কন্ট্রোলসমূহ, অপশনসমূহ এবং অ্যাড-অনসমূহ কাস্টমাইজ করুন

Firefox কে আপনার নিজের বানান আপনি যে বৈশিষ্ট্য চান তা যোগ করে ও তাকে পরিচালনা করে।

Firefox কে আপনার পূর্বনির্ধারিত ব্রাউজার বানান

আপনার কম্পিউটারে থাকা ওয়েবলিঙ্কসমূহ কে কীভাবে স্বয়ংক্রিয় ভাবে চালু করতে Firefox কে ডিফল্ট ব্রাউজার হিসাবে নির্ধারণ করবেন সেটা দেখানো হয়ছে এই নিবন্ধে।

প্যারেন্টাল কন্ট্রোল যুক্ত ওয়েবসাইট ব্লক এবং আনব্লক

এই নিবন্ধটি শিশুদের জন্য আপত্তিকর বা অনুপযুক্ত হতে পারে এমন ওয়েব সাইট ব্লক বা ওয়েব সাইট কন্টেন্ট ফিল্টার কিভাবে করতে হয় সেটি ব্যাখ্যা করে।

Firefox এ HTML5 ভিডিও ও অডিও দেখা

কোন ধরনের প্লাগইন ছাড়াই আপনি ওয়েবপেজে কয়েক ধরনের ভিডিও ও অডিও চালাতে পারবেন। কোন কোন মিডিয়া ফরমেট চালাতে পারবেন এবং কিভাবে এগুলো চালু ও সংরক্ষণ করবেন তা এই নিবন্ধে বর্ণনা করা হয়েছে।

Page info উইন্ডো - যে পেজে আছেন তার কারিগরী ডিটেলস দেখুন

পেজের তথ্য উইন্ডো আপনি যে পেজে আছেন তার বিস্তারিত তথ্য দেয় যেমনঃ নিরাপত্তা, সার্টিফিকেট, ব্যবহার করা মিডিয়া ফাইল, অনুমতি দেয়া এবং সংশ্লিষ্ট ওয়েব ফিড।

ইংরাজীতে

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন