Android ট্যাবলেটে Firefox ব্রাউজার

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 81319
  • নির্মিত:
  • রচয়িতা: Ashiqur Rahman Amit
  • মন্তব্য: আপডেট
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: amit3333
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

এই নিবন্ধটি ট্যাবলেট এবং ফোনের ব্যবহারকারীর অভিজ্ঞতার মধ্যে পার্থক্য বর্ণনা করার মাধমে ট্যাবলেটে Android এর জন্য ফায়ারফক্সের বর্ণনা করা হয়েছে । এন্ড্রয়েড ট্যাবলেট ব্যবহারকারীর অভিজ্ঞতার জন্য Firefox এর ট্যাবলেট বড় স্ক্রিন সাইজ সুবিধা গ্রহণ করার জন্য উপরের বারে আরও নিয়ন্ত্রণ প্রদর্শন করে।

দ্রষ্টব্য: ট্যাবলেট ব্যবহারকারীর অভিজ্ঞতা সাত ইঞ্চির চেয়ে ছোট পর্দা বিশিষ্ট ট্যাবলেটে পাবেন না। সাত ইঞ্চির চেয়ে ছোট স্ক্রিন সাইজ এর ট্যাবলেট , Samsung Galaxy Note I, II এবং III এর মত ফেবলেট অন্তর্ভুক্ত , ফোন ব্যবহারকারীর অভিজ্ঞতা পাবেন ; দেখুন অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্স

নিচের ছবিটি লম্বালম্বি মোডে Android ট্যাবলেট এর জন্য Firefox এর ইন্টারফেস দেখাচ্ছে ।

tablet 10 inch portrait top bar m26

নিচের ছবিটি সাত ইঞ্চি ট্যাবলেটর জন্য লম্বালম্বি মোডে Android ট্যাবলেট এর জন্য Firefox এর ইন্টারফেস দেখাচ্ছে :

tablet 7 inch portrait top bar m26

দিক নির্নয় এবং মেনু পর্দার শুরুতে জুড়ে রয়েছে , বাম থেকে ডানে , উপরের স্ক্রিনশটে দেখানো হয়েছে:

  • ট্যাব আইকন - খোলা ট্যাবের সংখ্যা প্রদর্শন করে, সাইডবারে ট্যাব প্রদর্শনের জন্য ট্যাপ করুন ।

আড়াআড়ি মোডে ট্যাব লুকানোর জন্য , কালো ট্যাবের মার্জিন জুড়ে বামদিকে সোয়াইপ করুন। লম্বালম্বি মোডে ট্যাব লুকানোর জন্য, বর্তমান ওয়েব পেজের উপরে সোয়াইপ করুন ।

  • অবস্থান বার - আপনার ইতিহাস এবং বুকমার্ক অ্যাক্সেস করার জন্য অবস্থান বারে চাপুন । অথবা একটি ঠিকানা টাইপ করুন অথবা শব্দ অনুসন্ধান করুন, তারপর যাওয়ার জন্য নরম কীবোর্ডের এন্টার চাপুন ।
  • পাতা পুনরায় লোড করুন - পৃষ্ঠা পুনরায় লোড করার জন্য চাপুন ।
  • বুকমার্ক সাইট - আপনার বুকমার্ক তালিকায় একটি সাইট যোগ করতে তারকায় চাপুন । সাত ইঞ্চির ট্যাবলেটে, তারকাটি পর্দার স্থান সংরক্ষণ করতে পর্দার চূড়ার পরিবর্তে মেনুতে প্রদর্শন করা হয় ।
  • প্রধান মেনু - Android এর জন্য Firefox এর মেনু অ্যাক্সেস করতে এটি চাপুন (সাত ইঞ্চির ট্যাবলেটে মেনুর পরিবর্তে উপরের বারে বুকমার্ক তারকা প্রদর্শন করে) ।