বড় সংযুক্তিসমূহের জন্য ফাইললিংক

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 75269
  • নির্মিত:
  • রচয়িতা: Ashiqur Rahman Amit
  • মন্তব্য: আপডেট
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: amit3333
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

অনেক ইমেইল সার্ভার বড় ফাইল সংযুক্তির সঙ্গে বার্তা গ্রহন করেনা। ফাইল সাইজের সীমাবদ্ধতা মেইল সার্ভার কনফিগারেশন উপর নির্ভর করে পরিবর্তিত হয়। আপনি একটি বড় সংযুক্তির সঙ্গে বার্তা পাঠাতে পারেন,কিন্তু যে মেইল সার্ভারে পাঠাচ্ছেন সেটি বড় সংযুক্তির বার্তা গ্রহণ করতে অক্ষম হতে পারে। এই সব থান্ডারবার্ড এর নিয়ন্ত্রণের বাইরে।

থান্ডারবার্ড ১৩ থেকে শুরু করে,অনলাইন স্টোরেজ সেবার সাথে যুক্ত হয়ে থান্ডারবার্ড ফাইললিঙ্ক এই সমস্যা দূর করেছে। এর মাধ্যমে আপনি আপনি প্রথমে আপনার সংযুক্তি প্রথমে কোন অনলাইন স্টোরেজে আপলোড করে তারপরে সেটাকে বার্তার সাথে একটি লিঙ্কের মাধ্যমে পরিবর্তন করতে পারেন। বার্তা প্রাপক ওই লিঙ্কে ক্লিক করে সংযুক্তি ডাউনলোড করতে পারবেন। বাড়তি সুবিধা হিসাবে, প্রেরক এবং গ্রাহক উভয়েরই বড় ফাইল দ্রুত স্থানান্তর এবং ডিস্কের জায়গা বাঁচাতে পারবেন।

লক্ষ্য করুন যে, আপনি এছাড়া সাধারণ সংযুক্তি এর ক্ষেত্রেও থান্ডারবার্ড ফাইললিঙ্ক ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি ছোট আকারের ফাইল সরাসরি বার্তার সাথে সংযুক্ত করতে পারেন এবং বড় সংযুক্তির জন্য একই বার্তায় ফাইললিঙ্ক ব্যবহার করতে পারেন।

নিচের নির্দেশাবলী কীভাবে ফাইললিঙ্ক কনফিগার এবং Hightail (তথা YousSendIt) অনলাইন স্টোরেজের সাথে ব্যবহার করবেন তা দেখান হল। পূর্ব থেকেই সমর্থিত এরকম আরেকটি সেবা হচ্ছে Box, কমিউনিটি add-ons এর মাধ্যমে অন্যান্য সেবা প্রদানকারীকে যোগ করেছে যাতে করে hubiC, AjaXplorer, FileSwap.com, এবং ~okeanos এর বর্তমানে অ্যাড-অন আছে।

ফাইললিঙ্ক কনফিগার করার পদ্ধতি

ফাইললিঙ্ক ব্যবহার করতে আপনাকে অবশ্যই কোন অনলাইন স্টোরেজ সেবার একাউন্ট থাকতে হবে অথবা ।

"optionspreferences tb" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই। Attachments বাটনটিতে ক্লিক করুন, তারপরে Outgoing বাটনে ক্লিক করুন। তারপর ড্রপ-ডাউন লিস্ট থেকে আপনার সেবা প্রদানকারী সিলেক্ট করুন। Add বাটনে ক্লিক করুন। তারপরে আপনার অনলাইন স্টোরেজের ব্যবহারকারীর নাম প্রদান করুন, অথবা আপনার বাছাই করা প্রোভাইডারের নতুন একাউন্ট তৈরি করার লিঙ্কে ক্লিক করুন।

FilelinkDialog

যদি আপনি একটি নতুন একাউন্ট তৈরি করতে চান তাহলে একটি ব্রাউজার উইন্ডো আসবে, যেখানে ওই পরিসেবা প্রদানকারীদের নিবন্ধনের পাতা থাকবে। নির্দেশ মেনে একটি একাউন্ট তৈরি করুন। পরিসেবা দানকারীরা আপনাকে একটি নিশ্চিতকরণ বার্তা পাঠাবে। নিশ্চিতকরণ ইমেইল বার্তার সাথে পাঠানো লিঙ্কে ক্লিক করে আপনার একাউন্ট সক্রিয় করুন। অনুরোধ করা হলে উপরে প্রদর্শিত ডায়লগে আপনার ব্যবহারকারীর নাম (আপনার ইমেইল অ্যাড্রেস) প্রদান করুন এবং আপনার পাসওয়ার্ড দিন।

প্রধান কনফিগারেশন ডায়লগে, Offer to share for files larger than... অপশন নির্বাচন করুন এবং ফাইল সাইজ নির্ধারণ করুন (মেগাবাইট হিসাবে), যদি আপনি চান যে প্রতিবার থান্ডারবার্ড আপনাকে ফাইললিঙ্ক ব্যবহার করতে অনুরোধ করুক যখন আপনার সংযুক্তি নির্দিষ্ট আকার অতিক্রম করে।

ফাইললিঙ্ক ব্যবহার

যখন আপনি কোন বার্তার সাথে ফাইল যুক্ত করেন, যার আকার আপনার উপরে প্রদত্ত সীমাকে অতিক্রম করে, থান্ডারবার্ড তখন আপনাকে ফাইললিঙ্ক ব্যবহারের জন্য অনুরোধ করবে।


কোন ফাইলকে ইচ্ছাকৃত ভাবে ফাইললিঙ্ক দ্বারা যুক্ত করতে (থান্ডারবার্ড কে নির্দিষ্ট করা ফাইল সাইজের উপর নির্ভর না করে), আপনি মেসেজ টুলবারের ফাইললিঙ্ক মেনু অপশনে যেতে Attach বাটনের পরের নিচের তীর চিহ্নযুক্ত বাটনে ক্লিক করতে পারেন।

Link বাটনে ক্লিক করুন এবং আপনার অনলাইন স্টোরেজে আপলোড করুন। (অন্যথায় ফাইলকে সাধারন সংযুক্তি হিসেবে পাঠাতে, Ignore বাটনে ক্লিক করুন।)

FileLinkAsk

যখন আপনি Link বাছাই করবেন তখন প্রদর্শিত বার্তাটি পরিবর্তিত হবে

FileLinkLinkingMessage

যখন লিঙ্ক করা শেষ হবে, তখন আপনার পরিসেবা প্রদানকারীর কাছে আপনার সংযুক্তিটি আপলোড হয়ে যাবে। আপনার ই-মেইলটি পরিবর্তিত হয়ে যাবে, নিচে দেখানো ছবির মতো আপনার ই-মেইলের বডিতে একটি ব্লক টেক্সট ও একটি লিঙ্ক যুক্ত হয়ে যাবে।

FileLinkLinked

যখন প্রাপক বার্তাটি পাবে তারা একই রকম তথ্য দেখতে পাবে এবং সংযুক্তি ডাউনলোডের জন্য বার্তার লিঙ্কটিতে ক্লিক করলে তা তাদেরকে ডাউনলোড পেজে নিয়ে যাবে।


ফাইললিঙ্ক নিয়ে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

আপনি যেসকল ফাইল ফাইললিঙ্ক দ্বারা পাঠানো হয় তা মোজিলার সার্ভারে সংরক্ষণ হয়না। প্রতিটি ফাইল স্টোরেজ সেবা প্রদানকারীর নিজস্ব গোপনীয়তার নীতি এবং সেবা প্রদানের শর্তসমূহ আছে। ফাইল স্টোরেজ সেবা প্রদানকারীরা তাদের নীতিমালা পরিবর্তন করেছে যাতে তা ফাইললিঙ্কের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।

প্রশ্নঃ মোজিলা কি জানে ব্যবহারকারি কোন সেবা প্রদানকারীকে গ্রহন করেছে?

উত্তর: না, মোজিলা সেবা প্রদানকারীদের সম্পর্কে জানেনা। সেবা প্রদানকারীদের তথ্য লোকাল মেশিনে থাকে।

প্রশ্নঃ কোন কোন অনলাইন স্টোরেজের সেবা এখন সমর্থিত?

উত্তরঃ থান্ডারবার্ড ১৬ পর্যন্ত, আমরা এখনও পর্যন্ত যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিঃ Box, Ubuntu One এবং Hightail সরাসরি থান্ডারবার্ড মধ্যে তাদের সেবা গ্রহন করতে ও আপনি এড-অন ইনস্টল করে আরো বেশি সেবা প্রদানকারীর সহায়তা পেতে পারেন। যেমন-

  • Dropbox
  • FileSwap.com
  • hubiC
  • DL for Thunderbird সবথেকে ভালো হবে যদি আপনি থার্ড পার্টি সার্ভারের পরিবর্তে নিজের সার্ভার ব্যবহার করেন।
  • শেষ কিন্তু সর্বশেষ নয়, আপনি ফাইলিঙ্ক ব্যবহার করতে WebDAV সার্ভার ব্যবহার করতে পারবেন এই WebDAV for Filelink এড-অন'টির সাহায্যে ।

প্রশ্ন: স্টোরেজ সেবাদানকারীরা কি আমার সংযুক্তি গুলো দেখতে পারবে ?

উত্তরঃ যদি আপনি ফাইল প্রেরণ করার আগে এনক্রিপ্ট না করের, তাহলে স্টোরেজ সেবাদানকারীরা এবং যাদের কাছেই উক্ত লিঙ্কটি থাকবে তারা আপনার ফাইল দেখতে পারবে। ব্যবহারকারীদের তাই নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কোন সেবাদানকারীকে বিশ্বাস করবে। (সেবা প্রদানকারীরা সাধারণত আপনার গোপনীয়তার বিষয়গুলো তাদের পরিষেবার শর্তাবলিতে জানিয়ে দেয়) লক্ষ্য করুন যে প্রমিত সংযুক্তি গুলোর বৈশিষ্ট্য এনক্রিপ্ট করা নয়। যখন আপনি একটি সংযুক্তি "সাধারণ" ভাবে প্রেরণ করেন, তাহলে ফাইলটি আপনার সিস্টেম বা প্রাপকের সিস্টেমের যে কেউ পেতে পারে (যেমন, আপনার ইমেইল সেবা প্রদানকারী)। তবে ফাইললিঙ্ক আপনাকে আরও কিছু বাড়তি নিরাপত্তা যোগ করে স্টোরেজে ফাইলগুলোকে HTTP নামক একটি নিরাপদ প্রোটোকলের মাধ্যমে পাঠিয়ে।

প্রশ্ন: আমার ফাইলটি কতক্ষণ স্টোরেজে সংরক্ষিত থাকবে ?

উত্তর: ফাইলটি আপনার সেবা প্রদানকারীর স্টোরেজে ততক্ষণ থাকবে, যতক্ষণ না আপনি নিজে সেটা ডিলেট করে দেন। আপনার ফাইলগুলো দেখতে ও মুছে দিতে সেবা প্রদানকারীর ওয়েবসাইটে লগিন করুন।

প্রশ্নঃ আপনারা কি "ক" অথবা "খ" এর সেবা সমর্থন করবেন?

উত্তরঃ আমরা SpiderOak সমর্থন করতে ইচ্ছুক। তাছাড়াও আমাদের আছে "Up-for-grabs" প্রোজেক্ট, যদি কেউ অধিক সেবা বা প্রোটোকলের জন্য সমর্থন যোগ করতে চান। ডেভেলপার ডকুমেন্টেশনের জন্য FileLink এর বৈশিষ্ট্য এখানে পাওয়া যাবে: https://developer.mozilla.org/en/Thun.../Filelink_Providers

প্রশ্নঃ আমার স্বতন্ত্র পক্ষের সাথে ফাইল সংরক্ষণের ধারণা পছন্দ করি না। নিয়মিত সংযুক্তি তারপরেও কাজ করবে কি?

উত্তরঃ নিয়মিত ইমেইল সংযুক্তি এখনো অনুরূপ কাজ করে। আমরা শুধুমাত্র আপনাদের বড় ফাইল আপলোড করার সক্ষমতা প্রদান করেছি, যদি আপনি চান। থান্ডারবার্ডে ডিফল্ট ভাবে ১ এমবি ফাইল কে বড় ধরা হয়, তবে এটা থান্ডারবার্ড এর সেটিংস থেকে পরিবর্তন করা যায়। ("optionspreferences tb" টেম্পলেটটি হয় উপলব্ধ নয় না হয় কোনো অনুমোদিত সংস্করণ নেই।) এছাড়াও আপলোড করার বার্তাটি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করা যাবে।