ফায়ারফক্স মোবাইলের পূর্বনির্ধারিত ভাষা পরিবর্তন করুন

সংস্করণের তথ্য
  • সংস্করণ id: 66075
  • নির্মিত:
  • রচয়িতা: Ashiqur Rahman Amit
  • মন্তব্য: শিরোনাম পরিবর্তন
  • পর্যালোচনা অবস্থা: না
  • অনুবাদের জন্য তৈরি: না
সংস্করণের উৎস
সংস্করণের বিষয়বস্তু

প্রথমবার যখন ফায়ারফক্স চালু হয়, এটি আপনার মোবাইলে সেট করা ভাষাটি লোড করে। এই নিবন্ধটি কিভাবে ফায়ারফক্সে ব্যবহৃত ভাষা পরিবর্তন করতে হয় তা দেখাবে।

নোট: এটি আপনার সর্বশেষ সংস্করণের ফায়ারফক্স এর জন্য প্রযোজ্য যা mozilla.org/m থেকে ডাউনলোড করা যাবে।

ভাষা পরিবর্তন করুন

  1. বাম দিকে সরিয়ে এই Gearবোতাম চাপুন। প্রিফারেন্স স্ক্রীন সামনে আসবে।
  2. ভাষার তালিকা দেখতে এই Auto-detectবোতামটি চাপুন।

    language setting

  3. আপনার কাঙ্খিত ভাষাটির পাশের রেডিও বোতামটি চাপুন।

    language list

  4. এই Restart বোতামটি চাপুন যাতে করে নতুন ভাষাটি বিবেচনায় নেয়া হয়।

    language restart

এনড্রয়েডের জন্য ফায়ারফক্স বর্তমানে এই সুবিধা সমর্থন করেনা। কিন্তু এটা নিয়ে কাজ চলছে।

  1. আপনার এনড্রয়েডের ফোনের ভাষা পরিবর্তন করুন এভাবে Settings > Language and keyboard > Select language.
  2. আপনার ফোন রিস্টার্ট করুন এবং Firefox for Android , Google Play থেকে ডাউনলোড করুন।
  3. আপনি এখন আপনার ব্রাউজারে আপনার পছন্দের ভাষাটি দেখতে পাবেন। আগের সমর্থনকৃত ভাষাগুলোর পাশাপাশি, ফায়ারফক্স ১৪ কোরিয়ান ভাষাও সমর্থন করে।