ওয়েবপেজ অ্যান্ড্রয়েড এর জন্য ফায়ারফক্স এ ঠিকমত দেখাচ্ছে না

কিছু ওয়েবসাইট শুধুমাত্র ওয়েবকিট এর জন্য লেখা হয়, যেটা Safari অার Chrome এর মোবাইল সাইট এর লেয়াউট ইঞ্জিন। এই সাইটগুলো অন্য ব্রাউজারে ঠিকমত নাও দেখাতে পারে, যেমন Firefox, Opera ও Internet Explorer. আপনি এমন সমস্যা দেখলে, ফায়ারফক্স ব্যবহার করে ডেক্সটপ সাইট দেখতে পারেন:

  1. যে পেজ দেখতে চান সেটা Firefox এ চালু করুন ।
  2. মেনু বাটন চাপুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) আর এটা চাপুন Request Desktop Site.

আপনি যেকোনো সময়ে মোবাইল ভিউ তে ফিরে আসতে পারেন আবার এটা Request Desktop Site চেপে.

Advanced users:আমাদের সামনের Firefox এর ভার্সনের ওয়েব সাদৃশ্যতা বাড়াতে এটা Firefox Nightly for Android ব্যবহার করে সমস্যা জানান:এটা চাপুন Report Site Issue ফায়ারফক্স এর Nightly menu.

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন