Firefox Health Report - আপনার Android ব্রাউজারের কর্মক্ষমতা সম্পর্কে জানুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 68587
  • নির্মিত:
  • রচয়িতা: Forhad Hossain
  • মন্তব্য: অনুবাদ সম্পন্ন হয়েছে।
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ফায়ারফক্স স্বাস্থ্য প্রতিবেদন(FHR) আপনার ব্রাউজারের কর্মদক্ষতা সম্পর্কে তথ্য প্রদান করে। আপনার ব্রাউজারের কর্মদক্ষতার তথ্য বিশ্লেষণ করে, ফায়ারফক্স স্বাস্থ্য প্রতিবেদন ফায়ারফক্স থেকে সেরা সেবাটি পেতে আপনাকে টিপস প্রদান করতে সক্ষম। আমরা আপনার তথ্য কীভাবে পরিচালনা করি সে সম্পর্কে আরও জানতে, দেখুন our privacy policy.

কি ভাবে ফায়ারফক্স স্বাস্থ্য প্রতিবেদন দেখতে হয়?

  1. Menu বাটনটি ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) এবং তারপর Settings (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) .
  2. Data choices ট্যাপ করুন.
  3. ট্যাপ করুন View my Health Report link.
  1. Menuবাটনটি ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) and then Settings (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) .
  2. Mozilla ট্যাপ করুন.
  3. ডাটা চয়েজ অংশের View my Health Report লিংঙ্কটিতে।

কি ভাবে ডাটা শেয়ারিং চালু অথবা বন্ধ করবেন

ডাটা শেয়ারিং ডিফল্টর ভাবে অন থাকে কিন্তু আপনি চাইলেই এটি চালু অথবা বন্ধ করতে পারবেন:

  1. Menu বাটনটি ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) এবং তারপর Settings (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) .
  2. ট্যাপ করুন Data choices.
  3. বক্সটিত টিক দিন অথবা টিক চিহ্ন তুলে যার পরেফায়ারফক্স স্বাস্থ্য প্রতিবেদন

আপনি যখন শেয়ারিং বন্ধ করে দিবেন তখন ফায়ারফক্স মোজিলার সার্ভারে আপনার ব্রাউজার সম্পর্কে তথ্য পাঠানো বন্ধ করে দিবে। ফায়ারফক্স, মোজিলার সার্ভারে আগের জমাকৃত তথ্য অপসারণ করার জন্য একটি অনুরোধ পাঠাবে। এই অনুরোধটি সফলভাবে প্রেরিত হলে খুব দ্রুত তা প্রক্রিয়াজাত হবে। যদি ব্রাউজার জানতে না পারে যে আপনার অনুরোধটি সফলভাবে প্রক্রিয়া করা হয়েছে (উদাহরণস্বরূপ, ইন্টানেটের অভাবের কারণে), তবে ব্রাউজার অনুরোধটি সফল ভাবে গৃহিত না হওয়া পর্যন্ত অপসারণ করার অনুরোধটি পাঠাতেই থাকবে।

যদি আপনি শেয়ারিং বন্ধ না করেন, কিন্তু ব্রাউজার আর কোন ডাটা পাঠাচ্ছে না(আনইন্সস্টল করার কারণে কিংবা আর ব্যবহার না করার জন্য), আপনার ব্রাউজার থেকে আগে প্রেরিত ডাটাগুলো ১৮০দিন পর অপসারিত হবে।

এমনকি আপনি যদি মোজিলার সাথে ডাটা শেয়ার না করে থাকেন, তারপরেও ফায়ারফক্স স্বাস্থ্য প্রতিবেদন পেজে গেলে আপনি আপনার ব্রাউজার সম্পর্কে তথ্য দেখতে পারবেন। তুলনামূলক ডাটার ভিত্তি আপনার ব্রাউজারের ডাটা উপর হবে না কারণ এটি মোজিলার সঙ্গে শেয়ার করা হয়েছিল না।

কোন তথ্য মোজিলার সঙ্গে শেয়ার হয়?

ফায়ারফক্স স্বাস্থ্য প্রতিবেদনের Important Metrics অংশে মোজিলার সঙ্গে শেয়ার করা সকল ডাটা অাছে। মোজিলার সঙ্গে শেয়ার হওয়া নিদিষ্ট ডাটাগুলো দেখতে, see the information we recordবাটনটিতে ট্যাপ করুন Important Metrics এর অন্তভুক্ত লিংঙ্কটিতে।