Firefox OS এ স্ক্রিনের উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 75625
  • নির্মিত:
  • রচয়িতা: Tapu Afrad
  • মন্তব্য: Full
  • পর্যালোচনা অবস্থা: হ্যাঁ
  • পর্যালোচনা অবস্থা:
  • পর্যালোচনা করেছেন: ashickurnoor
  • Is approved? হ্যাঁ
  • বর্তমান সংস্করণ? না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

আমি কিভাবে স্ক্রিনের উজ্জ্বলতা স্বয়ংক্রিয় ভাবে কিংবা নিজ থেকে নিয়ন্ত্রণ করব?

Settings অ্যাপ্লিকেশন এর Display ফাংশন ব্যবহার করে স্ক্রিনের উজ্জ্বলতার সামঞ্জস্য করা যায়।

  1. the Settings app আইকনটি ট্যাপ করুন এবং Display নির্বাচন করুন।
    (Screenshot)
    ওয়ালপেপার, স্ক্রিন টাইমআউট ও উজ্জ্বলতা নিয়ন্ত্রন অপশনটি দেখা যাবে।
  2. ব্রাইটনেস স্লাইডারটি ব্যবহার করতে Adjust Automatically রেডিও বাটনটি ট্যাপ করুন। নতুন পরিবর্তনের সাথে সমন্বয় রেখে স্ক্রীনের উজ্জ্বলতা পরিবর্তিত হবে।
পরামর্শ: শক্তি সাশ্রয়ের জন্য Firefox OS এর উজ্জ্বলতা ঠিক করতে Adjust Automatically চালু করে রাখতে পারেন।