ওয়েব,বুকমার্কস ও অন্যান্য কিছুর জন্য অসাম স্ক্রীন ব্যবহার করুন

অসাম স্ক্রীন আপনাকে আপনার পছন্দের সাইট, ব্রাউজিং ইতিহাস ও বুকমার্ক দেখার সুযোগ দিচ্ছে। সেই সাথে একই জায়গা থেকে আপনি ওয়েবে কোন কিছু খুঁজে দেখতে পারছেন। অসাম স্ক্রীনের সুবিধা ও কি করে নিজের পছন্দ মত এটি সাজানো যায় সে সম্পর্কে জানুন।

অসাম স্ক্রীন কিভাবে কাজ করে

অসাম স্ক্রীনে কিছু প্যানেল করা আছে যেখানে আপনি Top Sites ( সবচেয়ে বেশিবার পরিদর্শন করা সাইট), Bookmarks এবং History ( পূর্বে আপনি যেসকল সিয়াট পরিদর্শন করেছেন) দেখতে পাবেন।

আপনার পছন্দের সাইটে প্রবেশ

শুধুমাত্র ফায়ারফক্স চালু করার মধ্যে দিয়ে আপনি পেয়ে যাবেন আপনার সবচেয়ে বেশিবার পরিদর্শন করা সাইট এর তালিকা। এই তালিকা আপনার পছন্দ অনুযায়ী পরিবর্তন হয়ে থাকে।

Top Sites 25

আপনি যদি এইখানে কোন কিছু সব সময় দেখতে চান তবে সেটিকে পিন করে রাখতে পারেন।

  • প্রথমে একটি সাইট ট্যাপ করুন ও ধরে রাখুন এবং তারপর Pin Site নির্বাচন করুন। উপরের ডানদিকে কোনায় একটি চিহ্ন দ্বারা বোঝা যাবে যে আপনের পছন্দের সাইটটি পিন করা হয়েছে।
    Pinned site 25

ফায়ারফক্স চালু করার সাথে সাথে আপনার আঙ্গুলের ডানদিকে পেয়ে যাবেন আপনার সবচেয়ে বেশিবার পরিদর্শন করা সাইট এর তালিকা। এই তালিকা আপনার পছন্দ অনুযায়ী পরিবর্তন হয়ে থাকে।

Top Sites 26

আপনি যদি এইখানে কোন কিছু সব সময় দেখতে চান তবে সেটিকে পিন করে রাখতে পারেন।

  • প্রথমে একটি সাইট ট্যাপ করুন ও ধরে রাখুন এবং তারপর Pin Site নির্বাচন করুন। সাইটের নামের পরে আপনি একটা পুশ-পিন দেখতে পাবেন।
    Pinned site 26
আপনার পছন্দের সাইটের তালিকা দেখতে চান না? আপনার পছন্দের সাইটের তালিকা বাদেও আপনি বুকমার্ক, পড়ার তালিকা কিংবা ব্রাউজিং ইতিহাস দেখতে পাবেন। আরো তথ্যের জন্য দেখুন আপনার প্যানেল কাস্টমাইজ করুনপুনরায় ঠিক করুন, লুকান অথবা একটি প্যানেল সেট করুন

এক জায়গা থেকে ওয়েবে কোন কিছু খুঁজুন সেই সাথে আপনার বুকমার্কস ও ব্রাউজিং ইতিহাস দেখুন

অসাম স্ক্রীন নামকরনের মূল কারন হচ্ছে এক জায়গা থেকে আপনি অনেক কিছু খুঁজে পেতে পারেন।

  • অ্যাড্রেস বারটি ট্যাপ করুন অথবা দেখুন নতুন ট্যাব খুলুন এবং টাইপিং শুরু করুন। আপনি ওয়েবে খোজার সাথে সাথে আপনার বুকমার্ক করা সাইট এবং আপনার পূর্বে পরিদর্শন করা সাইট দেখতে পাবেন। শুধু আপনি যে জিনিসটা চান সেটি ট্যাপ করুন, আপনি পেয়ে যাবেন।
    Awesome search 26

অবশ্য আপনি বুকমার্ক ও ব্রাউজিং ইতিহাসে স্ক্রল করেও কাজটি করতে পারবেন।

  • অ্যাড্রেস বারটি ট্যাপ করুন অথবা দেখুন নতুন ট্যাব খুলুন এবং টাইপিং এর পরিবর্তে বুকমার্ক ও ব্রাউজিং ইতিহাস বার নির্বাচন করুন।
    Awesome browse 25
  • টপ সাইট স্ক্রীন থেকে ব্রাউজিং ইতিহাস কিংবা বুকমার্ক নির্বাচন করুন অথবা দেখুন নতুন ট্যাব.
    Awesome browse 26
পরামর্শ: আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ডেস্কটপের বুকমার্ক, ব্রাউজিং ইতিহাস এবং আরো কিছু খুব সহজেই পেতে পারেন। সেজন্য ফায়ারফক্স সিংক সেটিং নিবন্ধটি।
দেখুন।

অসাম স্ক্রীন কে প্রয়োজন অনুসারে পরিবর্তন করুন

প্যানেল পরিবর্তন করুন

কি করে একটি পূর্ব নির্ধারিত প্যানেল সেট করা যায় কিংবা যে প্যানেলটি দরকার নেই সেটি সরিয়ে ফেলা যায় তা শিখুন

  1. Menu বাটনটি ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , তারপর Settings বাটনটি ট্যাপ করুন। (কোন কোন ফোনে More বাটনটি প্রথমে ট্যাপ করা লাগতে পারে)।
    android setting
  2. Customize বাটনটি ট্যাপ করুন এবং তারপর Home বাটন টি ট্যাপ করুন।
  3. Home মেন্যু থেকে History, Top Sites, Bookmarks, or Reading List এর মধ্যে একটি প্যানেল ট্যাপ করুন।
  4. প্রথম বার অ্যান্ড্রয়েডে ফায়ারফক্স চালুর সময় যে প্যানেল টি দেখেছেন তা দেখার জন্য Set as default নির্বাচন করুন অথবা Hide i নির্বাচন করুন যদি আপনি এইটা দেখতে না চান। যদি একটি প্যানেল ইতিমধ্যে লুকানো থাকে তবে এটি দৃশ্যমান করার জন্য Show নির্বাচন করুন।

একটি পূর্বনির্ধারিত প্যানেল নতুন করে সাজান, লুকিয়ে ফেলুন কিংবা সেট করুন

আপনি চাইলে ফায়ারফক্স চালু হওয়ার সাথে সাথে কোন প্যানেলটি আসবে তা নির্বাচন করতে পারেন। আপনি প্যানেল পুনরায় সাজাতে পারেন এবং যেটা দেখতে চান না সেটা লুকিয়ে ফেলতে পারেন।

  1. Menu বাটনটি ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , তারপর Settings বাটনটি ট্যাপ করুন। (কোন কোন ফোনে More বাটনটি প্রথমে ট্যাপ করা লাগতে পারে)।
    android setting
  2. Tap Customize, and then Home.
  3. Customize বাটনটি ট্যাপ করুন এবং তারপর Home বাটন টি ট্যাপ করুন।
  4. এই অপশন সমূহ দেখার জন্য Home মেন্যু থেকে History, Top Sites, Bookmarks, or Reading List এর মধ্যে একটি প্যানেল ট্যাপ করুন:
    • Set as default: Set as default মেন্যুটি নির্বাচন করুন যদি আপনি অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্স চালু করার সাথে সাথে এই প্যানেল টি প্রথমে দেখতে চান।
    • Hide or Show: Hide মেন্যুটি ট্যাপ করুন যদি আপনি কোন প্যানেল দেখতে না চান। যদি একটি প্যানেল ইতিমধ্যে লুকানো থাকে তবে তা দেখার জন্য Show মেন্যুটি নির্বাচন করুন।
    • Change order: Tap Change Order মেন্যুটি ট্যাপ করুন তারপর হোম স্ক্রীনে প্যানেল পুনরায় সাজানোর জন্য Move Up মেন্যুটি অথবা Move Down মেন্যুটি ট্যাপ করুন। যেইভাবে আপনি প্যানেল সাজিয়েছেন হোম স্ক্রীনে সেইভাবে প্যানেল দেখতে পাবেন।

অনুসন্ধান পরামর্শ চালু করুন

আপনার অনুসন্ধান করা শব্দের সাথে গুগল পরামর্শ দেখার জন্য অনুসন্ধান পরামর্শ চালু করুন।

  • Menu বাটনটি ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , তারপর Settings মেন্যুটি ট্যাপ করুন (কোন কোন ফোনে More বাটনটি প্রথমে ট্যাপ করা লাগতে পারে) এবং Show search suggestions অপশনটিতে টিক দিন।
  • Menu বাটনটি ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , তারপর Settings মেন্যুটি ট্যাপ করুন (কোন কোন ফোনে More বাটনটি প্রথমে ট্যাপ করা লাগতে পারে), এরপর Customizeমেন্যুটি। পরিশেষে Show search suggestions অপশনটিতে টিক দিন।
    • Menu বাটনটি ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , তারপর Settings মেন্যুটি ট্যাপ করুন (কোন কোন ফোনে More বাটনটি প্রথমে ট্যাপ করা লাগতে পারে), এরপর Customize মেন্যুটি, এরপর Search settingsমেন্যুটি । . পরিশেষে Show search suggestions অপশনটিতে টিক দিন।
  • Menu বাটনটি ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , তারপর Settings মেন্যুটি ট্যাপ করুন (কোন কোন ফোনে More বাটনটি প্রথমে ট্যাপ করা লাগতে পারে), এরপর Customize মেন্যুটি, এরপর Search মেন্যুটি। পরিশেষে Show search suggestions অপশনটিতে টিক দিন।

অনুসন্ধান ইঞ্জিন যুক্ত করুন এবং পূর্ব নির্ধারিত একটি নির্বাচন করুন

আপনি কি ইউটিউব হতে প্রাপ্ত ফলাফল আপনার অনুসন্ধানে যুক্ত করতে চান কিংবা যুক্ত করতে চান DuckDuckGo এর টা? কোন সমস্য নেই।

  1. আপনি যে অনুসন্ধান ইঞ্জিনটি ব্যবহার করতে চান সেটির সাইটে যান। উদাহরন স্বরুপ youtube.com
  2. অনুসন্ধান বক্সের ভিতরটা ট্যাপ করুন এবং ধরে থাকুন এবং Add a Search Engine মেন্যুটি নির্বাচন করুন।
একটি নির্দিষ্ট ওয়েবসাইটে অনুসন্ধান করুন। কিছু ওয়েব সাইট তাঁদের নিজেদের অনুসন্ধান ইঞ্জিন ব্যবহারের প্রস্তাব দেয়, একই ধাপ অনুসরণ করে সেটিকে ফায়ারফক্সে যুক্ত করেন। ফলে আপনি আপনার অনুসন্ধান বার থেকে একটি নির্দিষ্ট সাইট সরাসরি খুঁজতে পারবেন। .

আপনার পূর্ব নির্ধারিত অনুসন্ধান ইঞ্জিন বদল করুন:

  1. Menu বাটনটিতে ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , তারপর Tools মেন্যুটি ট্যাপ করুন (কিংবা টুল অপশন না থাকলে More মেন্যুটি ট্যাপ করুন) এবং মেন্যুটি Add-ons ট্যাপ করুন।
  2. পূর্ব নির্ধারিত ভাবে যে অনুসন্ধান ইঞ্জিনটি দেখতে চান সেটিকে ট্যাপ করুন এবং Set as Default মেন্যুটি নির্বাচন করুন।
  1. Menu বাটনটিতে ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , তারপর Settings মেন্যুটি ট্যাপ করুন (কোন কোন ফোনে প্রথমে More মেন্যটি প্রথমে ট্যাপ করা লাগতে পারে), Customize মেন্যুটি ট্যাপ করুন , Search settings মেন্যুটি ট্যাপ করুন।
  2. পূর্ব নির্ধারিত ভাবে যে অনুসন্ধান ইঞ্জিনটি দেখতে চান সেটিকে ট্যাপ করুন এবংe Set as Default মেন্যুটি নির্বাচন করুন।
  1. Menu বাটনটিতে ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , তারপর Settings মেন্যুটি ট্যাপ করুন (কোন কোন ফোনে প্রথমে More মেন্যটি প্রথমে ট্যাপ করা লাগতে পারে), Customize মেন্যুটি ট্যাপ করুন , Search মেন্যুটি ট্যাপ করুন।
  2. পূর্ব নির্ধারিত ভাবে যে অনুসন্ধান ইঞ্জিনটি দেখতে চান সেটিকে ট্যাপ করুন এবংe Set as Default মেন্যুটি নির্বাচন করুন।

ওয়েবসাইটের নামের পরিবর্তে URL দেখান

  • Menu বাটনটি ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , তারপরSettings (আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) । স্ক্রল করে নিচে নামুন এবং Title bar সেটিংস মেন্যুটি ট্যাপ করুন এবং Show page address নির্বাচন করুন।
  • button Menu} বাটনটি ট্যাপ করুন (হয় পর্দার একদম নিচের প্রান্তে আর নয়তোবা উপরের-ডান দিকের কোনায়) , তারপরSettings(আপনাকে প্রথমে হয়তো More স্পর্শ করতে হবে) ,Display। এরপর Title bar সেটিংস মেন্যুটি ট্যাপ করুন এবং Show page address নির্বাচন করুন।

 

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন