কিভাবে Firefox OS এর জন্য স্ক্রিন টাইমআউট সেট করতে হয়

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

সেটিং অ্যাপ্লিকেশনের ডিসপ্লে সেটিং এ গিয়ে আপনার স্ক্রিন টাইমআউট নিয়ন্ত্রণ করতে পারেন।

  1. সেটিং এপ খুলুন Settings 1.3Settings 1.4Settings- 2.0 (small)
  2. Display ট্যাপ করুন ।
  3. স্ক্রিন টাইমআউটের নিচের বাটনে ট্যাপ করুন এবং আপনি যে টাইমআউট চান টা নির্বাচন করুন : ১,২,৫ বা ১০ মিনিট বা কখনই না ।
  4. নতুন টাইমআউট নিশ্চিত করতে OK ট্যাপ করুন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন