আমি এই আন্দোলনকে এগিয়ে নিতে কীভাবে সাহায্য করতে পারি ?

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

ছোট-বড় অনেক উপায়েই আপনি Webmaker কে সাহায্য করতে পারেন !

আপনার হাতে যদি দশ সেকেন্ড সময় থাকে :

একটি #Webmaker টুইট দিন অথবা আপনার পাশের মানুষটির সাথে কথা বলুন । আপনার কাছের মানুষদের ওয়েবমেকার নিয়ে আপনার মতই আগ্রহী করে তুলুন !

যদি পাঁচ মিনিট সময় থাকে :

আমাদের মেইলিং লিস্টে সাইন আপ করুন । আমাদের https://sendto.mozilla.org/page/s/webmaker ঘোষণার জন্য একটি এবং https://lists.mozilla.org/listinfo/webmaker আলোচনার জন্য একটি লিস্ট আছে ।

কাউকে তার নির্মাণের ব্যাপারে উৎসাহিত করুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার প্রিয় 'মেক'টি শেয়ার করুন এবং একটি ভার্চুয়াল "হাই ফাইভ" দিন !

আপনি আমাদের Twitter ফিড @webmaker থেকে অথবা হ্যাশট্যাগ #webmaker থেকে সর্বশেষ খবর পেতে পারেন ।

অথবা আপনার পছন্দ অনুযায়ী আমরা Facebook, Tumblr, এবং গুগল+এও আছি ।

এক ঘন্টা যদি হাতে থাকে :

webmaker.org তে পাওয়া কোন জিনিস রিমিক্স করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন ।

getting started with your first make নিয়ে বিস্তারিত এখানে পাবেন

আপনি Webmaker এর যেকোন টুল বা ওয়েবসাইটে কোন অসঙ্গতি দেখলে বাগ রিপোর্ট করে এবং নতুন কোন ফিচার যোগ করার পরামর্শ দিয়েও সাহায্য করতে পারেন । আমরা এই কাজের ধারা বাগজিলার মাধ্যমে সমাধান করে থাকি ।

আপনি আমাদের নলেজ বেস এর উন্নতি সাধনেও সাহায্য করতে পারেন । (এখন যেটি পড়ছেন !)

সপ্তাহের কিছু সময় যদি হাতে থাকে :

একটি মেকার পার্টি আয়োজন করে আপনার স্থানীয় কমিউনিটিকে একত্র করুন । যেভাবে করবেন ।

আপনি ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বললে আমাদের Webmaker অনুবাদ করতে সাহায্য করুন ।

একেবারেই সময় নেই, অথচ এরপরও সাহায্য করতে চাইলে :

Mozilla Foundation একটি 501c3 অলাভজনক সংস্থা, যারা ওয়েবকে উন্মুক্ত করতে, ওয়েব সৃজনশীলতার বিকাশ ঘটাতে এবং এখানে সুযোগ সৃষ্টিতে বদ্ধপরিকর ।

আমাদের লক্ষ্য সম্পর্কে জানুন এবং আর্থিক অনুদান এর ব্যাপারে ভাবুন ।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন