কিভাবে Message অ্যাপ ব্যবহার করবেন

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

Firefox OS এর Messages অ্যাপটি আপনাকে অন্যের সাথে ছোট লিখিত বার্তা(SMS) আদান প্রদান করতে দেয় । আপনি ছবি, ভিডিও এবং অন্যান্য মাল্টিমিডিয়া সংযুক্তি(MMS) পেতে এবং পাঠাতে পারবেন। এই নিবন্ধ আপনাকে দ্রুত এটি শিখতে সাহায্য করবে।

পরামর্শ: টাইপিং সহজ করতে শব্দ প্রস্তাব করার ফিচারটি চালু করে দিন ।

মেসেজ পাঠান

  1. Messages অ্যাপ sms app চালু করুন।
  2. নতুন মেসেজ Editmessages বাটন ট্যাপ করে শুরু করুন ।
  3. To: বক্সে আপনি যার কাছে বার্তা পাঠাতে চান, তার ফোন নাম্বার লিখুন, অথবা কন্ট্যাক্ট contact button বাটন ট্যাপ করে কন্ট্যাক্টস অ্যাপ থেকে কাওকে যোগ করুন ।
  4. মেসেজ ফিল্ডে টাইপ করুন এবং শেষে Send স্পর্শ করুন ।
আপনি উপরের ডান কোণা থেকে মেন্যু বাটন fxos menu ট্যাপ করে Add subject নির্বাচন করলে আপনার মেসেজে subject যোগ করতে পারবেন।
  1. Messages app messages 2.0 টি খুলুন।
  2. নতুন বার্তা লিখতে নতুন বার্তা বাটনটি new email 2.0 ট্যাপ করুন ।
  3. To: তে ফোন নাম্বার লিখার স্থানে অথবা পরিচিতি বাটনে add contact 2.0 কাউকে Contacts অ্যাপ থেকে যুক্ত করতে ট্যাপ করুন। একাধিক মানুষকে বার্তা পাঠাতে এই পদ্ধতি টি পুনরায় করুন।
  4. বার্তা লিখার স্থানে টাইপ করুন, তারপরে যখন আপনার শেষ হয়ে যাবে send msg 2.0 সেন্ড বাটনটি ট্যাপ করুন।
মেনু বাটনটি ট্যাপ করে আপনি বার্তার সাথে একটি বিষয় ও যুক্ত করতে পারেন message settings 2.0 যা স্ক্রিনের উপরে আছে এবং Add subject নির্বাচন করলে আসবে।

আপনার বার্তা পাঠানোর পরে, আপনি একটি স্ক্রিন দেখতে পারবেন যা আপনাকে আপনার এবং যাকে বার্তা পাঠাচ্ছেন তার সব কিছু দেখাচ্ছে। একটি স্পিনিং সার্কেল Sending Icon আপনার পরবর্তী বার্তা পাঠানোর প্রক্রিয়া।

মাল্টিমিডিয়া সংযুক্তি পাঠান এবং গ্রহণ করা

বার্তা তৈরির সময় আপনি ছবি, ভিডিও বা গান সংযুক্ত করতে পারেন ।

  1. মেসেজ ফিল্ডের বাম থেকে পেপারক্লিপ MMS attach বাটনটি ট্যাপ করুন ।
  2. প্রয়োজনীয় ফাইলের উৎস নির্বাচন করুন (ভিডিও, ওয়ালপেপার, গান অথবা গ্যালারি) । নতুন ছবি বা ভিডিও নিতে ক্যামেরা অপশান নির্ধারণ করুন ।
    Choose a source

নোট: এই সুবিধাটি ফায়ারফক্স ওএস এর ১.১ এবং নতুন সংস্করণে পাওয়া যাবে। Firefox OS এর কোন সংস্করণটি ব্যাবহার করছেন তা আপনি জানেন না? এখানে দেখুন কিভাবে খুজতে হয়।

কম মেমরির ডিভাইসে: আপনি যদি ফায়ারফক্স ওএস ১.৩T ডিভাইসে থাকেন, তাহলে আপনার পাঠানো ছবিগুলো ৩০০কিবোবাইট বা তার কমে নিয়ে আসা হবে ।
কেউ আপনাকে ফাইল পাঠালে তা সংরক্ষিত করতে: বার্তার উপরে ট্যাপ করুন, তারপরে ফাইলটি খুলতে ট্যাপ করুন। Saveট্যাপ করুন।

}

ছবি, ভিডিও অথবা গান বার্তার সাথে যুক্ত করতে:

  1. পেপার ক্লিপ আইকনটি ট্যাপ করুন attach message 2.0 আপনি যে বার্তাটি লিখছেন তার উপরে।
  2. পছন্দ করুন আপনি এখান থেকে কি পাঠাতে চান: Video, Music, Gallery অথবা Camera (shoots a new photo or video)।
    • যদি আপনি ছবি পছন্দ করেন গ্যালারি থেকে, আপনি ছবিটি পাঠানোর আগে ক্রপ করার সুযোগ পাবেন। যুক্ত করা শেষ করতে Done বাটনটি ট্যাপ করুন।
    • যদি আপনি গান অথবা ভিডিও ফাইল পছন্দ করেন, পাঠানো শেষ করতে confirm ringtone ট্যাপ করুন।
  3. যখন আপনি আপনার ফাইল যুক্ত করা এবং বার্তা লিখা শেষ করবেন, সেন্ড বাটনটি send msg 2.0ট্যাপ করুন।
Save a file that someone sent you: বার্তার উপরে ট্যাপ করন, তারপরে ফাইল খুলতে ট্যাপ করুন। Save ট্যাপ।

মেসেজ দেখা এবং জবাব দেয়া

আপনার ফোনে বার্তা আসলে ফোনটি বেজে উঠবে এবং স্ক্রিনের উপরে একটি বার্তা আসবে ।

Text message alertsms notification 2.0
  1. সকল বর্তমান নোটিফিকেশন দেখতে নটিফিকেশন বার কে স্ক্রিনের উপর থেকে টেনে নিচে নামান ।
    Select notification
  2. কোন মেসেজ নোটিফিকেশনের উপর ট্যাপ করে এটিকে মেসেজেস অ্যাপে খুলুন ।
  3. আপনার উত্তর লিখুন এবং Sendthe Send button send msg 2.0 ট্যাপ করুন।

আপনি অবশ্যই Messages অ্যাপটি শুধুই আপনার বার্তার তালিকা দেখার জন্য ব্যবহার করতে পারেন।

  1. কোন কথোপকথন ট্যাপ করে সেটি দেখুন ।
  2. জবাব টাইপ করুন এবং SendSend বাটন send msg 2.0 ট্যাপ করুন ।

পূর্বে প্রেরিত বা প্রাপ্ত বার্তা পাঠান

অন্য কারো সাথে কোন বার্তা শেয়ার করতে চান ? নিচের ধাপগুলো অনুসরণ করুন :

  1. কোন একটি কথোপকথন ট্যাপ করে খুলুন । যে বার্তাটি অন্য কাওকে পাঠাতে চান, সেটি ট্যাপ করে তার পাশে টিক দিন । কিছু ফোনে পরবর্তী স্ক্রিন না আসা পর্যন্ত বার্তাটি ট্যাপ করে ধরে রাখতে হবে ।
    select sms
  2. নিচে Message options স্ক্রিন দেখতে উপরে ডান কোণা থেকে মেন্যু ট্যাপ করুন । এরপর Forward ট্যাপ করুন।
    forward sms
  3. To: বক্সে প্রাপকের নাম লিখুন এবং Send ট্যাপ করুন । ব্যস !
    send fwd
  1. কথোপকথন খুলতে ট্যাপ করুন।
  2. আপনি একটি মেনু প্রদর্শিত না হওয়া পর্যন্ত বার্তাটি ট্যাপ করে রাখুন।
  3. Forward নির্বাচন করুন।
  4. যাকে বার্তাটি পাঠাবেন তার ফোন নাম্বারটি দিন, অথবা আপনার পরিচিতি থেকে যুক্ত করতে add contact 2.0 ট্যাপ করুন।
  5. শেষ করতে সেন্ড বাটনটি send msg 2.0 ট্যাপ করুন।

বার্তা মুছে ফেলা

  1. Edit বাটনটি Delete Message ট্যাপ করুন স্ক্রিনে বার্তা লিখা আনতে।
  2. যে বার্তাটি আপনি মুছে ফেলতে চান ট্যাপ করুন।
  3. উপরে ডান পাসে Delete ট্যাপ করুন।
    Delete messages
  4. শেষে OK ট্যাপ করুন এবং বার্তা মুছে যাবে।
  1. মেনু বাটনটি message settings 2.0 ট্যাপ করুন।
  2. Delete Messages ট্যাপ করুন।
  3. বক্সে পরবর্তী চেক মার্কে বার্তা নির্বাচন করুন যে টি আপনি মুছে ফেলতে চান।
    delete messages 2.0
  4. স্ক্রিনের উপরে ডান পাসে Delete ট্যাপ করুন।
  5. নিশ্চিত করতে লাল বাটনটি Delete ট্যাপ করুন।
দ্রষ্টব্য : সংরক্ষিত ছবি, ভিডিও অথবা গান এক্ষেত্রে মুছে যাবে না ।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন