Firefox OS এ এলার্ম ক্লক সেট করা

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

ঘড়ির এলার্ম চালু করুন

  1. হোম স্ক্রীন থেকে, ঘড়ি দেখার জন্য clock এ ট্যাপ করুন।
    New Clock

  2. এলার্ম পরিবর্তন করতে অথবা বন্ধ করতে সেট এলার্ম চাপুন।
পরামর্শ: ডিজিটাল ভিউ এর জন্য ঘড়িটিতে চাপ দিন।

নতুন একটি ঘড়ি এলার্ম যুক্ত করুন

  1. Clock এপের ভেতর থেকে নতুন এলার্ম সেট করতে, add alarm চাপুন।

    New Alarm Menu

  2. Set the time: নাম্বারগুলো উপর-নিচ করে আপনার পছন্দের এলার্ম সময় সেট করুন।
  3. Add a label: এলার্মটিকে যা বলা হবে এটিই তা।
  4. Pick an alarm sound: কোন সাউন্ডে স্পর্শ করলে তা নির্বাচিত হবে এবং শব্দটি চালু হবে, এবং আপনি আপনার পছন্দ নিশ্চিত করার জন্য Clock "OK" Button টি প্রেস করবেন। বর্তমানে এখানে ৮টি লার্ম সাউন্ড রয়েছে:
    • "Classic Buzz"
    • "Classic Pulse"
    • "Classic Progressive"
    • "Gem Echoes"
    • "Into the Void"
    • "Ringing Strings"
    • "Shimmering Waves"
    • "Smooth Strings"
  5. Snooze: এটি হলো এলার্মটি রিং হবার পূর্বে কিছু সময়ের জন্য বিলম্ব, এটি ৫,১০,১৫ অথবা ২০ মিনিট হতে পারে।
  6. এলার্ম সংরক্ষন করার জন্য Firefox OS "Done" Button চাপুন।

ঘড়ি এলার্ম অপসারণ

  1. হোম স্ক্রীন থেকে, clock চাপুন ধড়ি দেখার জন্য।
  2. যে এলার্মটি মুছে ফেলতে চান তার এডিট মেনুতে যাবার জন্য সেটিতে ক্লিক করুন।
  3. স্ক্রল করে নিচে নামুন এবং Firefox OS Clock "Delete" Button বাটন চাপুন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন