আমি কিভাবে ফায়ারফক্স অ্যান্ড্রয়েড বন্ধ করবো?

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 66199
  • নির্মিত:
  • রচয়িতা: Ashiqur Rahman Amit
  • মন্তব্য: সামান্য পরিবর্তন
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

নোট: এটি আপনার সর্বশেষ সংস্করণের ফায়ারফক্স release এর জন্য প্রযোজ্য যা mozilla.org/mobile থেকে ডাউনলোড করা যাবে।

এনড্রয়েড ৪ বা তার উপরের সংস্করণ গুলোতে, গুগল এপ্লিকেশান নীতিমালা অনুযায়ী, Quit বোতামটি ফায়ারফক্স থেকে সরিয়ে নেয়া হয়েছে।

দ্রষ্টব্যঃ: আপনি চাইলে ফায়ারফক্স বা অন্য যেকোন এপ্লিকেশান এ্যাপ সুইচিং বোতাম app switch button 25px - Android Jelly Bean ব্যবহার করে বন্ধ করতে পারেন। আপনি যদি এই বোতামটি খুঁজে না পান, তাহলে হোম বোতামটি কিছু সময় চেপে ধরে আপনি এ্যাপ সুইচিং স্ক্রীন নিয়ে আসতে পারেন।

ফায়ারফক্স এনড্রয়েড অ্যাড-অন ব্যবহার করে কিভাবে Quit মেনুটি যুক্ত করা যায়

ফায়ারফক্স অ্যাড-অন ইন্সটল করে Quit মেনুটি ফিরিয়ে আনা এবং ফায়ারফক্স বন্ধ করার উপায়।

  1. Menu বোতামে চাপ দিন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , এরপর Tools বোতামে, এবং তারপর Add-ons বোতামে চাপ দিন।
  2. অ্যাড-অন স্ক্রীনের উপরে ডান কোণায় marketplaceIconAndroid আইকনে চাপ দিন। অথবা আপনি একই ফলাফল পেতে সরাসরি যেতে পারেন https://addons.mozilla.org/android/ ঠিকানায়।

    androidAddonsScreenWithMarketplace

  3. সার্চ করুনঃ quitnow

    AndroidAddonsSearchEN

  4. সার্চ ফলাফলে চাপ দিন।

    AndroidAddonsSearchResultsEN

  5. Add to Firefox বোতামে চাপ দিন।

    addToFirefox

  6. নতুন দেখানো মেনুতে, Install বোতামে চাপ দিয়ে QuitNow অ্যাড-অন টি ইন্সটল করুন।

আপনার ফায়ারফক্সের এখন একটি Quitমেনু আছে যা আপনাকে ফায়ারফক্স এন্ড্রয়েড বন্ধ করতে সাহায্য করবে।

AndroidFirefoxQuitMenu