পপকর্ন মেকার কীভাবে অন্য ভিডিও এডিটর থেকে আলাদা ?

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

অন্যান্য ডিজিটাল মিডিয়া এডিটর হতে পপকর্ন মেকার অনেক দিক দিয়েই আলাদা ।

নিচে কিছু মূল পার্থক্য দেয়া হল ।

ওয়েব থেকে প্রাপ্ত ডেটা এবং বিষয়াদি যোগ করা

প্রথাগত ভিডিও এডিটর যে কাজটি করে, তারা এমন একটি ভিডিও ব্যবহারকারীকে দেখায়, যার প্রতিটি ফ্রেম পূর্বনির্ধারিত এবং দর্শকের এটি অন্য কোনভাবে দেখার সুযোগ নেই ।

পপকর্ন মেকার ওয়েব হতে প্রাপ্ত ডেটা নির্ভর মাল্টিমিডিয়া তৈরী করতে পারে । উদাহরণস্বরূপ, আপনি :

  • লেখাতে হাইপারলিঙ্ক যোগ করতে পারবেন, যা দর্শকের সামনে ভেসে উঠবে এবং সেখানে ক্লিক করে তিনি ওয়েবের অন্য কোথাও যেতে পারবেন ।
  • Flickr icon ট্যাগ ব্যবহার করে ফ্লিকার থেকে সরাসরি ছবি আনতে পারবেন । সেই ট্যাগ ব্যবহার করে কেও ছবি আপলোড করলেই প্রতিবার নতুন ছবি ভেসে উঠবে ।
  • ব্যবহারকারীর যাতে এক্সপ্লোর করতে পারে তার জন্য গুগল থেকে ম্যাপ Google maps যোগ করতে পারবেন । এমনকি স্ট্রিটভিউ মোড চালু করে ত্রিমাত্রিক পরিবেশেও ম্যাপটি ব্যবহার করতে পারবেন ।
  • উইকিপিডিয়া থেকে নিবন্ধ যোগ করতে পারবেন, যা উইকিপিডিয়া পেজ আপডেট হওয়া মাত্র আপডেট হয় ।

নিমিষেই আপডেট

প্রথাগত ভিডিও নির্মাণ পদ্ধতিতে প্রতিবার আপডেট করতে এনকোডিং আর আপলোডের জন্য প্রচুর সময় ব্যয় হয় । ইউটিউবে তো ভিডিও আপডেটের সুযোগই নেই । যখন আপনি ইউটিউবের ভিডিও আপডেট করতে চান , আপনাকে একটি নতুন পেজে ভিডিওটি আপলোড করতে হবে, যা আপনাকে একাধিক URL এবং মেয়াদোত্তীর্ণ সংস্করণ জনিত সমস্যায় ফেলবে ।

পপকর্ন এর URL আপনার প্রজেক্টে পরিবর্তন আনলেও অপরিবর্তিত থাকে এবং সাথে সাথে রেন্ডার করা হয় । আপনি একটি চালু প্রজেক্ট তৈরি করতে পারেন, যাতে দর্শকরা প্রতিবার এসে নতুন গল্প দেখতে পাবে ।

রিমিক্স বাটন

Remix

প্রথাগত ভিডিওগুলো সর্বদা চোখের আড়ালে থাকে । আপনি কিছুতেই ভিডিওটি বানানোর গল্পটি দেখতে পারবেন না এবং আপনার পছন্দমতো পরিবর্তনও করতে পারবেন না ।

প্রতিটি পপকর্ন মেকার প্রজেক্টে একটি রিমিক্স বাটন আছে । আপনি যদি ভিডিওটি দেখতে পারেন, তাহলে এটি রিমিক্সও করতে পারবেন ! রিমিক্স কীভাবে কাজ করে, জানতে হলে পড়ুন

এটি পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে !

Popcorn Resources

পপকর্ন আপনাকে YouTube, Vimeo, SoundCloud, HTML5 Media and Audiour মত বিভিন্ন সূত্র থেকে মিডিয়া যোগ করতে দেয় । এই সব অনলাইন মিডিয়া শেয়ারিং সাইট বিনামূল্য ।

এটি অর্থের দিক দিয়ে যেমন বিনামূল্যে পাচ্ছেন ।

তেমনি স্বাধীনতার দিক দিয়েও !

  • আপনি আপনার প্রতিটি প্রজেক্টের সোর্সকোড দেখতে পাবেন (Project ট্যাবে গিয়ে View source ক্লিক করুন)
  • গিটহাবে কোড ফর্ক করে আপনার নিজস্ব পপকর্ন মেকারের সংস্করণও বানাতে পারেন

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন