ফায়ারফক্স সিঙ্কে ডিভাইস যোগ করার কোড কোথায় পাব?

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 78718
  • নির্মিত:
  • রচয়িতা: Ashiqur Rahman Amit
  • মন্তব্য: review
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: amit3333
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? হ্যাঁ
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু
নতুন Firefox Sync এখন একটি সহজ সাইন ইন ব্যবহার করে এবং ডিভাইস কোড এর প্রয়োজন হয় না । আপডেট করার জন্য দেখুন this support article

আপনি যখন ফায়ারফক্স সিঙ্কে কোন ডিভাইস যোগ করতে যান তখন আপনার কাছে সেই ডিভাইসের দেওয়া একটি কোড জানতে চাওয়া হয়। কিভাবে আপনি সেই কোডটি পেতে পারেন তা এই নিবন্ধে দেখানো হবে।

কিভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে কোড খুঁজে পাবেন?

  1. Menu বাটন চাপুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , Settings নির্বাচন করুন (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) এবং, শেষে, Sync
  2. এই যন্ত্রটি (মোবাইল, ট্যাবলেট) সংযুক্ত করার কোড দেখাবে।
    sync_recovery3

কিভাবে অন্য একটি কম্পিউটারে কোড খুঁজে পাবেন?

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. Sync ট্যাবে ক্লিক করুন।
  3. Set Up Firefox Sync এ ক্লিক করুন।
    Sync Setup 1
  4. I already have a Firefox Sync account এর অধীনে Connect ক্লিক করুন এবং কম্পিউটার যুক্ত করার কোড দেখাবে।
    Comp Code
  1. Firefox উইন্ডো এর শুরুতে, Firefox বাটনে ক্লিক করুন Tools মেনুতে ক্লিক করুন এবং Set Up Sync মেনুতে ক্লিক করুন। ফায়ারফক্স সিঙ্ক সেটাপ উইন্ডো চালু হবে।
  2. I have an account ক্লিক করুন।
  3. এই কম্পিউটার যুক্ত করার কোড দেখাবে।
    Pair - Win
  1. মেনুবারে, Tools মেনুতে ক্লিক করুন এবং Set Up Sync নির্বাচন করুন। ফায়ারফক্স সিঙ্ক সেটাপ উইন্ডো চালু হবে।
  2. I have an account ক্লিক করুন।
  3. এই কম্পিউটার যুক্ত করার কোড দেখাবে।
    Pair - Mac
  1. Firefox উইন্ডো এর শুরুতে, Tools মেনুতে ক্লিক করুন এবং Set Up Sync নির্বাচন করুন। ফায়ারফক্স সিঙ্ক সেটাপ উইন্ডো চালু হবে।
  2. I have an account ক্লিক করুন।
  3. এই কম্পিউটার যুক্ত করার কোড দেখাবে।
    Pair - Lin