Firefox OS এর ব্রাউজিং ইতিহাস, কুকিজ এবং সংরক্ষিত তথ্য মুছে ফেলুন।

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

অাপনি ব্রাউজ করার সময় ব্রাউজার পরবর্তিতে সহায়তার উদ্দেশ্যে আপনার দেখা সাইটগুলোর কিছু তথ্য সংরক্ষণ করে রাখে।

এই নিবন্ধে কিভাবে ব্রাউজিং ইতিহাস, কুকি ও সংরক্ষিত তথ্য মুছে ফেলতে হয় তা বর্ণনা করা হয়েছে।

ইতিহাস মুছে ফেলুন

আপনার দেখা সাইটগুলো Firefox এর ইতিহাস থেকে মুছে ফেলতে এই বৈশিষ্ট্যটি ব্যবহার করুন।

  1. Firefox ব্রাউজার চালু করুন।
  2. URL বারের পাশের ট্যাবটি ট্যাপ করুন।
    browser-tab
  3. গিয়ার আইকনটি gear iconfxos gear ট্যাপ করুন।
  4. Clear browsing history বাটন ট্যাপ করুন এবং OK ট্যাপ করে নিশ্চিত করুন।

কুকি ও সংরক্ষিত তথ্য মুছুন

কোন ওয়েবসাইটে আপনার ভ্রমণ সম্পর্কিত তথ্য এবং একটি নির্দিষ্ট সাইটে আপনি কাজের সুবিধার্থে যেসব পরিবর্তন এনেছেন, এই বৈশিষ্ট্যটি সেই তথ্য মুছে ফেলে।

  1. Firefox ব্রাউজার চালু করুন।
  2. URl বারের পাশের ট্যাবটি ট্যাপ করুন।
    browser-tab
  3. গিয়ার আইকনটি gear iconfxos gear ট্যাপ করুন।
  4. Clear cookies and stored data বাটন ট্যাপ করুন এবং OK ট্যাপ করে নিশ্চিত করুন।

ইতিহাস মুছে ফেলুন

আপনার দেখা সাইটগুলো Firefox এর ইতিহাস থেকে মুছে ফেলতে এই বৈশিষ্ট্যটি ব্যবহার করুন।

  1. হোম স্ক্রীন থেকে সেটিং আইকনে ট্যাপ করুন।
  2. নিচে স্ক্রল করে "Browsing Privacy" তে ট্যাপ করুন।
  3. Clear browsing history এই বাটনে ট্যাপ করুন।
  4. এই বাটনে Clear ট্যাপ করে নিশ্চিত করুন।

কুকি ও সংরক্ষিত তথ্য মুছুন

কোন ওয়েবসাইটে আপনার ভ্রমণ সম্পর্কিত তথ্য এবং একটি নির্দিষ্ট সাইটে আপনি কাজের সুবিধার্থে যেসব পরিবর্তন এনেছেন, এই বৈশিষ্ট্যটি সেই তথ্য মুছে ফেলে।

  1. হোম স্ক্রীন থেকে সেটিং আইকনে ট্যাপ করুন।
  2. নিচে স্ক্রল করে "Browsing Privacy" তে ট্যাপ করুন।
  3. Clear cookies and stored data বাটনে ট্যাপ করুন।
  4. এই বাটনে Clear ট্যাপ করে নিশ্চিত করুন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন