কীভাবে Firefox OS Airplane Mode ব্যবহার করবেন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 72657
  • নির্মিত:
  • রচয়িতা: Hossain Al Ikram
  • মন্তব্য: Localized :)
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

==এয়ারপ্লেন মোড কী==

এয়ারপ্লেন মোড হলো ফায়ারফক্স ওএস পাওয়া যায় এমন একটি সুবিধা যার সাহায্যে আপনি আপনার ডিভাইসের সকল ওয়্যারলেস সংযোগকে সাময়িক সময়ের জন্য বিচ্ছিন্ন করতে পারেন।এই সুবিধাটি মূলত এয়ারপ্লেনে থাকাকালীন সময় বেশি ব্যবহার হয় কেননা ফ্লাইটের সময় সকল সেলুলার সংযোগ বন্ধ করা দরকার হয়ে পড়ে। এটা আপনার ডিভাইসের ব্যাটারি বাচানোর কাজেও ব্যবহার করা যেতে পারে এমনকি আপনি যদি চান , আপনার সকল ওয়্যারলেস সংযোগকে একটি বাটনের সাহায্যে নিষ্ক্রিয় করতে চান , তাহলেও এটি ব্যবহার করতে পারেন।

এয়ারপ্লেন মোডে থাকা অবস্থায় আমি কি করতে পারি?

আপনি এয়ারপ্লেন মোডে থাকা অবস্থায় ফায়ারফক্স ওএস ব্যবহার করা চালিয়ে যেতে পারেন।আপনি চাইলে এয়ারপ্লেন মোডে থাকা অবস্থায় ওয়াই-ফাই এবং ব্লুটথ ও চালু করতে পারেন। শুধু এয়ারপ্লেন মোডে থাকা অবস্থায় ওয়্যারলেস কানিক্টিভিটি ব্যবহার করতে গেলে আপনাকে এরর বার্তা দেখাবে।

আমি কীভাবে এয়ারপ্লেন মোড সক্রিয় করবো?

এয়ারপ্লেন মোড সক্রিয় করতে, প্রথমে উপরে থাকা নোটিফিকেসন বার স্পর্শ করুন এবং এটিকে ধরে রেখে নিচে নামান।

Settings Slide

যখন নোটিফিকেসন বার সম্পূর্ন রূপে দৃশ্যমান হবে , তখন নোটিফিকেসন বারে থাকা এয়ারপ্লেন মোড চালু করতে এয়ারপ্লেন মোড আইকনটিতে স্পর্শ করুন।

Airplane Mode

একবার সক্রিয় হয়ে গেলে, আপনি আপনার স্ক্রীনের উপরের স্ট্যাটাস বারে এরোপ্লেন আইকন দেখতে পাবেন।

Airplane Mode Active

যখন আপনি এয়ারপ্লেন মোড নিষ্ক্রিয় করতে চাইবেন, তখন আগের মত নোটিফিকেসন বারটিকে নিচে নামিয়ে এয়ারপ্লেন মোড আইকনের উপর স্পর্শ করুন , এয়ারপ্লেন মোড নিষ্ক্রিয় হয়ে যাবে।আপনার ডিভাইস তখন সকল ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করতে থাকবে এবং কয়েক মিনিটের মধ্যেই ব্যবহারের উপোযোগী হয়ে উঠবে।