হারিয়ে যাওয়া ফোন বা ট্যাবলেটে ফায়ারফক্স সিংক্রোনাইজ বন্ধ করা

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 68113
  • নির্মিত:
  • রচয়িতা: Ashickur Rahman
  • মন্তব্য: typo fixed
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

তো আপনি দুঃখজনকভাবে আপনার ডিভাইসটি হারিয়ে ফেলেছেন এবং আপনি আপনার সব ইউজারনেম ও পাসওয়ার্ড পেতে ফায়ারফক্স সিঙ্ক ব্যবহার করতেন । এখন এই নিবন্ধের মাধ্যমে আমরা আপনাকে বলব, কীভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া ডিভাইসের কারণে ঝুঁকিতে থাকা পাসওয়ার্ডগুলোকে অবৈধ অনুপ্রবেশ থেকে বাঁচাবেন ।

প্রথমেই, একটি সিংক্রোনাইজ করা কম্পিউটার থেকে সিঙ্ক পাসওয়ার্ডটি পরিবর্তন করুন

এই ধাপটি আপনার হারানো ডিভাইসকে সিঙ্ক সার্ভারে ঢুকতে এবং পরবর্তী ধাপে তৈরিকৃত সকল নতুন পাসওয়ার্ড পেতে বাধা দিবে ।

  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. বাম পাশের SyncFirefox Accountএ ক্লিক করুন।
  3. SyncFirefox Account প্যানেলে, ম্যানেজ অ্যাকাউন্ট এ ক্লিক করুন।
  1. অাপনার Firefox অ্যাকাউন্ট পেজে, Change… বাটনে ক্লিক করুন পার্সওয়ার্ড পাল্টাতে।
  2. অাপনার পুরাতন এবং নতুন পাসওয়ার্ড দিন এবং Change বাটনে ক্লিক করুন শেষ করতে।
  3. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।
  1. মেনু বাটনে New Fx MenuFx57Menu ক্লিক করে OptionsPreferences নির্বাচন করুন।
  2. সিঙ্ক প্যানেলে যান এবং মেনু সম্প্রসারণ করতে Manage Account এর পরে থাকা ঠিক চিহ্ন তে ক্লিক করুন।
  3. Change Password ক্লিক করুন। Change Your Password উইন্ডো আসবে।
  4. নতুন পাসওয়ার্ড দিন Change Password ক্লিক করুন।
  5. 'about:preferences পাতাটি বন্ধ করুন। যে কোন পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।

এরপর, একটি সিংক্রোনাইজ করা কম্পিউটার থেকে আপনার সকল একাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলুন

আপনার অন্য একাউন্টের পাসওয়ার্ড পাল্টানোর আগে সিঙ্ক পাসওয়ার্ড পাল্টানো গুরুত্বপূর্ণ, যাতে করে আপনার হারিয়ে যাওয়া ডিভাইসে নতুন পাসওয়ার্ডগুলো সিঙ্ক্রোনাইজড না হয় ।

এই ধাপটি সময়সাপেক্ষ হলেও গুরুত্বপূর্ণ । আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ডের মত পাসওয়ার্ডগুলো পরিবর্তন না করে থাকেন, আপনার হারিয়ে যাওয়া ডিভাইসের মাধ্যমে এরপরও সেগুলোতে লগইন করা যেতে পারে ।

সহজেই নিরাপদ পাসওয়ার্ড তৈরির জন্য আপনার পরিচয় নিরাপদ রাখতে সাবধানী পাসওয়ার্ড তৈরি করুন

আপনার হারিয়ে যাওয়া ডিভাইসের ফায়ারফক্সে যদি আপনি মাস্টার পাসওয়ার্ড দিয়ে থাকেন এবং ডিভাইস হারানোর সময় ফায়ারফক্স যদি ওপেন করা না থাকে, তাহলে আপনার কিছুই করার দরকার নেই ।