এন্ড্রয়েডের জন্য ফায়ারফক্স কিভাবে টকব্যাক সমর্থন ব্যবহার করে

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

নোট: এটি আপনার সর্বশেষ সংস্করণের ফায়ারফক্স Aurora for Android এর জন্য প্রযোজ্য যা mozilla.org/mobile/aurora থেকে ডাউনলোড করা যাবে।
অ্যান্ড্রয়েডেরডের জন্য ফায়ারফক্স অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য বানানো সকল ফিচারে প্রবেশাধিকার দিবে। তাই চোখের ক্ষতিসম্পন্ন মানুষ ও তাদের ডিভাইসে ওয়েব ব্রাউস করতে পারেন। এইখানে টকব্যাক এর সব ইউ আই উপাদান এক্সপোজার হিসেবে ওয়েব কন্টেন্ট অন্তর্ভুক্ত যেখানে মুখে বলা আউটপুট হিসেবে ব্যবহৃত হয়, অন্যভাবে বলতে গেলে কন্টেট অট্টভাবে পড়া।ডিরেকশনাল কন্ট্রোলার অথবা ভার্চুয়াল ডিরেকশনাল প্যাড বেসিক নেভিগেশন এর জন্য ব্যবহার করা হয়। উপরন্তু, ব্রাউজার ইউআই এক্সপ্লোর করা যাবে এবং ইন্টারেক্ট করা যাবে এন্ড্রয়েড ৪.০"আইসক্রিম স্যান্ডউইচ" এর টাচ ফিচারের এক্সপ্লোর করার মাধ্যমে।

এই সেকশনে বিভিন্ন সার্পোটেড ফিচারের বিস্তারিত ভাবে বর্ণনা দেওয়া হয়েছে। যদি আপনি দৃষ্টিহীন হয়ে থাকেন তাহলে আপনি আরো সহজভাবে শুরু করতে এইটি পড়তে পারেন। আপনি যদি একজন অন্ধ ব্যক্তি না হয়ে থাকেন তবে নিম্নলিখিত অনেক কিছুই হয়ত আপনার কাছে তেমন কিছু মনে হবে না যদি না আপনি অ্যান্ড্রয়েডের সবার জন্য ব্যবহার উপযোগ্য সুবিধাটির সাথে পরিচিত হয়ে থাকেন।

সেটআপ

টকব্যাক এর সঙ্অ্যান্ড্রয়েডেররয়েডের জন্য ফায়ারফক্স করতে আর কোন অতিরিক্ত ধাপ নেই।আপনার ফোন যদি কথা বলার জন্য সেট আপ করা হয় তাহলে আপনি শুধু গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েডের এর জন্য ফায়ারফক্স ইনস্টল এবং সরাসরি ওয়েব সার্ফিং শুরু করতে পারেন।

দ্রষ্টব্য: আপনি আগে অ্যান্ড্রয়েড 2.3 "জিনজার ব্রেড" বা তার আগের ভার্সন ব্যবহার করেন তাহলে আপনি প্লে স্টোর থেকে ফায়ারফক্স ডাউনলোড করতে আংশিক সাহায্য পেতে পারেন। স্টোর এপ পুরাতন ভার্সন বা এই ভার্সেন খুব একটা টাকব্যাক-বান্ধব নয়।

ফায়ারফক্স হার্ডওয়ার কীবোর্ড এবং হার্ডওয়ার ডিরেকশনাল কন্ট্রোলারে সার্পোট করে। এর পাশাপাশি যে সব ডিভাইসে টাচ স্ক্রীন আছে অথবা অন স্ক্রীণ কীবোর্ড সফটওয়ার আছে অথবা নেভিগেশনের জন্য ভার্চুয়াল ডিপ্যাড আছে সেগুলোতেও তা সার্পোট করে। ভাল ফলাফলের জন্য আমরা বলব টাইপিং এবং নেভিগেশনের জন্য Eyes-Free keyboard ইনস্টল করতে পারেন।

প্রাথমিক নেভিগেশন এবং ব্যবহার

স্ক্রিন লেআউট

অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্স নিম্নলিখিতভাবে বিন্যস্ত করা হয়:

  • উপরের বাম প্রান্তে কোণায় একটি অসাম বার আছে। এইটি একটি আংশিক বাটন। যখন আপনি ট্যাপ করেন অথবা এন্টার প্রেস করেন তখন এইটির টেক্সট ফিল্ড বিস্তৃতি হয়। টকব্যাক হয় বলবে "Enter search or address", অথবা বর্তমানে লোড করা ওয়েব পেজের নাম বলবে ।
  • যদি আপনার ডিভাইসে মেনু ওপেন করার জন্য কোন হার্ডওয়ার বাটন না থাকে,তাহলে অসাম বারের পরের বাটনটিই হল "মেনু" বাটন। এইটি উলম্বভাবে অবশিত একটি মেনু প্রদর্শন করবে। সব আইটেম হয়ত স্ক্রিণে প্রদর্শিত হবে না , অবশিষ্ট আইটেম দেখার জন্য আপনাকে দুই আঙ্গুল উপরের দিকে পুশ করতে হবে। আইটেম নেভিগেট করার জন্য হার্ডওয়ার ডিরেকশনাল কন্ট্রোলার ব্যবহার করুন। যেহেতু ভার্চুয়াল-ডি প্যাড সাধারণত খুব ভালভাবে মেনুর সাথে যোগাযোগ করতে পারে না সেহেতু আইস ফ্রী-কীবোর্ডের জন্য ডি-প্যাড অফ করুন এবং টাচ স্ক্রীন ব্যবহার করুন। এইটি চোখ ফ্রী-কীবোর্ড সিস্টেমের একটি সীমাবদ্ধতা।
  • উপরের ডান প্রান্তে কর্নারে একটি ট্যাপ বাটন আছে। এইটি আপনাকে বর্তমানে আপনার খোলা ট্যাব সংখ্যা কয়টি তা বলবে। যদি আপনি ট্যাপ করেন অথবা এন্টার প্রেস করেন একটি নতুন স্ক্রীন ওপেন হবে উপর থেকে নীচে বর্তমানে খোলা ট্যাবগুলির কারণে। প্রতিটি ট্যাবের একটি ক্লোস ট্যাব বাটন রয়েছে যা দিয়ে আপনি ট্যাবটি ক্লোস করতে পারবেন।ট্যাবে সুইচ করতে চাইলে পছন্দসই ট্যাবের উপর রেখে কেবল ট্যাপ স্পর্শ করুন অথবা এন্টার প্রেস করুন।
  • বার কন্ট্রোলের নিচে ,স্ক্রিনের বাকীটুকুতে ওয়েব কন্টেট,টপ সাইট,এড-অন,বুকমার্কের ইতিহাস দেখায়। ডি-প্যাড ব্যবহার করে এরিয়া নেভিগেট ডাউন করুন এবং এগুলো দেখতে চাইলে ডান বামে সুইপ করুন । নির্বাচিত এলাকা থেকে বিষয়বস্তু শুনতে সুইপ ডাউন করুন। এন্টার আপনার সিলেক্টেড পেজ এক্টিভেট করবে। যদি ওয়েব কন্টেট শো করে তবে সেটা নেভিগেট করতে নিচের নির্দেশাবলী অনুসরণ করুন।
  • তা নীচে অন্যান্য এন্ড্রয়েড এপ্লিকেশনের মত "ব্যাক","হোম","রিসেন্ট এপস", এবং "মেনু" বাটন (যদি থাকে) তা দেখানো হবে।

বেসিক ওয়েব কন্টেন্ট নেভিগেশন

ওয়েব কন্টেট নেভিগেট করতে নীচের কাজগুলো করুনঃ

  1. উপরের অসাম বার ব্যবহার করে পেজ ওপেন করুন। হয় এড্রেস লিখুন অথবা সার্চ করুন অথবা বুকমার্ক, হিস্টোরি অথবা টপ সাইট ব্যবহার করুন পেজ ওপেন করতে ।
  2. একেবারে নিচে নেভিগেট করুন। এইটি ওয়েব কন্টেটে ফোকাস করবে।
  3. ক্রমানুসারে ওয়েব কন্টেট ব্যবহার করতে ডান এবং বাম ডিরেকশনাল নেভিগেট ব্যবহার করুন। এটা আপনার পেজ এর টেক্সট সার্চ হিসাবে টকব্যাক লিঙ্ক, শিরোনামে, তালিকার আইটেম, ফর্ম ফিল্ড উপাদান, এবং অন্যান্য শব্দার্থিক তথ্য ঘোষণা করবে।
  4. ফর্ম ফিল্ডের লিঙ্ক অথবা ফোকাসিং জায়গা , চেকবক্সে টুগল করার জন্য আপনার কন্ট্রোলারে ডাউন প্রেস করুন অথবা এন্টার না হয় ডি প্যাডের কেন্দ্রে ট্যাপ করুন।এখন নতুন একটি পেজ লোডেড হবে,এখন ফোকাস করুন সেই সব জায়গায় যেখানে আপনি টাইপিং মোডে সুইচ করতে এবং টেক্সট , টুগল চেক করতে পারবেন।
  5. অসাম বার ফিরে পেতে আপনার উপরের এরো অথবা উপরের দিকে সুইপ করুন। আপনার বর্তমান ওয়েব পেইজটির অবস্থান মনে রাখা হয়েছে তাই আপনি যদি সেটা নিচে নেভিগেট করতে পারেন অথবা আপনি যে অবস্থায় রেখে গিয়েছিলেন সেই অবস্থা থেকে শুরু করতে পারেন । এইটি অবশ্যি আপনি নতুন পেজ শুরু না করা পর্যন্ত তা না হলে নেভিগেট আবার প্রথম থেকে শুরু হবে।

অসাম বার

অসাম বার ব্যবহার করতে নিচের স্টেপগুলো অনুসূরণ করুন:

  1. আপনার স্ক্রিনের উপরের বাম দিকের কোনায় থাকা, স্ট্যাটাস বারের নিচে বাটন খুঁজুন এবং ট্যাপ করুন। । টকব্যাক হয় বলবে "Enter search or address", অথবা বর্তমানে লোড করা ওয়েব পেজের নাম বলবে ।
  2. ডিরেকশনাল কন্ট্রোলার অথবা কীবোর্ড এক্টিভ করতে বাটন ট্যাপ করুন অথবা এন্টার প্রেস করুন।
  3. আপনার টাইপিং মোড পরিবর্তন করুন অথবা ঠিকানা, পৃষ্ঠা শিরোনাম, অথবা অনুসন্ধান শব্দ পেতে হার্ডওয়ার কীবোর্ড ব্যবহার করুন।
  4. কোন পরামর্শ আছে খুঁজে বের করতে ডাউন এরো প্রেস করুন অথবা অসাম বারের নিচের এলাকায় স্পর্শ করুন ।
  5. যদি সেখানে থাকে এবং আপনি যা চান সেটা সেখানে খুঁজে পান তাহলে ট্যাপ অথবা এন্টার প্রেস করুন।
  6. যদি না থাকে তাহলে আপনি টাইপিং চালিয়ে যান।
  7. যদি আপনি পুরো ওয়েব এড্রেস লিখে থাকেন তাহলে এন্টার প্রেস করুন অথবা "Go" দিয়ে পেজটি ওপেন করুন।

যদি আপনি আপনার বুকমার্ক অথবা হিস্টোরি ব্রাউজ করতে চান তবে নিচের কাজগুলো করুন:

  1. খুঁজুন এবং "Enter search or address" বাটনটি ট্যাপ করুন।
  2. যেসব বিষয়বস্তু টেক্সট ফিল্ডের সাথে প্রদর্শিত হয় সেগুলোকে নেভিগেট ডাউন করুন। য়াপনি আপনার দেখা সর্বাধিক সাইটগুলো দেখতে পাবেন।
  3. আপনার সর্বাধিক দেখা ওয়েবসাইটগুলি উপরে এবং নিচে নেভিগেট করুন অথবা বুকমার্ক দেখতে ডান দিকে নেভিগেট করুন।আপনার বুকমার্ক নেভিগেট করতে আপ এবং ডাউন ব্যবহার করুন। ইতিহাস দেখতে চাইলে আবার ডানে নেভিগেট করুন এবং আপনার দেখা সর্বশেষ সাইটগুলো ভিজিট করতে আপ এবং ডাউন ব্যবহার করুন।
  4. আপনি যখন একবার পেয়ে যাবেন আপনি কি চান,ডি-প্যাডের ডাউন প্রেস করুন অথবা এক্টিভ করতে এন্টার চাপুন।

সিঙ্ক সেট আপ করুন

[[Use Sync to share your Firefox bookmarks, passwords and more with Firefox for mobile|ফায়ারফক্স সিঙ্ক সেটাপ করা] আপনাকে বলবে একটি সিঙ্ক কোড দিতে যখন আপনার মোবাইল ডিভাইস ডেস্কটপ ফায়ারফক্সের সাথে যুক্ত হতে চাইবে। এই কোড সম্পূর্ণরুপে প্রবেশেরযোগ্য। এটা পর্দার কেন্দ্রে, এক লাইন ৩ অংশ করে প্রদর্শিত হয় । তিনটি লাইন এর উপরে থেকে কোড শুরু করুন এবং নিচের দিকে লিখতে থাকুন। 

 

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন