ফায়ারফক্সের সাহায্য অনুবাদ

এই প্রবন্ধটি হয়তো তারিখের বাইরের।

যার ওপরে এটি ভিত্তি করে আছে সেই ইংরাজী প্রবন্ধে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। যতক্ষণ না এই পেজটি আপডেট হচ্ছে, ততক্ষণ আপনি হয়তো এটাকে সাহায্যকর পাবেন: How to contribute to article localization

ফায়ারফক্স সাহায্য অনুবাদ করার জন্য ধন্যবাদ। অর্ধেকের চেয়েও বেশি ফায়ারফক্স ব্যবহারকারী ইংরেজি ছাড়া অন্য ভাষা ব্যবহার করে, এবং সারা বিশ্বের মানুষের কাছে এই সহায়তা উপলভ্য করার জন্য আমরা আপনাদের মতন স্বেচ্ছাসেবকদের উপর নির্ভরশীল।

সাহায্য প্রয়োজন

আমরা সবসময়ই নতুন অনুবাদক অনুসন্ধান করি। আমাদের এই সেবা আপনার ভাষায় অনুবাদিত হয়েছি কিনা দেখতে, আমাদের সাইট কৃতিত্ব ঘুরে দেখুন। যদি অনুবাদিত না হয়ে থাকে তাহলে অনুবাদ শুরু করতে আমরা আপনার সাথে কাজ করতে আগ্রহী। যদি আমাদের লোকেল নেতা থেকে থাকে তাহলে আরো অনুবাদ অথবা আরো প্রবন্ধ রিভিউ করতে আমরা তার সাথে আপনার যোগাযোগ করিয়ে দিবো।

আমি একজন অনুবাদক হতে চাই। আমাকে কী করতে হবে?

প্রথম কাজ, শুরু করা প্রথমেই আমাকে ইমেইল করুন, Rosana - সুমো কমিউনিটি সাপোর্ট পোগ্রাম ব্যবস্থাপক - rardila (at) mozilla (dot) com। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিবো, আপনাকে শুরু করিয়ে দিবো অথবা আপনার ভাষায় কাজ করছে এমন কারও সাথে আপনার পরিচয় করিয়ে দিবো। আপনার ভাষা যদি সাইট কৃতিত্ব তে থেকে থাকে তাহলে আপনি আপনার লোকেল নেতার নামে ক্লিক করতে পারেন, এবং তার সাথে যোগাযোগ করতে তাকে গোপন বার্তা পাঠাতে পারেন। সকল ক্ষেত্রেই আপনাকে সুমো তে একটি একাউন্ট খুলতে হবে।

সাপোর্ট অনুবাদ কিভাবে কাজ করে?

সাপোর্ট অনুবাদের দুইটি অংশ। প্রথম অংশ ইউজার ইন্টারফেস (বাটন, সাইডবারের লেখা, ইত্যাদি)। কিভাবে করতে হয় তা দেখতে সুমো ইন্টারফেস কিভাবে অনুবাদ করতে হয় দেখুন। সেখানে প্রকৃত নিবন্ধ আছে। এগুলো সাইটের অনুবাদ করা যাবে, যা একটি সম্পূর্ণ অনুবাদ যোগ্য উইকি। যেসকল বিষয় অনুবাদ করতে হবে তা নিম্নরুপ:

  • সাধারন নিবন্ধ: ব্যবহারকারীদের জন্য এটি সম্পূর্ণ জ্ঞান নির্ভর নিবন্ধ, অন্যান্য উইকির মতই, সাথে নিজের ভাষায় অনুবাদ করার সুবিধাও আছে।
    • সমস্যা সমাধান নিবন্ধ: একটি সমস্যা কিভাবে সমাধান করা যায় তার নিবন্ধ।
    • কিভাবে: একটি সুবিধা কিভাবে ব্যবহার করা যায় তা বর্ণনা করে।
  • বিশেষ নিবন্ধ
    • ন্যাভিগেশন: এই ধরনের নিবন্ধ এক ধরনের বিশেষ পৃষ্ঠা, যেমন শুরুর পৃষ্ঠা অথবা একটি প্রশ্ন জিজ্ঞাসা পাতা।
    • টেমপ্লেটস/কন্টেন্ট ব্লক: একটি নিবন্ধের কিছু অংশ, যেমন প্রিফারেন্স উইন্ডো কিভাবে খুলবেন, একাধিক নিবন্ধে ব্যবহার করা হয়, এই ধরনের অংশ একবার তৈরী করা এবং তা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন নিবন্ধে ব্যবহার করা যুক্তিযুক্ত। আমরা এর জন্য টেমপ্লেট ব্যবহার করি।
    • কিভাবে অবদান রাখবেন: এই সকল নিবন্ধ অবদানকারীদের জন্য। আপনার এগুলো অনুবাদ করার প্রয়োজন নেই, এগুলো শুধু সেকল মানুষদের জন্য যারা অবদান রাখার জন্য নিবন্ধন করে, এবং এগুলো অনুসন্ধান করে পাওয়া যায় না।
    • প্রশাসনিক: বিবিধ নিবন্ধ যা উপরের কোন বিভাগের অন্তর্ভুক্ত নয়।


আমি একজন নতুন অনুবাদক, আমি কোথা থেকে শুরু করব?

আপনার অনুবাদ ড্যাশবোর্ডে সকল কিছু দেওয়া আছে। আপনি এখানে প্রথম পাতার অবদানকারীদের ব্যানার অথবা অন্য পৃষ্ঠার অবদানকারীদের সাইডবার থেকেও ঢুকতে পারবেন। একটু সময় নিয়ে যত্নসহকারে এগুলো দেখুন। এখান থেকে আপনার ভবিষ্যতের অনুবাদ কাজ শুরু হবে। অনুবাদের মজা পেতে একটি নিবন্ধ অনুবাদ শুরু করুন।

  • === একটি নিবন্ধ অনুবাদ করা ===
    1. আপনার অনুবাদ ড্যাশবোর্ড এ যান।
    2. শুরুতেই সবচেয়ে বেশি প্রদর্শিত নিবন্ধের তালিকা পাওয়া যাবে। প্রথম নিবন্ধটি নির্বাচন করে ক্লিক করুন, বামেদিকে থাকা Editing Tools সম্প্রসারন করুন, এবং Translate Article ক্লিক করুন। তারপর আপনার ভাষা বেছে নিন।
    3. পরবর্তী পৃষ্ঠায় হাতের বাম পাশে ইংরেজি সংস্করণ দেখাবে, অনুবাদ করতে হবে ডান দিকের অংশে। প্রথম থেকে শুরু করতে হবে। নিবন্ধটির একটি নাম দিতে হবে এবং slug ঠিক আছে কিনা দেখে নিন
    4. নিবন্ধে অনুবাদকৃত মূলশব্দ দিন যাতে খুজে পেতে সুবিধা হয়।
    5. অনুসন্ধানের সারসংক্ষেপ অনুবাদ করুন। এই অনুচ্ছেদটি অনুসন্ধান ফলাফল পৃষ্ঠায় থাকবে।
    6. সর্বশেষে নিবন্ধে যান। বন্ধনীর বাইরে থাকা সকল কিছু অনুবাদ করুন। পণ্যের ইউআই অনুবাদের সময় সতর্ক থাকুন। আপনি যদি কোন কিছুর অর্থ বুঝতে না পারেন, আপনি কিছু সাহায্যের জন্য for কিভাবে ব্যবহার করতে হয় এবং টেমপ্লেট কিভাবে ব্যবহার করতে হয় পড়তে পারেন।
    7. আপনার কাজ শেষ হয়ে গেলে, রিভিউ করার জন্য নিবন্ধ জমা দিন, এবং অর্থবহ মন্তব্য লিখুন, যা নিবন্ধ'র ইতিহাস পৃষ্ঠায় দেখাবে।
    8. নিবন্ধ'র ইতিহাস পৃষ্ঠায়, আপনার যদি যথাযথ ক্ষমতা থাকে তাহলে আপনি স্টাটাস কলামে থাকা Review তে ক্লিক করে অনুবাদের অনুমোদন দিতে পারেন। এই তো, আপনার প্রথম অনুবাদকৃত নিবন্ধ হয়ে গেছে, এবং জনসাধারনের নিকট দৃশ্যমান হয়েছে। অভিনন্দন!

