Whatsapp Firefox OS এ পাওয়া যাচ্ছে না- Facebook Messages অথবা LINE দিয়ে চ্যাট করুন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

Firefox OS এর জন্য WhatsApp সরাসরি ইনস্টল করা যায় না, কিন্তু ConnectA2 এর মত কিছু ভালো বিকল্প আছে। আপনি আরও চ্যাট সুবিধা যেমন Facebook messages অথবা LINE নিয়ে জানতে পারবেন।

দ্রষ্টব্য: ফায়ারফক্স মার্কেটপ্লেসে তৃতীয় পক্ষের দ্বারা তৈরী কিছু আপ্লিকেশন থাকতে পারে যেগুলো দ্বারা WhatsApp এর সাথে যোগাযোগ করা যায়।

WhatsApp ক্লায়েন্ট: ConnectA2

ConnectA2 একটি WhatsApp ক্লায়েন্ট যা আপনাকে WhatsApp এর প্রোটকল ব্যবহার করে রার্তা, ছবি এবং ভিডিও পাঠাতে এবং গ্রহণ করতে দেয়।

  1. Firefox Marketplace থেকে ConnectA2 ইনস্টল করুন।
  2. ConnectA2 চালু করুন এবং আপনার নাম, দেশ এবং ফোন নাম্বার দিন। WhatsApp NET Experimental এ টিক দিন এবং পরবর্তি পর্দায় যান।
  3. নিশ্চিৎকরণ নাম্বারসহ একটি বার্তা পাবেন। ConnectA2 এ নাম্বারটি দিন।
  4. আপনি সব পদক্ষেপ শেষ করলে এবং আপনার একাউন্ট তৈরি করা শেষ হলে আপনি চ্যার করার জন্য প্রস্তুত।
ConnectA2 একটি তৃতীয় পক্ষের অ্যাপ এবং WhatsApp এর সাথে এর কোন সম্পর্ক নেই। ConnectA2 এখনও শুরুর দিকে আছে। আপনি যদি এই অ্যাপ নিয়ে সমস্যায় পরেন, অনুগ্রহ করে ConnectA2 ডেভলপারদের সাথে যোগাযোগ করুন।

Facebook Messages

ফেসবুকে পরিচিত এমন কাউকে অতি সহজেই বার্তা পাঠান।

  1. আপনি যদি ইতিমধ্যেই ফেসবুক অ্যাপটি ডাউনলোড না করে থাকেন, তাহলে ফেসবুক - ফায়ারফক্স মার্কেটপ্লেস হতে ফেসবুক অ্যাপটি ডাউনলোড করুন।
  2. ফেসবুক অ্যাপটি খুলুন, মেসেজ আইকনটিতে ট্যাপ করুন এবং new chat বাটনটি নির্বাচন করুন।
    New FB Message
  3. আপনি যে ব্যাক্তির সাথে চ্যাট করতে চান তার নাম লেখা শুরু করুন এবং আপনার বন্ধুদের একটি তালিকা দেখা যাবে। আপনি যার সাথে চ্যাট করতে চান তার নাম যখন দেখা যাবে, তখন সেই নামের উপর ট্যাপ করুন।
    Select a friend
    • সেই চ্যাটটিতে অন্য কোন ব্যাক্তিকে যোগ করতে হলে, নামের পাশের ডানদিকে ট্যাপ করুন এবং যে বন্ধুটিকে যোগ করতে চান তার নাম লিখুন। এরপর তার নাম চলে আসলে তার উপর ট্যাপ করুণ।Add a friend
  4. এখন থেকে আপনি চ্যাট করা শুরু করতে পারেন। আপনার মেসেজ লেখার পর Send চাপতে ভুলবেননা কিন্তু।

LINE Messaging

সারাবিশ্বের বন্ধুদের সাথে চ্যাট করুন ও ছবি ভাগাভাগি করুন।

  1. Marketplace পরিদর্শন করে আপনার Firefox OS ফোনে LINE ইন্সটল করুন।
  2. LINE অ্যাপটি চালু করুন। স্ক্রীনে দেওয়া নির্দেশনা অনুযায়ী রেজিস্টার করুন অথবা ইতিমধ্যেই রেজিস্টার করে থাকলে লগ ইন করুন।
  3. লগ ইন করার পর, আপনি আপনার ফোন হতে আপনার বন্ধুদের পরিচিতি স্বয়ংক্রিয়ভাবে LINE এ নিয়ে আসতে নির্বাচন করতে পারেন। আইডি দিয়ে এক সময়ে এক জন বন্ধু যোগ করতে হলে, এর পরের স্ক্রিনে যান, মেনুর উপরে থাকা Friends আইকনে টাচ করুন এবং Add Friends এ ক্লিক করুন।
    add friends line
  4. আপনার বন্ধু যোগ করার পর, আপনি চ্যাট করার জন্য সম্পুর্নভাবে তৈরী! উপরের মেনুতে থাকা চ্যাট বেলুনে ট্যাপ করুন এবং New Chat নির্বাচন করুন।
    start chat line
  5. আপনি যে বন্ধুর সাথে চ্যাট করতে চান তা নির্বাচন করুন এবং মেসেজ উইন্ডো খুলতে Chat এ স্পর্শ করুন।
    group chat line
  6. যদি শব্দ আপনার কথা শেষ না হয়, তাহলে আপনি আপনাকে ছবি দ্বারা প্রকাশ করতে পারেন।সেই চ্যাটের আরও উইন্ডো অপশন পেতে, চ্যাট উইন্ডো এর উপরের দিকে থাকা তীর চিহ্নে স্পর্শ করুন। এই অপশন হতে, আপনি ছবি পাঠাতে পারবেন, নোটিফিকেশন চালু করতে পারবেন অথবা কন ব্যাক্তিকে ব্লক করতে পারবেন।
    more chat options line
পরামর্শ:আপনার প্রিয় বন্ধুদের নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরী করুন। এর ফলে আপনার কন্টাক্ট লিস্ট থেকে অতি সহজেই আপনি গ্রুপ চ্যাটে যোগ দিতে পারবেন।


 

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন