কীভাবে Firefox OS Airplane Mode ব্যবহার করবেন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

==Airplane Mode কী==

Airplane Mode হলো Firefox OS পাওয়া যায় এমন একটি সুবিধা যার সাহায্যে আপনি আপনার ডিভাইসের সকল ওয়্যারলেস সংযোগকে সাময়িক সময়ের জন্য বিচ্ছিন্ন করতে পারেন।এই সুবিধাটি মূলত এয়ারপ্লেনে থাকাকালীন সময় বেশি ব্যবহার হয় কেননা ফ্লাইটের সময় সকল সেলুলার সংযোগ বন্ধ করা দরকার হয়ে পড়ে। এটা আপনার ডিভাইসের ব্যাটারি বাঁচানোর কাজেও ব্যবহার করা যেতে পারে এমনকি আপনি যদি চান , আপনার সকল ওয়্যারলেস সংযোগকে একটি বাটনের সাহায্যে নিষ্ক্রিয় করতে চান , তাহলেও এটি ব্যবহার করতে পারেন।

Airplane Mode থাকা অবস্থায় আমি কি করতে পারি?

আপনি Airplane Mode থাকা অবস্থায় ফায়ারফক্স ওএস ব্যবহার করা চালিয়ে যেতে পারেন।আপনি চাইলে এয়ারপ্লেন মোডে থাকা অবস্থায় ওয়াই-ফাই এবং ব্লুটথ ও চালু করতে পারেন। শুধু এয়ারপ্লেন মোডে থাকা অবস্থায় ওয়্যারলেস কানিক্টিভিটি ব্যবহার করতে গেলে আপনাকে এরর বার্তা দেখাবে।

আমি কীভাবে এয়ারপ্লেন মোড সক্রিয়/নিষ্ক্রিয় করবো?

Airplane Mode সক্রিয় করতে, প্রথমে উপরে থাকা নোটিফিকেশন বার ট্যাপ করুন এবং এটিকে ধরে রেখে নিচে নামান।

যখন নোটিফিকেশন বার সম্পূর্ণ রূপে দৃশ্যমান হবে , তখন নোটিফিকেশন বারে থাকা এয়ারপ্লেন মোড চালু করতে এয়ারপ্লেন মোড আইকনটিতে স্পর্শ করুন।

Airplane Mode

একবার সক্রিয় হয়ে গেলে, আপনি আপনার স্ক্রিনের উপরের স্ট্যাটাস বারে এরোপ্লেন আইকন দেখতে পাবেন।

Airplane Mode Active

যখন আপনি Airplane Mode নিষ্ক্রিয় করতে চাইবেন, তখন আগের মত নোটিফিকেশন বারটিকে নিচে নামিয়ে Airplane Mode আইকনের উপর ট্যাপ করুন , এয়ারপ্লেন মোড নিষ্ক্রিয় হয়ে যাবে।আপনার ডিভাইস তখন সকল ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করতে থাকবে এবং কয়েক মিনিটের মধ্যেই ব্যবহারের উপযোগী হয়ে উঠবে।

  1. স্ক্রীণের উপর থেকে নোটিফিকেশন বার নিচে স্লাইড করুন
    notification bar fxos2.1
  2. এয়ারপ্লেন মোড সক্রিয় করতে এয়ারপ্লেন আইকনটিতে টিপ দিন। সক্রিয় হওয়ার পর আইকনটির রঙ নীল হয়ে যাবে: airplane mode on
  3. এয়ারপ্লেন মোড নিষ্ক্রিয় করতে এয়ারপ্লেন আইকনে আবার চাপ দিন। নিষ্ক্রিয় হওয়ার পর আইকনটির রঙ সাদা হয়ে যাবে: airplane mode off। স্বল্প সময়ের মধ্যেই আপনার যন্ত্র পুনরায় সংযুক্ত হওয়া শুরু করবে।
Note:এয়ারপ্লেন মোড চালু থাকাকালীন সময়ে আপনার স্ক্রীণের উপরের স্ট্যাটাস বারে একটি সাদা উড়োজাহাজ দেখতে পাবেন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন