Firefox OS ব্লুটুথ চালু করে ফাইন অাদান প্রদান করা

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 88455
  • নির্মিত:
  • রচয়িতা: Rashik Ishrak Nahian
  • মন্তব্য: Product/Brand এর নাম ইংলিশে করা হয়েছে
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

ব্লুটুথ হল স্বল্প দুরত্বে তথ্য আদান-প্রদানের জন্য একটি তারবিহীন যোগাযোগ ব্যবস্থা । এই নিবন্ধের মাধ্যমে কীভাবে আপনার Firefox OS ডিভাইসে এটি চালু করে সহজে ফাইল শেয়ার করা যায়, তা জানতে পারবেন ।

Bluetooth চালু করা

  1. আপনার ডিভাইসে সেটিংস অ্যাপটি চালু করুন ।
  2. Network & Connectivity শাখার নিচ থেকে Bluetooth সিলেক্ট করুন ।
  3. Bluetooth বাটন স্পর্শ করে Bluetooth চালু করুন ।
    Bluetooth on
টিপস : যেকোন স্ক্রিন থেকে Bluetooth চালু করতে নোটিফিকেশন স্ক্রিন নামিয়ে সেটিংস ট্রে থেকে Bluetooth আইকন ট্যাপ করুন ।

আপনার ডিভাইসের নাম পরিবর্তন করুন

অন্য ডিভাইসে দেখা যাওয়ার জন্য আপনি আপনার ডিভাইসের একটি নাম দিতে পারেন ।

  1. Bluetooth সেটিংস স্ক্রিন থেকে Rename my device ট্যাপ করুন ।
  2. নতুন নাম লিখে OK ট্যাপ করুন ।
    • Visible to all এর নিচে নতুন নামটি দেখা যাবে ।

Bluetooth ডিভাইস জোড় করা

  1. যে ডিভাইসটি আপনার Firefox OS ডিভাইসের সাথে জোড় করাতে চান, তাকে অন্য ডিভাইসে দৃশ্যমান করুন ।
  2. আপনার Firefox OS ডিভাইসের Bluetooth সেটিংস স্ক্রিন থেকে Devices in the area শাখার নিচ থেকে অন্য ডিভাইসের নামটি নির্বাচন করুন ।
    Tap to connect
    • তালিকায় আপনার কাঙ্খিত ডিভাইসের নাম না থাকলে Search for devices ক্লিক করে খুঁজতে পারেন ।
  3. উভয় ডিভাইসে প্রদর্শিত পিন একই কিনা নিশ্চিত করুন এবং Pair ট্যাপ করুন ।
দ্রষ্টব্য: ফায়ারফক্স ওএস ১.১ এ অন্য ডিভাইসের সাথে জোড় করার আগে Visible to all চালু কিনা নিশ্চিত হয়ে নিন ।

Bluetooth এ ফাইল আদান প্রদান

নোট: এই সুবিধাটি ফায়ারফক্স ওএস এর ১.১ এবং নতুন সংস্করণে পাওয়া যাবে। Firefox OS এর কোন সংস্করণটি ব্যাবহার করছেন তা আপনি জানেন না? এখানে দেখুন কিভাবে খুজতে হয়।

অন্য ডিভাইসে ফাইল পাঠানো

  1. আপনার Firefox OS ডিভাইস অন্য ডিভাইসটির সাথে জোড় আছে কিনা নিশ্চিত হয়ে নিন ।
  2. যে ছবি বা ভিডিও পাঠাতে চান, তা খুঁজে বের করুন ।
  3. স্ক্রিনের নিচ থেকে Share ট্যাপ করে Bluetooth Transfer বাটনটি নির্বাচন করুন ।
    Share button
  4. যে জোড়কৃত ডিভাইসে পাঠাতে চান, তা চিহ্নিত করে OK ট্যাপ করুন ।
  5. অন্য ডিভাইস থেকে ফাইলটি গ্রহন করুন ।
  6. প্রেরণ সম্পন্ন হলে একটি File sent বার্তা পাবেন ।
    File sent
একাধিক ফাইল পাঠাতে চান ? প্রথমটির প্রেরণ সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষার দরকার নেই । উপরের ধাপগুলো অনুসরণ করে ট্রান্সফার তালিকায় ফাইল যোগ করুন । তালিকার ক্রমানুসারে Firefox OS ফাইলগুলো পাঠাবে ।

ফাইল গ্রহণ

  1. Bluetooth সেটিংস থেকে আপনার ফায়ারফক্স ওএস ডিভাইস Visible to all কিনা দেখে নিন ।
    Visible to all
  2. অন্য ডিভাইস থেকে Bluetooth এ ফাইলটি পাঠান ।
  3. আপনার Firefox OS ডিভাইসের উপরে আসা Receive file? বার্তাটি ত্যাপ করুন ।
    Receive file
  4. লাল রঙের Transfer ক্লিক করে ফাইল গ্রহণ শুরু করুন ।
    • ট্রান্সফার সম্পন্ন হলে একটি File received বার্তা পাবেন ।
    File received