slug অনুবাদ করা

slug নিবন্ধ ইউআরএল এর একটি অংশ, যেমন : http://support.mozilla.org/bn-BD/kb/this-is-the-slug। এটি ৫০ অক্ষরের বেশি হতে পারতে না। স্বয়ংক্রিয়ভাবে তৈরী slug থেকে অপ্রয়োজনীয় শব্দ মুছে দিন। নিশ্চিত করুন যাতে মানুষ এটি বুঝতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এখানে থাকে।

মুলশব্দ অনুবাদ করা

একটি নিবন্ধ অবশ্যই এমন হতে হবে যা সহজে খোজা যায়। শিরোনামে থাকা যে সকল শব্দ ইংরেজি স্টপ ওয়ার্ডস নয় যেমন "the" এবং "is" কে মূলশব্দ হিসাবে ধরা হয়েছে, তাই এদের মূলশব্দে যুক্ত করার দরকার নেই। আপনার ভাষার উপর নির্ভর করে, কিছু অথবা সকল মূলশব্দ অনুবাদ করুন এবং প্রয়োজনে প্রতিশব্দ ব্যবহার করুন, সম্পর্কিত বিষয়, স্থানীয় সংস্করণ যুক্ত করুন। খুব বেশি মূলশব্দ যুক্ত করা উচিৎ নয় তাহলে প্রতিটি শব্দই তখন হালকা হয়ে যাবে। বিস্তারিত জানতে, একটি নিবন্ধের অনুসন্ধান র‍্যাংকিং বাড়াতে কখন এবং কিভাবে মূলশব্দ ব্যবহার করতে হয় দেখুন।

অনুসন্ধানের সারসংক্ষেপ অনুবাদ করুন

সঠিক অনুবাদ থেকে সর্বোচ্চ ১৬০ অক্ষরের একটি সারসংক্ষেপ তৈরী করুন, যাতে গুগল অনুসন্ধানে তা দেখা যায়।

পণ্যের ইউআই লেবেল অনুবাদ করা

সাধারনত পণ্যের ইউআই আপনি অনুবাদ করবেন না। লেবেল কী হবে তা জানতে, ট্রান্সভিসন গ্লোসারি ব্যবহার করতে পারেন।

প্রথম অনুবাদের পর নিবন্ধ কিভাবে আপডেট করব?

ইংরেজি নিবন্ধ ৩ স্তরে প্রতিনিয়ত আপডেট করা হয়:

  1. ছোট সম্পাদনা: এগুলো নির্দেশনায় কোন পরিবর্তন আনে না। ছোট পরিবর্তন অনুবাদকদের জন্য গুরুত্বপূর্ণ নয় এবং এগুলো নজরে আসবে না।
  2. বড় সম্পাদনা/নিবন্ধ পরিবর্তন: ছোট পরিবর্তন থেকে বেশি, কিন্তু পরিবর্তনগুলো অনুবাদ করা নিবন্ধকে বাতিল করে দিবে না। শুধু মাত্র অনুবাদকেরা মেইলের মাধ্যমে জানবে।
  3. বড় সম্পাদনা/অনুবাদ = এই মুখ্য সম্পাদনা নিবন্ধের বিষয় বস্তুকে অনেক পরিবর্তন করে যার ফলে অনুবাদ অনেকবার পরিবর্তন হয়। অনুবাদকদের এ বিষয়ে জ্ঞাত করা হয় এবং পৃষ্ঠায় out of date‘ header লাগানো হয়, যাতে পাঠকগণ বুঝতে পারেন যে নিবন্ধটি হালনাগাদ করা হয়নি।

নিবন্ধ সহজে আপডেট করার কিছু পরামর্শ।

সকল ঘটনাসমূহ পরিবর্তন আমি কিভাবে ট্র্যাক রাখতে পারবো?

