কি করে অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্সের ব্যক্তিগত তথ্য মুছে ফেলব?

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 66252
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: update some string
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

কি করে দ্রুত আপনার ব্রাউজিং ও ডাউনলোড ইতিহাস ও অন্যান্য কিছু মুছে ফেলা যায়:

  1. Menu বাটনটিতে চাপ দিন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) এবং Settings নির্বাচন করুন। (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) .
  2. Privacy তে চাপ দিন এবং Clear private data নির্বাচন করুন।
  3. যে বিষয়সমূহ মুছে ফেলতে চান তা নির্বাচিত করুন এবং Clear data তে চাপ দিন।
    Clear private data
  1. Menu বাটনটিতে চাপ দিন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) এবং Settings নির্বাচন করুন। (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) .
  2. প্রাইভেসি ও সিকিউরিটি সেকশনের জন্য নিচে নামুন এবং Clear private data নির্বাচন করুন।
  3. যে বিষয়সমূহ মুছে ফেলতে চান তা নির্বাচন করুন এবং Clear data তে চাপ দিন।
    Clear private data