Firefox OS এ স্ক্রিনের উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 87489
  • নির্মিত:
  • রচয়িতা: Ashiqur Rahman Amit
  • মন্তব্য: রিভিউ করা হল
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: amit3333
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? হ্যাঁ
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

আমি কিভাবে স্ক্রিনের উজ্জ্বলতা স্বয়ংক্রিয় ভাবে কিংবা নিজ থেকে নিয়ন্ত্রণ করব?

Settings অ্যাপ্লিকেশন এর Display ফাংশন ব্যবহার করে স্ক্রিনের উজ্জ্বলতার সামঞ্জস্য করা যায়।

  1. Settings 1.3Settings 1.4Settings- 2.0 (small) আইকনটি ট্যাপ করুন এবং Display নির্বাচন করুন।
    Display List Item
  2. আপনি যদি আপনার ডিভাইসের স্ক্রীনের উজ্জ্বলতা স্বয়ংক্রীয়ভাবে পরিবর্তিত হোক চান তবে "Adjust Automatically" বাটনটিতে নির্বাচন চিহ্ন দিন।
  3. নিজে নিজে উজ্জ্বলতা নিয়ন্ত্রন করার জন্য, "Adjust Automatically" এর পাশে থাকা চিহ্নটি উঠিয়ে দিন এবং স্লাইডটি ব্যবহার করে উজ্জ্বলতা বৃদ্ধি ও হ্রাস করুন।
    brightness 2.0
  4. কাজ শেষ হয়ে গেলে পেছন বাটনটি চেপে ফিরে আসুন।