  1. আপনার অনুবাদ ড্যাশবোর্ড এ যান।
  2. বাম দিকে একটি লেখা আছে রিভিসন পরিবর্তন হলে..., এটাতে ক্লিক করুন।
  3. মেনুতে এই সকল অপশন থাকবে:
    • রিভিউ এর জন্য অপেক্ষারত: যেকেউ নিবন্ধ জমা দিতে পারে। আপনি যদি লোকেল নেতা হন তাহলে আপনি এই অপশনটি আপনার ভাষায় অনুসরন করতে পারেন, যাতে কেউ আপনার লোকেলে অবদান করলে আপনি দেখতে পারেন।
    • অনুমোদিত: নিবন্ধ অনুমোদিত হলে জনসাধারনের জন্য দৃশ্যমান হবে। আবারও, আপনি লোকেল নেতা হলে অপশনটি আপনার ভাষায় অনুসরন করতে পারেন।
    • অনুবাদের জন্য প্রস্তুত: একবার একটি নিবন্ধ ইংরেজি সংস্করণে প্রস্তুত হয়ে যায়, সম্পাদক গন সেটি অনুবাদের জন্য চিহ্নিত করে দেন। আপনি যদি অনুবাদক হন তাহলে আপনি এটি অনুসরন করতে পারেন, তাহলে আপনি সকল ইংরেজি নিবন্ধ পরিবর্তন জানতে পারবেন।

আপনার প্রথম নিবন্ধ শেষ হয়ে গেলে, আপনি ফায়ারফক্সের শুরু পৃষ্ঠা অনুবাদ করতে পারেন। ফায়ারফক্সের জন্য এখানে নির্দেশনা দেওয়া আছে। আরো কিছু শুরুর পৃষ্ঠা আছে, প্রতিটি মোজিলা পণ্য অথবা সেবার জন্য (যেমন Firefox Sync এবং Firefox Home)। সকল শুরুর পৃষ্ঠার তালিকা আমরা here | এখানে দিয়েছি।

সকল ঘটনাসমূহ পরিবর্তন আমি কিভাবে ট্র্যাক রাখতে পারবো?

  1. আপনার ড্যাশবোর্ড এ যান।
  2. ডান দিকে একটি লেখা আছে রিভিসন পরিবর্তন হলে..., এটাতে ক্লিক করুন।
  3. মেনুতে এই সকল অপশন থাকবে:

রিভিউ এর জন্য অপেক্ষারত: যেকেউ নিবন্ধ জমা দিতে পারে। আপনি যদি লোকেল নেতা হন তাহলে আপনি এই অপশনটি আপনার ভাষায় অনুসরন করতে পারেন, যাতে কেউ আপনার লোকেলে অবদান করলে আপনি দেখতে পারেন।
অনুমোদিত: নিবন্ধ অনুমোদিত হলে জনসাধারনের জন্য দৃশ্যমান হবে। আবারও, আপনি লোকেল নেতা হলে অপশনটি আপনার ভাষায় অনুসরন করতে পারেন।
অনুবাদের জন্য প্রস্তুত: একবার একটি নিবন্ধ ইংরেজি সংস্করণে প্রস্তুত হয়ে যায়, সম্পাদক গন সেটি অনুবাদের জন্য চিহ্নিত করে দেন। আপনি যদি অনুবাদক হন তাহলে আপনি এটি অনুসরন করতে পারেন, তাহলে আপনি সকল ইংরেজি KB পরিবর্তন জানতে পারবেন।

বড় diff নিয়ে নিবন্ধ সম্পাদনা করা

যখন একটি ইংরেজি নিবন্ধে অনেক পরিবর্তন থাকবে, অনুবাদ সম্পাদকের জন্য আপনি কোন পরিবর্তন এনেছেন না নির্ণয় করা কঠিন হয়ে যায়। এই কাজকে সহজ করতে, নতুন উইন্ডোতে সম্পাদনা পৃষ্ঠাকে আবার খুলুন, বর্তমান পৃষ্ঠার ডান দিকে রাখুন এবং diff পর্যন্ত স্ক্রল করুন। আপনি বাম পাশে ইংরেজি সোর্স পাবেন এবং ডান পাশে diff পাবেন।

Localizing Article Diff

প্রশ্ন আছে? অনুবাদ নিয়ে সাহায্য প্রয়োজন? l10n ফোরামে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন