ ডাউন বক্সের ভ্যালুটি পেইজের শীর্ষে মধ্যে দেখা যাবে, এবং এভাবেই আপনি নির্বাচন করতে পারেনঃ
    • --blank--: কিছুই প্রিন্ট হবে না।
    • Title: ওয়েব পেইজের শিরোনাম প্রিন্ট হবে।
    • URL: ওয়েব পেইজের ঠিকানা প্রিন্ট হবে।
    • Date/ Time: প্রিন্ট করার সময়ের তারিখ এবং সময় প্রিন্ট হবে।
    • Page #: পেইজ নাম্বার প্রিন্ট হবে।
    • Page # of #: পেইজে নাম্বার এবং সর্বমোট পেইজ সংখ্যা প্রিন্ট হবে।
    • Custom...: আপনার নিজের হেডার অথবা ফুটার লেখা যোগ করতে পারবেন। এটি ব্যবহার করা হয়ে থাকে পেইজের উপরে কোন কোম্পানীর নাম বা লোগো প্রিন্ট করার জন্য।

পরিবর্তন করা হয়ে গেলে OK ক্লিক করে সংরক্ষন করুন এবং সেটআপ উইন্ডো বন্ধ করুন।

প্রিন্ট প্রিভিউ

প্রিন্ট হওয়ার পর এটি দেখতে কেমন হবে তা দেখতে, ফায়ারফক্স উইন্ডোর একদম উপরে, ক্লিক করুন Firefox বাটন, Print... এ গিয়ে (File menu in Windows XP),File menuFile menu এ যান এবং নির্বাচন করুন Print Preview

প্রিন্ট প্রিভিউ সুবিধাটি আপনাকে উপরের কয়েকটি বিষোয় পরিবর্তন করতে সাহায্য করে থাকে প্রিন্ট উইন্ডোতে প্রবেশ করুন Print... চাপার মাধ্যমে, অথবা Page Setup... এর মাধ্যমে পেইজ উইন্ডো সেটআপ এ প্রবেশ করুন। Page: পরে থাকা তীর চিহ্নে ক্লিক করুন পেইজের ডকুমেন্টগুলোর মাঝে প্রবেশের জন্য। দুটি তীরচিহ্ন আপনাকে প্রথম অথবা শেষ পেইজে নিয়ে যেতে সাহায্য করবে, এবং একটি চিহ্ন পরে অথবা আগেত পেইজে নিয়ে যাবে আপনাকে। এছাড়াও আপনি স্কেল ও অবস্থান পরিবর্তন করতে পারবেন (see above).

Print Web Page - Win5

প্রিন্ট প্রিভিউ থেকে বের হয়ে আসতে Close চাপুন