Android ট্যাবলেটে Firefox ব্রাউজার

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 165970
  • নির্মিত:
  • রচয়িতা: user232878545669140989901665326552803611169
  • মন্তব্য: I updated this article as updated English version.
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

এই নিবন্ধটি ট্যাবলেট এবং ফোনের ব্যবহারকারীর অভিজ্ঞতার মধ্যে পার্থক্য বর্ণনা করার মাধমে ট্যাবলেটে Android এর জন্য Firefox এর বর্ণনা করা হয়েছে । Android ট্যাবলেট ব্যবহারকারীর অভিজ্ঞতার জন্য Firefox এর ট্যাবলেট বড় স্ক্রিন সাইজ সুবিধা গ্রহণ করার জন্য উপরের বারে আরও নিয়ন্ত্রণ প্রদর্শন করে।

দ্রষ্টব্য: ট্যাবলেট ব্যবহারকারীর অভিজ্ঞতা সাত ইঞ্চির চেয়ে ছোট পর্দা বিশিষ্ট ট্যাবলেটে পাবেন না। সাত ইঞ্চির চেয়ে ছোট স্ক্রিন সাইজ এর ট্যাবলেট , Samsung Galaxy Note I, II এবং III এর মত ফেবলেট অন্তর্ভুক্ত , ফোন ব্যবহারকারীর অভিজ্ঞতা পাবেন ; দেখুন অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্স

নিচের ছবিটি লম্বালম্বি মোডে Android ট্যাবলেট এর জন্য Firefox এর ইন্টারফেস দেখাচ্ছে ।

tablet 10 inch portrait top bar m26

নিচের ছবিটি সাত ইঞ্চি ট্যাবলেটর জন্য লম্বালম্বি মোডে Android ট্যাবলেট এর জন্য Firefox এর ইন্টারফেস দেখাচ্ছে :

tablet 7 inch portrait top bar m26

দিক নির্নয় এবং মেনু পর্দার শুরুতে জুড়ে রয়েছে , বাম থেকে ডানে , উপরের স্ক্রিনশটে দেখানো হয়েছে:

  • ট্যাব আইকন - খোলা ট্যাবের সংখ্যা প্রদর্শন করে, সাইডবারে ট্যাব প্রদর্শনের জন্য ট্যাপ করুন ।

আড়াআড়ি মোডে ট্যাব লুকানোর জন্য , কালো ট্যাবের মার্জিন জুড়ে বামদিকে সোয়াইপ করুন। লম্বালম্বি মোডে ট্যাব লুকানোর জন্য, বর্তমান ওয়েব পেজের উপরে সোয়াইপ করুন ।

  • অবস্থান বার - আপনার ইতিহাস এবং বুকমার্ক অ্যাক্সেস করার জন্য অবস্থান বারে চাপুন । অথবা একটি ঠিকানা টাইপ করুন অথবা শব্দ অনুসন্ধান করুন, তারপর যাওয়ার জন্য নরম কীবোর্ডের এন্টার চাপুন ।
  • পাতা পুনরায় লোড করুন - পৃষ্ঠা পুনরায় লোড করার জন্য চাপুন ।
  • বুকমার্ক সাইট - আপনার বুকমার্ক তালিকায় একটি সাইট যোগ করতে তারকায় চাপুন । সাত ইঞ্চির ট্যাবলেটে, তারকাটি পর্দার স্থান সংরক্ষণ করতে পর্দার চূড়ার পরিবর্তে মেনুতে প্রদর্শন করা হয় ।
  • প্রধান মেনু - Android এর জন্য Firefox এর মেনু অ্যাক্সেস করতে এটি চাপুন (সাত ইঞ্চির ট্যাবলেটে মেনুর পরিবর্তে উপরের বারে বুকমার্ক তারকা প্রদর্শন করে) ।

যেকোন আকারের Android স্ক্রিনের জন্যে Firefox নিখুদ (৭" টেবলেট পর্দায় টপ বারের পরিবর্তে বুকমার্ক তারকা)


Note: The tablet experience applies to devices with a screen size of 7" (17.78 cm) or larger. Tablets smaller than 7" in screen size (including phablets like the Samsung Galaxy Note I, II and III) get the phone user experience; see অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্স.